ETV Bharat / bharat

আরিয়ার ধর্ষিতার পাশ দাঁড়ানো দুই NGO কর্মীকে জামিনে মুক্তি দেওয়ার নির্দেশ - জামিনে মুক্তি পেল আরিয়ার ধর্ষিতার দুই সমর্থক

সুপ্রিম কোর্ট বিহারের আড়িয়ার গণধর্ষিতার পক্ষে লড়াই করা দুই NGO-র প্রতিনিধিকে 10000 টাকার জামিনে মুক্তি দিল।

সুপ্রিম কোর্ট
সুপ্রিম কোর্ট
author img

By

Published : Aug 4, 2020, 7:52 PM IST

দিল্লি, 4 অগাস্ট : সুপ্রিম কোর্ট আজ বিহারের আরিয়ায় গণধর্ষিতার পক্ষে থাকা দুই ব্যক্তিকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছে। বিচারপতি অরুণ মিশ্রের নেতৃত্বাধীন সাংবিধানিক 10000 টাকার জামিনে ওই দুজনকে মুক্তি দিয়েছে ।

একটি NGO-র প্রতিনিধিত্বকারী এই দু'জনকে বিহার গণধর্ষিতার সমর্থন করার অভিযোগে বিচারিক হেপাজতে নেওয়া হয়েছিল। গ্রেপ্তারের পর দুজন জামিন চেয়ে আবেদন করেন।

দিল্লি, 4 অগাস্ট : সুপ্রিম কোর্ট আজ বিহারের আরিয়ায় গণধর্ষিতার পক্ষে থাকা দুই ব্যক্তিকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছে। বিচারপতি অরুণ মিশ্রের নেতৃত্বাধীন সাংবিধানিক 10000 টাকার জামিনে ওই দুজনকে মুক্তি দিয়েছে ।

একটি NGO-র প্রতিনিধিত্বকারী এই দু'জনকে বিহার গণধর্ষিতার সমর্থন করার অভিযোগে বিচারিক হেপাজতে নেওয়া হয়েছিল। গ্রেপ্তারের পর দুজন জামিন চেয়ে আবেদন করেন।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.