ETV Bharat / bharat

শিবসেনার 50:50 ফর্মুলার দাবি উড়িয়ে দিলেন ফড়নবিশ - sanjay raut on bjp

কোন দিকে যাচ্ছে শিবসেনা-BJP জোটের ভবিষ্যৎ? তিন দশকেরও বেশি সময় ধরে চলে আসা জোট নিয়ে তৈরি হয়েছে সংশয় ৷ শিবসেনা বরাবর চেয়ে আসছে সরকার গঠনে 50:50 আসন বণ্টন৷ কিন্তু এই ফর্মুলা উড়িয়ে দিলেন BJP নেতা দেবেন্দ্র ফড়নবিশ ৷ এমন কোনও আলোচনা কোনওদিন হয়নি বলে সাফ জানিয়ে দিলেন তিনি ৷

উদ্ভব ঠাকরে ও দেবেন্দ্র ফড়নবিশ
author img

By

Published : Oct 29, 2019, 2:27 PM IST

মুম্বই, 29 অক্টোবর : মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে শিবসেনা - BJP টানাপোড়েন অব্যাহত ৷ নির্বাচনের ফলাফল সামনে আসার পর থেকেই সরকার গঠনকে কেন্দ্র করে নতুন করে জল্পনা শুরু হয় রাজনৈতিক মহলে ৷ রাজনৈতিক ক্ষমতা প্রদর্শন ও সরকার গঠনে আসন-বণ্টনকে ঘিরে উভয়পক্ষই একে অন্যকে কটাক্ষ করতে ছাড়ছে না ৷ এবারের মহারাষ্ট্র নির্বাচনে শিবসেনা-BJP জোটের অন্যতম শর্ত ছিল সরকার গঠনে 50:50 আসন বণ্টন ৷ কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী ও BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ এই ফর্মুলায় বিশ্বাস করেন না, এমনটাই জানিয়েছিলেন ৷ সেই সুরে সুর মিলিয়েই শিবসেনার ফর্মুলা উড়িয়ে দিলেন BJP নেতা দেবেন্দ্র ফড়নবিশ ৷ এমন কোনও আলোচনা কোনওদিন হয়নি বলে সাফ জানিয়ে দিলেন তিনি ৷

গতকাল শিবসেনা নেতা সঞ্জয় রাউত এক সাক্ষাৎকারে বলেন, "এখানে কোনও দুষ্যন্ত (চৌতালা) নেই , যাঁর বাবা জেলে বসে আছেন ৷ এখানে আমরা ধর্ম ও সত্যের পথে রাজনীতি করি ৷ এখানে শরদ (পাওয়ার) আছেন ৷ যিনি BJP ও কংগ্রেস বিরোধী একটি পরিবেশ তৈরি করেছেন, তিনি কোনওদিনই BJP-র সঙ্গে যুক্ত হবেন না ৷ "

তিনি আরও বলেন, "যদি কেউ আমাদের রাষ্ট্রক্ষমতা থেকে দূরে সরিয়ে রাখতে চায়, তবে তা আমাদের কাছে সম্মানের ৷ শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ৷ আমরা এখন শুধু দেখছি মানুষ কতটা নীচে নামতে পারে ৷ আমরা বেশি কিছু চাইছি না ৷ আমরা শুধু চাই নির্বাচনের পূর্বে যা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সবকিছু সেভাবেই হোক ৷ "

প্রসঙ্গত, হরিয়ানা নির্বাচনের পরে খানিকটা বেসামাল BJP, সরকার গঠনের জন্য জোট বাঁধে জননায়ক জনতা দল (JJP)-র সঙ্গে ৷ উপমুখ্যমন্ত্রীর পদে নিয়ে আসা হয় JJP-র সুপ্রিমো বিতর্কিত দুষ্যন্ত চৌতালাকে ৷ উল্লেখ্য, JJP-র নির্বাচনী প্রচারে কিন্তু কটাক্ষ করা হয়েছিল BJP-র বিরুদ্ধে ৷

এদিকে ঘটনার তীব্র সমালোচনা করেছে রাজনৈতিক মহল ৷ দুষ্যন্ত চৌতালার বাবা অজয় চৌতালা দুর্নীতির মামলায় জেলে ছিলেন নির্বাচনের সময়েও ৷ BJP-JJP জোট গঠনের পরের দিনই অজয় চৌতালা জেল থেকে সাময়িক মুক্তি পান ৷ ঘটনার সমালোচনা করে শিবসেনাও ৷ সঞ্জয় রাউত এদিন আরও যোগ করেন, " উদ্ভব ঠাকরেজি বলেছেন, আমাদের আরও অনেক বিকল্প পথ আছে ৷ কিন্তু আমরা এখনই কোনও বিকল্পের দিকে যেতে চাইছি না ৷ শিবসেনা সবসময় সত্যের পথে চলে এসেছে ৷ আমরা ক্ষমতার জন্য রাজনীতি করছি না ৷ "

সঞ্জয় রাউতের এই মন্তব্যের পর অস্বস্তির সৃষ্টি হয়েছে BJP-র অন্দরে ৷ গতকাল রাজ্যপাল ভগৎ সিং কোশারির সঙ্গে দু'পক্ষের আলাদা আলাদা বৈঠকের পর BJP-শিবসেনা জোটের ভবিষ্যৎ নিয়ে আবারও জল্পনা শুরু হয়েছে ৷

তিন দশকেরও বেশি সময় ধরে চলে আসা এই জোটের ভবিষ্যৎ আজ প্রশ্নের মুখে ৷ শিবসেনা বরাবর চেয়ে আসছে সরকার গঠনে 50:50 আসন বণ্টন ৷ ইতিমধ্যে উদ্ভব ঠাকরেও আসন বণ্টন প্রসঙ্গে শিবসেনার অবস্থান স্পষ্ট করে দিয়েছেন ৷

মুম্বই, 29 অক্টোবর : মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে শিবসেনা - BJP টানাপোড়েন অব্যাহত ৷ নির্বাচনের ফলাফল সামনে আসার পর থেকেই সরকার গঠনকে কেন্দ্র করে নতুন করে জল্পনা শুরু হয় রাজনৈতিক মহলে ৷ রাজনৈতিক ক্ষমতা প্রদর্শন ও সরকার গঠনে আসন-বণ্টনকে ঘিরে উভয়পক্ষই একে অন্যকে কটাক্ষ করতে ছাড়ছে না ৷ এবারের মহারাষ্ট্র নির্বাচনে শিবসেনা-BJP জোটের অন্যতম শর্ত ছিল সরকার গঠনে 50:50 আসন বণ্টন ৷ কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী ও BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ এই ফর্মুলায় বিশ্বাস করেন না, এমনটাই জানিয়েছিলেন ৷ সেই সুরে সুর মিলিয়েই শিবসেনার ফর্মুলা উড়িয়ে দিলেন BJP নেতা দেবেন্দ্র ফড়নবিশ ৷ এমন কোনও আলোচনা কোনওদিন হয়নি বলে সাফ জানিয়ে দিলেন তিনি ৷

গতকাল শিবসেনা নেতা সঞ্জয় রাউত এক সাক্ষাৎকারে বলেন, "এখানে কোনও দুষ্যন্ত (চৌতালা) নেই , যাঁর বাবা জেলে বসে আছেন ৷ এখানে আমরা ধর্ম ও সত্যের পথে রাজনীতি করি ৷ এখানে শরদ (পাওয়ার) আছেন ৷ যিনি BJP ও কংগ্রেস বিরোধী একটি পরিবেশ তৈরি করেছেন, তিনি কোনওদিনই BJP-র সঙ্গে যুক্ত হবেন না ৷ "

তিনি আরও বলেন, "যদি কেউ আমাদের রাষ্ট্রক্ষমতা থেকে দূরে সরিয়ে রাখতে চায়, তবে তা আমাদের কাছে সম্মানের ৷ শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ৷ আমরা এখন শুধু দেখছি মানুষ কতটা নীচে নামতে পারে ৷ আমরা বেশি কিছু চাইছি না ৷ আমরা শুধু চাই নির্বাচনের পূর্বে যা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সবকিছু সেভাবেই হোক ৷ "

প্রসঙ্গত, হরিয়ানা নির্বাচনের পরে খানিকটা বেসামাল BJP, সরকার গঠনের জন্য জোট বাঁধে জননায়ক জনতা দল (JJP)-র সঙ্গে ৷ উপমুখ্যমন্ত্রীর পদে নিয়ে আসা হয় JJP-র সুপ্রিমো বিতর্কিত দুষ্যন্ত চৌতালাকে ৷ উল্লেখ্য, JJP-র নির্বাচনী প্রচারে কিন্তু কটাক্ষ করা হয়েছিল BJP-র বিরুদ্ধে ৷

এদিকে ঘটনার তীব্র সমালোচনা করেছে রাজনৈতিক মহল ৷ দুষ্যন্ত চৌতালার বাবা অজয় চৌতালা দুর্নীতির মামলায় জেলে ছিলেন নির্বাচনের সময়েও ৷ BJP-JJP জোট গঠনের পরের দিনই অজয় চৌতালা জেল থেকে সাময়িক মুক্তি পান ৷ ঘটনার সমালোচনা করে শিবসেনাও ৷ সঞ্জয় রাউত এদিন আরও যোগ করেন, " উদ্ভব ঠাকরেজি বলেছেন, আমাদের আরও অনেক বিকল্প পথ আছে ৷ কিন্তু আমরা এখনই কোনও বিকল্পের দিকে যেতে চাইছি না ৷ শিবসেনা সবসময় সত্যের পথে চলে এসেছে ৷ আমরা ক্ষমতার জন্য রাজনীতি করছি না ৷ "

সঞ্জয় রাউতের এই মন্তব্যের পর অস্বস্তির সৃষ্টি হয়েছে BJP-র অন্দরে ৷ গতকাল রাজ্যপাল ভগৎ সিং কোশারির সঙ্গে দু'পক্ষের আলাদা আলাদা বৈঠকের পর BJP-শিবসেনা জোটের ভবিষ্যৎ নিয়ে আবারও জল্পনা শুরু হয়েছে ৷

তিন দশকেরও বেশি সময় ধরে চলে আসা এই জোটের ভবিষ্যৎ আজ প্রশ্নের মুখে ৷ শিবসেনা বরাবর চেয়ে আসছে সরকার গঠনে 50:50 আসন বণ্টন ৷ ইতিমধ্যে উদ্ভব ঠাকরেও আসন বণ্টন প্রসঙ্গে শিবসেনার অবস্থান স্পষ্ট করে দিয়েছেন ৷

Gaya (Bihar), Oct 29 (ANI): A video of a man has gone viral after he brandished a gun during an event in Bihar's Gaya on October 28. The incident took place in Kajoor village of Gaya district. The man brandished the gun on the occasion of Laxmi Puja in an orchestra programme. While speaking to ANI, the Senior Superintendent of Police (SSP) of Gaya, Rajeev Mishra, said, "We will take strict action against the person who was visible brandishing gun in the video. Police will also try to seize the weapon from his custody."

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.