ETV Bharat / bharat

কোরোনা-বিধি মেনে ফের খুলল কেরালার সবরীমালা মন্দির - undefined

শনিবার থেকে শর্তসাপেক্ষে ফের জনসাধারণের জন্য খুলে গেল কেরালার সবরীমালা মন্দিরের দরজা ৷ আজ থেকে আগামী পাঁচ দিন ধরে নিত্যপুজো চলবে৷ ভক্তদের জন্য থাকছে বেশ কিছু বিধিনিষেধ৷ কোরোনা সংক্রমণ ঠেকাতেই এই পদক্ষেপ, জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিজয়ন৷

জনসাধারণের জন্য খুলে গেল কেরলের সবরিমালা মন্দির
জনসাধারণের জন্য খুলে গেল কেরলের সবরিমালা মন্দির
author img

By

Published : Oct 17, 2020, 1:13 PM IST

তিরুবনন্তপুরম, 17 অক্টোবর : আজ, শনিবার থেকে শর্তসাপেক্ষে ফের জনসাধারণের জন্য খুলে গেল কেরালার সবরীমালা মন্দিরের দরজা ৷ COVID-19 পরিস্থিতিতে সাত মাস বন্ধ থাকার পর মাসে পাঁচদিন পুজোর জন্য এদিন থেকে মন্দির খুলল ৷ ভক্তদের জন্য থাকছে বেশ কিছু বিধিনিষেধ৷ কেরালায় সংক্রমণ বেড়ে চলায় এই মন্দির খোলা রাখার জন্য প্রশাসনের তরফে কঠোর বিধি আরোপ করা হয়েছে ৷

যাঁদের কাছে কোরোনা নেগেটিভ সার্টিফিকেট নেই তাঁদের জন্য নীলাক্কাল বেস ক্যাম্পে র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে ৷ 10 থেকে 60 বছর বয়সিরা মন্দিরে ঢোকার ছাড়পত্র পাচ্ছেন ৷ ভক্তদের কাছে থাকতেই হবে COVID-19 নেগেটিভ সার্টিফিকেট এবং ফেস মাস্ক পরাও বাধ্যতামূলক৷ প্রতিদিন মন্দিরে প্রবেশ করতে পারবেন সর্বাধিক 250 জন ভক্ত ৷ আজ ভগবান আয়াপ্পাকে দর্শনের জন্য 246 জন অনলাইনে নিজেদের নাম লিপিবদ্ধ করেছেন৷ আজ থেকে আগামী পাঁচ দিন ধরে নিত্যপুজো চলবে৷ আজ আবার মালয়ালম মাস থুলাম-এর প্রথম দিন ৷ 'মণ্ডলা মাকারাভিলাক্কু' শুরু হবে 16 নভেম্বর থেকে ৷

পুজোর রীতিনীতিতেও মেনে চলা হচ্ছে COVID-19 প্রোটোকল ৷ 'নেইয়াভিষেকম' (ঘি অভিষেকম), 'অন্নদানম' (ভোগ উৎসর্গ)-সহ বিভিন্ন রীতিনীতি পালনের বিশেষ ব্যবস্থা করা হয়েছে৷ দর্শনের 48 ঘণ্টা আগে ফিটনেস সার্টিফিকেট থাকতে হবে ৷ পাম্বা নদীতে স্নান, পাম্বা বা নীলাক্কল বেস ক্যাম্প বা মন্দির চত্বরে রাতে থাকা আপাতত নিষিদ্ধ থাকছে ৷ কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন, পাম্বা নদীতে ভক্তরা আপাতত পুণ্যস্নান করতে পারবেন না৷ তবে স্নানের জন্য এরুমেলি ও পাম্বায় শাওয়ারের ব্যবস্থা করা হয়েছে৷

প্রথম দিকে কেরালা কোরোনা সংক্রমণ প্রশংসনীয়ভাবে মোকাবিলা করলেও বিগত এক মাসে সেখানে সংক্রমণ ভালোই বেড়েছে৷ জানুয়ারিতে কেরালায় প্রথম কোরোনা রোগীর সন্ধান মেলার পর এখনও পর্যন্ত সেখানে আক্রান্তের সংখ্যা তিন লাখের বেশি ৷

তিরুবনন্তপুরম, 17 অক্টোবর : আজ, শনিবার থেকে শর্তসাপেক্ষে ফের জনসাধারণের জন্য খুলে গেল কেরালার সবরীমালা মন্দিরের দরজা ৷ COVID-19 পরিস্থিতিতে সাত মাস বন্ধ থাকার পর মাসে পাঁচদিন পুজোর জন্য এদিন থেকে মন্দির খুলল ৷ ভক্তদের জন্য থাকছে বেশ কিছু বিধিনিষেধ৷ কেরালায় সংক্রমণ বেড়ে চলায় এই মন্দির খোলা রাখার জন্য প্রশাসনের তরফে কঠোর বিধি আরোপ করা হয়েছে ৷

যাঁদের কাছে কোরোনা নেগেটিভ সার্টিফিকেট নেই তাঁদের জন্য নীলাক্কাল বেস ক্যাম্পে র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে ৷ 10 থেকে 60 বছর বয়সিরা মন্দিরে ঢোকার ছাড়পত্র পাচ্ছেন ৷ ভক্তদের কাছে থাকতেই হবে COVID-19 নেগেটিভ সার্টিফিকেট এবং ফেস মাস্ক পরাও বাধ্যতামূলক৷ প্রতিদিন মন্দিরে প্রবেশ করতে পারবেন সর্বাধিক 250 জন ভক্ত ৷ আজ ভগবান আয়াপ্পাকে দর্শনের জন্য 246 জন অনলাইনে নিজেদের নাম লিপিবদ্ধ করেছেন৷ আজ থেকে আগামী পাঁচ দিন ধরে নিত্যপুজো চলবে৷ আজ আবার মালয়ালম মাস থুলাম-এর প্রথম দিন ৷ 'মণ্ডলা মাকারাভিলাক্কু' শুরু হবে 16 নভেম্বর থেকে ৷

পুজোর রীতিনীতিতেও মেনে চলা হচ্ছে COVID-19 প্রোটোকল ৷ 'নেইয়াভিষেকম' (ঘি অভিষেকম), 'অন্নদানম' (ভোগ উৎসর্গ)-সহ বিভিন্ন রীতিনীতি পালনের বিশেষ ব্যবস্থা করা হয়েছে৷ দর্শনের 48 ঘণ্টা আগে ফিটনেস সার্টিফিকেট থাকতে হবে ৷ পাম্বা নদীতে স্নান, পাম্বা বা নীলাক্কল বেস ক্যাম্প বা মন্দির চত্বরে রাতে থাকা আপাতত নিষিদ্ধ থাকছে ৷ কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন, পাম্বা নদীতে ভক্তরা আপাতত পুণ্যস্নান করতে পারবেন না৷ তবে স্নানের জন্য এরুমেলি ও পাম্বায় শাওয়ারের ব্যবস্থা করা হয়েছে৷

প্রথম দিকে কেরালা কোরোনা সংক্রমণ প্রশংসনীয়ভাবে মোকাবিলা করলেও বিগত এক মাসে সেখানে সংক্রমণ ভালোই বেড়েছে৷ জানুয়ারিতে কেরালায় প্রথম কোরোনা রোগীর সন্ধান মেলার পর এখনও পর্যন্ত সেখানে আক্রান্তের সংখ্যা তিন লাখের বেশি ৷

For All Latest Updates

TAGGED:

SABARIMALA
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.