দিল্লি, 21 জুলাই : ভারতীয় রেলওয়ে 2023 সালে 12 টি বেসরকারি ট্রেনের প্রথম সেট চালুকরার পরিকল্পনা করে। পরবর্তী অর্থবর্ষ অর্থাৎ 2023-24 বেসরকারি ট্রেনের সংখ্যা বাড়িয়েকরতে পারে 45 টি। সেই কারণে আজ জাতীয় পরিবহনকারী সংস্থা একটি প্রাক-বিড সম্মেলণ আহ্বান করেন । এইসম্মেলণে ছিলেন আগ্রহী বেসরকারি অনেকগুলি সংস্থা।
আজআয়োজিত এই সম্মেলণের বিষয়ে জানাতে গিয়ে এক রেল মন্ত্রকের এক কর্মকর্তা বলেন, “বর্তমানে একটি প্রাক্-বিড সম্মেলনচলছে । যেখানে আগ্রহী বেসরকারি সংস্থারা তাদের প্রশ্ন উত্থাপন করতে পারে এবং রেলমন্ত্রক আগামী দিনে তাদের কাছে এই প্রশ্নের উত্তর নিয়ে ফিরবে।”ওই কর্মকর্তা আরও বলেন ,এই সম্মেলনে বেসরকারি সংস্থাগুলিরেলওয়েকে কিছু পরামর্শও দিতে পারে। "
রেলমন্ত্রকের অপর এক আধিকারিক জানিয়েছেন, গতকাল সন্ধ্যা পর্যন্ত প্রায় 15 টি সংস্থা ২ লাখ টাকা ফি দিয়েফর্মগুলি ডাউনলোড করেছে। " তিনি আশাবাদী যে আরও অনেক বেসরকারি সংস্থা এই কাজেআগ্রহ দেখাতে পারে । জাতীয় পরিবহনকারী সংস্থা এই মাসে কিক-স্টার্টে সারা দেশজুড়ে 109 টটিরুটে 151 টিআধুনিক যাত্রীবাহী ট্রেন পরিচালনার জন্য সংস্থাগুলির কাছে প্রস্তাব রেখেছে । প্রকল্পটিতেপ্রায় 30,000 কোটিটাকার বেসরকারি খাতে বিনিয়োগ হবে ।
বেসরকারিট্রেনগুলি চালানোর পরিকল্পনাটি হল- (2021-23)12 টি, (2023-24) 45 টি,( 2024-25)50 টি এবং আগামী অর্থবছর (2025-26আরও 94 টি। এতে 2026-2027মোট বেসরকারি ট্রেনের সংখ্যাদাঁড়াবে 151টি।
রিকিউয়েস্ট ফর কোয়ালিফিকেশন (RFQ) যা 8 জুলাই প্রবর্তিত হয়েছিল, তা নভেম্বরের মধ্যে চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।2021 সালের মার্চ মাসের মধ্যে আর্থিক বিড খোলা হবে । ওইবছরের এপ্রিলের মধ্যে দরদাতাদের নির্বাচনের পরিকল্পনা করা হয়েছে।