ETV Bharat / bharat

টিকটক, হ্যালো দেশ-বিরোধী, নিষিদ্ধ করুন ; আবেদন প্রধানমন্ত্রীর কাছে - Helo

টিকটক ও হ্যালো অ্যাপ দেশ-বিরোধী বিষয়বস্তু প্রদর্শন করছে । তাই, এই অ্যাপগুলি নিষিদ্ধ করা উচিত । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আবেদন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS) শাখা স্বদেশি জাগরণ মঞ্চের (SJM) ।

টিকটক
author img

By

Published : Jul 15, 2019, 1:15 PM IST

দিল্লি, 15 জুলাই : টিকটক ও হ্যালো অ্যাপ দেশ-বিরোধী বিষয়বস্তু প্রদর্শন করছে । তাই, এই অ্যাপগুলি নিষিদ্ধ করা উচিত । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আবেদন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS) শাখা স্বদেশি জাগরণ মঞ্চের (SJM) ।

প্রধানমন্ত্রীকে একটি চিঠি পাঠিয়েছেন SJM-এর সহ-আহ্বায়ক অশ্বিনী মহাজন । তাঁর অভিযোগ, এই দুই অ্যাপের মাধ্যমে ভারতের যুব সমাজ "কায়েমি স্বার্থের" প্রতি প্রভাবিত হচ্ছে । টিকটকের মাধ্যমে দেশবিরোধী বিষয়বস্তু ছড়ানোর চেষ্টা হচ্ছে । যা সমাজকে ভঙ্গুর করে তুলতে পারে ।

হ্যালো অ্যাপ নিয়ে তিনি বলেন, "ওরা 7 কোটি টাকা খরচ করে 11 হাজার রাজনৈতিক বিজ্ঞাপনকে বিকৃত করিয়েছে । এমন কী, কয়েকটি বিজ্ঞাপনে অনেক বর্ষীয়ান নেতাকেও ব্যঙ্গ করা হয়েছে । BJP-র শীর্ষনেতারাও একসময় নির্বাচন কমিশনকে চিঠি লিখে এবিষয়টি জানিয়েছিলেন ।"

মহাজন দাবি করেন, স্বরাষ্ট্রমন্ত্রকের উচিত, এখনই টিকটক, হ্যালো সহ সব ধরনের চাইনিজ় অ্যাপ বন্ধ করা উচিত । কারণ, এরা ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা নষ্ট করছে । তাই জাতীয় সুরক্ষা ও নাগরিকদের গোপনীয়তা রক্ষাকে মাথায় রেখে নয়া আইন প্রণয়ন করে এই ধরনের অ্যাপ নিষিদ্ধ করা উচিত ।

সম্প্রতি টিকটকে ধর্মীয়-বিদ্বেষমূলক ভিডিয়ো ছড়ানোর অভিযোগ উঠেছিল একদল যুবকের বিরুদ্ধে । কিছুদিন আগেই ঝাড়খণ্ডে গণপিটুনিতে তাবরেজ় আনসারি নামে এক ব্যক্তিকে হত্যা করা হয় । এরপরই ওই যুবকরা টিক-টকে একটি ভিডিয়ো পোস্ট করে । সেখানে তারা বলে, "আপনারা হয়তো নিরীহ তাবরেজ় আনসারিকে হত্যা করতে পারেন । কিন্তু, আগামীদিনে ওঁর ছেলে এর প্রতিশোধ নেবে । সব মুসলমান জঙ্গি এটা বলবেন না ।" এরপরই চারিদিকে শোরগোল পড়ে যায় । এই ভিডিয়োটি ডিলিট করার পাশাপাশি টিকটক ওই পাঁচ যুবকের অ্যাকাউন্টও সরিয়ে দেয় । সেইসঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে মুম্বইয়ে মামলা দায়ের হয় ।

এর আগে পর্নোগ্রাফিতে উৎসাহ দেওয়ায় "টিকটক"-কে নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছিল মাদ্রাজ হাইকোর্ট । এর দু'দিনের মধ্যে গুগল প্লে স্টোর ও অ্যাপলকে স্টোর থেকে অ্যাপটি সরিয়ে ফেলার নির্দেশ দেয় ইলেকট্রনিক ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক । পরে অবশ্য ফের অ্যাপ চালুর অনুমতি দেয় আদালত ।

দিল্লি, 15 জুলাই : টিকটক ও হ্যালো অ্যাপ দেশ-বিরোধী বিষয়বস্তু প্রদর্শন করছে । তাই, এই অ্যাপগুলি নিষিদ্ধ করা উচিত । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আবেদন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS) শাখা স্বদেশি জাগরণ মঞ্চের (SJM) ।

প্রধানমন্ত্রীকে একটি চিঠি পাঠিয়েছেন SJM-এর সহ-আহ্বায়ক অশ্বিনী মহাজন । তাঁর অভিযোগ, এই দুই অ্যাপের মাধ্যমে ভারতের যুব সমাজ "কায়েমি স্বার্থের" প্রতি প্রভাবিত হচ্ছে । টিকটকের মাধ্যমে দেশবিরোধী বিষয়বস্তু ছড়ানোর চেষ্টা হচ্ছে । যা সমাজকে ভঙ্গুর করে তুলতে পারে ।

হ্যালো অ্যাপ নিয়ে তিনি বলেন, "ওরা 7 কোটি টাকা খরচ করে 11 হাজার রাজনৈতিক বিজ্ঞাপনকে বিকৃত করিয়েছে । এমন কী, কয়েকটি বিজ্ঞাপনে অনেক বর্ষীয়ান নেতাকেও ব্যঙ্গ করা হয়েছে । BJP-র শীর্ষনেতারাও একসময় নির্বাচন কমিশনকে চিঠি লিখে এবিষয়টি জানিয়েছিলেন ।"

মহাজন দাবি করেন, স্বরাষ্ট্রমন্ত্রকের উচিত, এখনই টিকটক, হ্যালো সহ সব ধরনের চাইনিজ় অ্যাপ বন্ধ করা উচিত । কারণ, এরা ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা নষ্ট করছে । তাই জাতীয় সুরক্ষা ও নাগরিকদের গোপনীয়তা রক্ষাকে মাথায় রেখে নয়া আইন প্রণয়ন করে এই ধরনের অ্যাপ নিষিদ্ধ করা উচিত ।

সম্প্রতি টিকটকে ধর্মীয়-বিদ্বেষমূলক ভিডিয়ো ছড়ানোর অভিযোগ উঠেছিল একদল যুবকের বিরুদ্ধে । কিছুদিন আগেই ঝাড়খণ্ডে গণপিটুনিতে তাবরেজ় আনসারি নামে এক ব্যক্তিকে হত্যা করা হয় । এরপরই ওই যুবকরা টিক-টকে একটি ভিডিয়ো পোস্ট করে । সেখানে তারা বলে, "আপনারা হয়তো নিরীহ তাবরেজ় আনসারিকে হত্যা করতে পারেন । কিন্তু, আগামীদিনে ওঁর ছেলে এর প্রতিশোধ নেবে । সব মুসলমান জঙ্গি এটা বলবেন না ।" এরপরই চারিদিকে শোরগোল পড়ে যায় । এই ভিডিয়োটি ডিলিট করার পাশাপাশি টিকটক ওই পাঁচ যুবকের অ্যাকাউন্টও সরিয়ে দেয় । সেইসঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে মুম্বইয়ে মামলা দায়ের হয় ।

এর আগে পর্নোগ্রাফিতে উৎসাহ দেওয়ায় "টিকটক"-কে নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছিল মাদ্রাজ হাইকোর্ট । এর দু'দিনের মধ্যে গুগল প্লে স্টোর ও অ্যাপলকে স্টোর থেকে অ্যাপটি সরিয়ে ফেলার নির্দেশ দেয় ইলেকট্রনিক ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক । পরে অবশ্য ফের অ্যাপ চালুর অনুমতি দেয় আদালত ।


Jhansi (Uttar Pradesh), July 15 (ANI): Some patients were admitted at the District Hospital in Uttar Pradesh's Jhansi on Sunday. Several patients' complained that they began feeling feverish, cold and started sweating profusely soon after they were given an injection at the hospital. They were given injection by the staff of the hospital. One of the patients said, 'Health deteriorated soon after. They gave us wrong injections.' While speaking to ANI on the matter, Chief Medical Superintendent (CMS) of Jhansi District Hospital, Dr BK Gupta said, 'Nurse is telling me that patients were given Rantac injection. They have now been given Paracetamol and Decadron injections. It will be investigated as to what was the cause of this, it will also be checked if they were defective syringes.'
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.