দিল্লি,17 মে : 20 লাখ কোটি টাকার অর্থনৈতিক প্যাকেজ আগেই ঘোষণা করেছেন অর্থমন্ত্রী । এই প্যাকেজের অংশ হিসাবে MSME-র জন্য 3 লাখ কোটি টাকার ক্রেডিট গ্যারান্টি প্রকল্পটি এই সপ্তাহের শেষের দিকে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারি ব্যাঙ্কের এক আধিকারিক বলেন, 9.25 শতাংশ সুদে ছোটো ব্যবসায়ীদের জন্য জামানত মুক্ত 3 লাখ কোটি টাকার ঋণের সুযোগ দেওয়া হবে । ঋণ ফেরতের সম্ভাবনা বিবেচনা করে বর্তমানে MSME সেক্টরে 9.5 শতাংশ থেকে 17 শতাংশ হারে ঋণ দেওয়া হয় ।
একই সঙ্গে এই আধিকারিক বলেন, নন-ব্যাঙ্কিং ফিনান্স সংস্থাগুলি (NBFCs) দ্বারা প্রদত্ত ঋণের জন্য সুদের হার 14 শতাংশ হারে সীমাবদ্ধ থাকবে।সরকারের কাছ থেকে অনুমোদনের পরে, এই প্রকল্পটি সপ্তাহের পরে শুরু করা হবে বলে আশা করা হচ্ছে।
ক্ষুদ্র ব্যবসায়ীকে স্বস্তি দেওয়ার জন্য 13 মে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন 20 লাখ কোটি টাকার অর্থনৈতিক প্যাকেজ ঘোষণা করেছেন। যে ব্যবসায় স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে 100 কোটি টাকা পর্যন্ত টার্নওভার আছে সেক্ষেত্রে 25 কোটি টাকা পর্যন্ত বকেয়া উপলব্ধ হবে ।এই প্রকল্পের আওতায় ঋণ পরিশোধের 4 বছরের মেয়াদ থাকবে । প্রকল্পের জন্য আবেদনের শেষ তারিখ 2020 সালের 31 অক্টোবর।
MSME সেক্টরকে দেশের অর্থনীতির মেরুদণ্ড হিসাবে বিবেচনা করা হয় । কারণ এই সেক্টরটি GDP-র 28 শতাংশ । MSME সেক্টর রপ্তানির 40 শতাংশেরও বেশি অবদান রাখে। MSME সেক্টরে দেশে প্রায় 11 কোটি মানুষের কর্মসংস্থান তৈরি হয় যা কৃষির পরে দ্বিতীয় সর্বোচ্চ। কিছু MSME সেক্টর ঋণখেলাপি হওয়া সত্ত্বেও তাদেরও সহায়তা করা হচ্ছে । এর ফলে প্রায় 2 লাখ ব্যবসায়ী উপকৃত হবেন । সরকার MSMEগুলির সংজ্ঞাও পরিবর্তন করেছে । এরফলে উচ্চতর বিনিয়োগের ইউনিটগুলির পাশাপাশি চালু করা টার্নওভারের মানদণ্ডে আরও অনেক সংস্থাকে আর্থিক ও অন্যান্য সুবিধা পেতে সাহায্য করবে বলেই মনে করা হচ্ছে।