ETV Bharat / bharat

টুইট করে বিপাকে, আদালত অবমাননার দায়ে দোষীসাব্যস্ত প্রশান্ত ভূষণ - এস এ বোবদে

আজ বিচারপতি অরুণ মিশ্র, বিচারপতি বি আর গাভাই ও বিচারপতি কৃষ্ণ মুরারির বেঞ্চে বিষয়টির শুনানি হয় । আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত হন প্রশান্ত ভূষণ ।

Prashant Bhushan
প্রশান্ত ভূষণ
author img

By

Published : Aug 14, 2020, 2:02 PM IST

দিল্লি, 14 অগাস্ট : আদালত অবমাননার দায়ে প্রবীণ আইনজীবী প্রশান্ত ভূষণকে দোষীসাব্যস্ত করল সুপ্রিম কোর্ট । কিছুদিন আগে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি এস এ বোবদেকে নিয়ে টুইট করায় বিতর্কে জড়ান তিনি । আজ বিচারপতি অরুণ মিশ্রর নেতৃত্বাধীন তিন সদস্যের ডিভিশন বেঞ্চ আইনজীবী প্রশান্ত ভূষণকে আদালত অবমাননার দায়ে দোষীসাব্যস্ত করে । তাঁকে কী শাস্তি দেওয়া হবে সে বিষয়ে আজ কিছু জানানো হয়নি । আগামী 20 অগাস্ট এবিষয়ে নির্দেশ দেবে আদালত ।

দু'টি টুইট করার কারণে প্রবীণ এই আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হয় । এর মধ্যে একটি টুইট ছ'বছরে ভারতের গণতন্ত্রকে ধ্বংস করার জন্য প্রাক্তন চার প্রধান বিচারপতিকে দায়ী করেন তিনি । অন্য টুইটে এস এ বোবদের সমালোচনা করেন ।

প্রথম টুইটটিতে প্রশান্ত ভূষণ লেখেন, ভবিষ্যতে ইতিহাসবিদরা যখন গত ছ'বছরের দিকে ফিরে তাকাবেন, তখন দেখবেন জরুরি অবস্থা না হলেও কীভাবে দেশের গণতন্ত্র ধ্বংস করা হয়েছে । সুপ্রিম কোর্টের ভূমিকা ও চার জন বিচারপতির ভূমিকাটিও তাঁরা বিশেষভাবে চিহ্নিত করতে পারবেন । দ্বিতীয় টুইটে তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এ বোবদের হার্লে ডেভিডসন বাইকে চড়ার ছবি নিয়ে লেখেন, এমন একটা সংকটের সময় প্রধান বিচারপতি মাস্ক ও হেলমেট না পরে বাইকে চড়ে ঘুরে বেড়াচ্ছেন ৷ অথচ এই লকডাউনে দেশের নাগরিকরা বিচার পাচ্ছেন না ।

এই টুইট দু'টি নিয়েই শুরু হয় বিতর্ক । মামলা গড়ায় সুপ্রিম কোর্টে । আজ বিচারপতি অরুণ মিশ্র, বিচারপতি বি আর গাভাই ও বিচারপতি কৃষ্ণ মুরারির বেঞ্চে বিষয়টির শুনানি হয় । প্রশান্ত ভূষণ নিজের টুইটের পক্ষে যুক্তি দেন, তিনি তাঁর বাকস্বাধীনতা প্রয়োগ করেছেন এবং আদালতের কার্যক্রম সম্পর্কে ব্যক্তিগত মতামত দিয়েছেন । এটা কোনওভাবেই আদালত অবমাননা নয় । পাশাপাশি তিনি বলেন, প্রধান বিচারপতির সমালোচনা করলেই সুপ্রিম কোর্টের বদনাম করা বা এর কর্তৃত্বকে ছোটো করে দেখানো হল, এমনটাও নয় । প্রশান্ত ভূষণের এই যুক্তি গ্রাহ্য করেনি সুপ্রিম কোর্ট ।

দিল্লি, 14 অগাস্ট : আদালত অবমাননার দায়ে প্রবীণ আইনজীবী প্রশান্ত ভূষণকে দোষীসাব্যস্ত করল সুপ্রিম কোর্ট । কিছুদিন আগে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি এস এ বোবদেকে নিয়ে টুইট করায় বিতর্কে জড়ান তিনি । আজ বিচারপতি অরুণ মিশ্রর নেতৃত্বাধীন তিন সদস্যের ডিভিশন বেঞ্চ আইনজীবী প্রশান্ত ভূষণকে আদালত অবমাননার দায়ে দোষীসাব্যস্ত করে । তাঁকে কী শাস্তি দেওয়া হবে সে বিষয়ে আজ কিছু জানানো হয়নি । আগামী 20 অগাস্ট এবিষয়ে নির্দেশ দেবে আদালত ।

দু'টি টুইট করার কারণে প্রবীণ এই আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হয় । এর মধ্যে একটি টুইট ছ'বছরে ভারতের গণতন্ত্রকে ধ্বংস করার জন্য প্রাক্তন চার প্রধান বিচারপতিকে দায়ী করেন তিনি । অন্য টুইটে এস এ বোবদের সমালোচনা করেন ।

প্রথম টুইটটিতে প্রশান্ত ভূষণ লেখেন, ভবিষ্যতে ইতিহাসবিদরা যখন গত ছ'বছরের দিকে ফিরে তাকাবেন, তখন দেখবেন জরুরি অবস্থা না হলেও কীভাবে দেশের গণতন্ত্র ধ্বংস করা হয়েছে । সুপ্রিম কোর্টের ভূমিকা ও চার জন বিচারপতির ভূমিকাটিও তাঁরা বিশেষভাবে চিহ্নিত করতে পারবেন । দ্বিতীয় টুইটে তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এ বোবদের হার্লে ডেভিডসন বাইকে চড়ার ছবি নিয়ে লেখেন, এমন একটা সংকটের সময় প্রধান বিচারপতি মাস্ক ও হেলমেট না পরে বাইকে চড়ে ঘুরে বেড়াচ্ছেন ৷ অথচ এই লকডাউনে দেশের নাগরিকরা বিচার পাচ্ছেন না ।

এই টুইট দু'টি নিয়েই শুরু হয় বিতর্ক । মামলা গড়ায় সুপ্রিম কোর্টে । আজ বিচারপতি অরুণ মিশ্র, বিচারপতি বি আর গাভাই ও বিচারপতি কৃষ্ণ মুরারির বেঞ্চে বিষয়টির শুনানি হয় । প্রশান্ত ভূষণ নিজের টুইটের পক্ষে যুক্তি দেন, তিনি তাঁর বাকস্বাধীনতা প্রয়োগ করেছেন এবং আদালতের কার্যক্রম সম্পর্কে ব্যক্তিগত মতামত দিয়েছেন । এটা কোনওভাবেই আদালত অবমাননা নয় । পাশাপাশি তিনি বলেন, প্রধান বিচারপতির সমালোচনা করলেই সুপ্রিম কোর্টের বদনাম করা বা এর কর্তৃত্বকে ছোটো করে দেখানো হল, এমনটাও নয় । প্রশান্ত ভূষণের এই যুক্তি গ্রাহ্য করেনি সুপ্রিম কোর্ট ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.