ETV Bharat / bharat

সুপ্রিম কোর্টের রায়ের অনুবাদ এবার বাংলাতেও - Supreme Court Judgement

দেশের 9টি আঞ্চলিক ভাষায় সুপ্রিম কোর্টের রায় অনুবাদ করা হবে ৷ তা ওয়েবসাইটে আপলোড করা হবে ৷

সুপ্রিম কোর্ট
author img

By

Published : Jul 24, 2019, 10:04 PM IST

দিল্লি, 24 জুলাই : সুপ্রিম কোর্টের রায় দেশের 9টি আঞ্চলিক ভাষায় অনুবাদ করে ওয়েবসাইটে আপলোড করা হবে বলে জানালেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবি শংকর প্রসাদ । তার মধ্যে রয়েছে বাংলাও । আইনমন্ত্রী জানান, আঞ্চলিক ভাষায় রায় অনুবাদ করতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্য নেওয়ার কথা ভাবা হচ্ছে । এর জন্য একটি কমিটি গঠন করা হয়েছে ।

লোকসভায় আইনমন্ত্রী বলেন, "বর্তমানে রায় 9টি আঞ্চলিক ভাষায় অনুবাদের পর সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আপলোড করা হচ্ছে । সেই 9টি ভাষা হল-অহমিয়া, বাংলা, হিন্দি, কন্নড়, মারাঠি, ওড়িয়া, তামিল, তেলুগু এবং উর্দু । "

এতদিন পর্যন্ত সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে মামলার রায় পাওয়া যেত শুধুমাত্র ইংরেজিতে । তবে চলতি মাসের শেষ থেকে সাতটি আঞ্চলিক ভাষাতে মামলায় রায় বা নির্দেশ অনুবাদ পাওয়া যাবে বলে নির্দেশিকা জারি হয় । সেগুলি হল অহমিয়া, হিন্দি, কন্নড়, মরাঠি, ওড়িয়া, তেলুগু ও তামিল । তালিকায় বাংলা না থাকা নিয়ে ক্ষোভ দেখা যায় রাজ্যে । বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "বাংলা পৃথিবীর মধ্যে পঞ্চম ভাষা হিসেবে স্বীকৃত । এশিয়ার দ্বিতীয় । আমরা আশা করব সুপ্রিম কোর্ট যে রায় অনুবাদ করবে, তাতে বাংলা অন্তর্ভুক্ত হবে ।" বাংলাকে অন্তর্ভুক্ত না করায় অখুশি হন রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান ও বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী । বাংলাতেও যেন মামলার রায় তর্জমা করা হয়, এই আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে চিঠিও পাঠান তাঁরা ।

দিল্লি, 24 জুলাই : সুপ্রিম কোর্টের রায় দেশের 9টি আঞ্চলিক ভাষায় অনুবাদ করে ওয়েবসাইটে আপলোড করা হবে বলে জানালেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবি শংকর প্রসাদ । তার মধ্যে রয়েছে বাংলাও । আইনমন্ত্রী জানান, আঞ্চলিক ভাষায় রায় অনুবাদ করতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্য নেওয়ার কথা ভাবা হচ্ছে । এর জন্য একটি কমিটি গঠন করা হয়েছে ।

লোকসভায় আইনমন্ত্রী বলেন, "বর্তমানে রায় 9টি আঞ্চলিক ভাষায় অনুবাদের পর সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আপলোড করা হচ্ছে । সেই 9টি ভাষা হল-অহমিয়া, বাংলা, হিন্দি, কন্নড়, মারাঠি, ওড়িয়া, তামিল, তেলুগু এবং উর্দু । "

এতদিন পর্যন্ত সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে মামলার রায় পাওয়া যেত শুধুমাত্র ইংরেজিতে । তবে চলতি মাসের শেষ থেকে সাতটি আঞ্চলিক ভাষাতে মামলায় রায় বা নির্দেশ অনুবাদ পাওয়া যাবে বলে নির্দেশিকা জারি হয় । সেগুলি হল অহমিয়া, হিন্দি, কন্নড়, মরাঠি, ওড়িয়া, তেলুগু ও তামিল । তালিকায় বাংলা না থাকা নিয়ে ক্ষোভ দেখা যায় রাজ্যে । বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "বাংলা পৃথিবীর মধ্যে পঞ্চম ভাষা হিসেবে স্বীকৃত । এশিয়ার দ্বিতীয় । আমরা আশা করব সুপ্রিম কোর্ট যে রায় অনুবাদ করবে, তাতে বাংলা অন্তর্ভুক্ত হবে ।" বাংলাকে অন্তর্ভুক্ত না করায় অখুশি হন রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান ও বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী । বাংলাতেও যেন মামলার রায় তর্জমা করা হয়, এই আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে চিঠিও পাঠান তাঁরা ।

New Delhi, Apr 01 (ANI): The Special Central Bureau of Investigation (CBI) court granted anticipatory bail to Robert Vadra in money laundering case on Monday. Court also allowed anticipatory bail to his close aide Manoj Arora. Both were on interim bail currently. While speaking to media, Robert Vadra's lawyer and Congress leader Abhishek Manu Singhvi said, "We are happy with this thing that law has been victorious, we have made several points which have to wait and analysis of the judgment which has many- many reasons. The core issue which we raised was that of a 2010-2011 alleged offence case. He came without any force or pressure. After coming from foreign, he spent so much of time in questions and answers. So no issue of non-cooperation is raised."
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.