তেলাঙ্গানা, 25 অক্টোবর : তেলাঙ্গানার ওয়ানাপার্থী এলাকায় বাড়ির ছাদ ভেঙে মৃত্যু হল পাঁচজনের ৷ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে দু'জন ৷ আহতদের হায়দরাবাদের হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ মৃতরা সকলেই মহিলা ৷
ওয়ানাপার্থী এলাকার একটি বাড়িতে 11 জন ছিলেন ৷ সেখানে একজনের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে অনেকে এসেছিলেন ৷ রাতে সেই বাড়ির ছাদ ধসে পড়ে ৷ মৃত্যু হয় পাঁচ মহিলার ৷ ঘটনায় গুরুতর জখম হন দু'জন ৷
ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে নামেন ৷ খবর দেওয়া হয় পুলিশ ও দমকলকে ৷ সেখান থেকে পাঁচজনের মৃতদেহ উদ্ধার হয় ৷ আহতদের হায়দরাবাদের এক হাসপাতালে ভরতি করা হয় ৷ বাড়ির বাকি সদস্যদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ৷ মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷