ETV Bharat / bharat

এক মাসেরও কম ব্যবধানে স্থায়ী আমানতে ফের সুদের হার কমাল SBI

ফিক্সড ডিপোজ়িট অর্থাৎ স্থায়ী আমানতে সুদের হার কমাল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

ফিক্সড ডিপোজ়িট অর্থাৎ স্থায়ী আমানতে সুদের হার কমাল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
author img

By

Published : Aug 23, 2019, 5:54 PM IST

Updated : Aug 23, 2019, 6:02 PM IST

দিল্লি, 23 অগাস্ট : মধ্যবিত্তের উদ্বেগ বাড়ল আরও খানিকটা ৷ ফের কোপ পড়ল স্বল্প সঞ্চয়ে ৷ এক মাসেরও কম সময়ের ব্যবধানে ফের ফিক্সড ডিপোজ়িট অর্থাৎ স্থায়ী আমানতে সুদের হার কমাল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)৷ সঞ্চয়ে সুদের হার 0.10 শতাংশ থেকে 0.50 শতাংশ পর্যন্ত কমাল SBI ৷ সাধারণের পাশাপাশি প্রবীণ নাগরিকদের ক্ষেত্রেও কাটাছাঁট করা হয়েছে সুদের হার । নতুন নিয়ম কার্যকর হবে আগামী 26 অগস্ট থেকে ।

7 থেকে থেকে 45 দিনের জন্য বর্তমানে SBI সুদ দেয় 5 শতাংশ হারে । সেটা কমিয়ে করা হয়েছে 4.5 শতাংশ । এর পর 46 দিন থেকে 179 দিনের ক্ষেত্রে সুদের হার 5.75 থেকে কমে হয়েছে 5.50 শতাংশ । একই ভাবে 180 দিন থেকে এক বছরের কম মেয়াদের ক্ষেত্রে সুদের হার 6.25 থেকে কমে 6 শতাংশ হয়েছে । এক থেকে দু বছরের কম মেয়াদে 6.80 থেকে সুদের হার কমে হয়েছে 6.70 শতাংশ । এর পর দশ বছর পর্যন্ত যতগুলি ধাপ রয়েছে, সব ক্ষেত্রেই কমানো হয়েছে সুদের হার । 2 কোটি টাকার বেশি আমানতে আরও কমবে সুদ ৷ এবার 0.70 শতাংশ হারে সুদ কমল 2 কোটির বেশি আমানতে ৷

এর আগে 1 অগাস্ট সুদের হার কমানো হয় ৷ যাতে 179 দিনের ফিক্সড ডিপোজ়িটে সুদের হার 0.50 থেকে 0.75 শতাংশ কমিয়ে দেওয়া হয় ৷

দিল্লি, 23 অগাস্ট : মধ্যবিত্তের উদ্বেগ বাড়ল আরও খানিকটা ৷ ফের কোপ পড়ল স্বল্প সঞ্চয়ে ৷ এক মাসেরও কম সময়ের ব্যবধানে ফের ফিক্সড ডিপোজ়িট অর্থাৎ স্থায়ী আমানতে সুদের হার কমাল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)৷ সঞ্চয়ে সুদের হার 0.10 শতাংশ থেকে 0.50 শতাংশ পর্যন্ত কমাল SBI ৷ সাধারণের পাশাপাশি প্রবীণ নাগরিকদের ক্ষেত্রেও কাটাছাঁট করা হয়েছে সুদের হার । নতুন নিয়ম কার্যকর হবে আগামী 26 অগস্ট থেকে ।

7 থেকে থেকে 45 দিনের জন্য বর্তমানে SBI সুদ দেয় 5 শতাংশ হারে । সেটা কমিয়ে করা হয়েছে 4.5 শতাংশ । এর পর 46 দিন থেকে 179 দিনের ক্ষেত্রে সুদের হার 5.75 থেকে কমে হয়েছে 5.50 শতাংশ । একই ভাবে 180 দিন থেকে এক বছরের কম মেয়াদের ক্ষেত্রে সুদের হার 6.25 থেকে কমে 6 শতাংশ হয়েছে । এক থেকে দু বছরের কম মেয়াদে 6.80 থেকে সুদের হার কমে হয়েছে 6.70 শতাংশ । এর পর দশ বছর পর্যন্ত যতগুলি ধাপ রয়েছে, সব ক্ষেত্রেই কমানো হয়েছে সুদের হার । 2 কোটি টাকার বেশি আমানতে আরও কমবে সুদ ৷ এবার 0.70 শতাংশ হারে সুদ কমল 2 কোটির বেশি আমানতে ৷

এর আগে 1 অগাস্ট সুদের হার কমানো হয় ৷ যাতে 179 দিনের ফিক্সড ডিপোজ়িটে সুদের হার 0.50 থেকে 0.75 শতাংশ কমিয়ে দেওয়া হয় ৷

Paris (France), Aug 23 (ANI): Prime Minister Narendra Modi met France Prime Minister Edouard Charles Philippe on August 23 in Paris. He is on his first leg of the three-nation tour to France, United Arab Emirates (UAE) and Bahrain. PM Modi is also scheduled to address the Indian diaspora in Paris and inaugurate a memorial for the Indian victims of the Air India crashes at Nid D'Aigle.
Last Updated : Aug 23, 2019, 6:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.