ETV Bharat / bharat

লকডাউনেও দৃঢ় ও স্থিতিশীল ব্যাঙ্কিং ব্যবস্থা : RBI গভর্নর - lockdown

COVID-19-এর বিরুদ্ধে লড়াইয়ে আমরা নিঃশেষিত হয়ে যাইনি, অনলাইন বৈঠকে বললেন RBI-এর গভর্নর শক্তিকান্ত দাস । চলতি মাসের শুরুতে মুদ্রা নীতি কমিটির তিনদিনের অধিবেশনের পরেই স্থিতিশীলতার পক্ষে গিয়ে সুদের হার অপরিবর্তিত রাখে RBI ।

RBI governor
RBI governor
author img

By

Published : Aug 27, 2020, 3:17 PM IST

মুম্বই, 27 অগাস্ট : কোরোনা পরিস্থিতিতে লকডাউন চলাকালীন দেশের ব্যাঙ্কিং ব্যবস্থা "সুদৃঢ় ও স্থিতিশীল" রয়েছে । এমনটাই জানালেন রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)- এর গভর্নর শক্তিকান্ত দাস ।

RBI-এর গভর্নর বলেন, “হার কমানো বা নীতিগত পদক্ষেপের ভিত্তিতেই আমরা আমাদের সবকিছু শেষ করিনি ।” এই পরিস্থিতিতে সবদিক বিবেচনা করেই যে কোনও পদক্ষেপ নিতে হবে বলে মনে করেন তিনি । শক্তিকান্ত দাস বলেন, “অতিরিক্ত ঝুঁকি নিলে ব্যাঙ্কগুলিরই ক্ষতি । তাই খুব সতর্কতার সঙ্গে যে কোনও পদক্ষেপ নেওয়া উচিত ।” দেশের অর্থ ব্যবস্থা দ্রুত স্বাভাবিক হবে বলেও আশা প্রকাশ করেন তিনি ।

COVID-19 পরিস্থিতি এবং এর সংশ্লিষ্ট অন্য বিষয়গুলি একটু স্বাভাবিক হলেই, RBI মুদ্রাস্ফীতি ও প্রবৃদ্ধির হিসেব দেওয়া শুরু করবে, জানান RBI- এর গভর্নর । চলতি মাসের শুরুতে মুদ্রা নীতি কমিটি (MPC)-র তিনদিনের অধিবেশনের পরেই স্থিতিশীলতার পক্ষে গিয়ে সুদের হার অপরিবর্তিত রাখে RBI ।

শক্তিকান্ত দাস বলেন, জালিয়াতির ঘটনায় বাধা দেওয়ার জন্য ব্যাঙ্কগুলির তাদের দক্ষতার উন্নতির সুযোগ রয়েছে । তাঁর মতে, “সামগ্রিকভাবে ব্যাঙ্কিং ব্যবস্থাটি দৃঢ় এবং স্থিতিশীল রয়েছে এবং আগামীদিনে ঋণদাতাদের প্রবৃদ্ধির একটি নতুন মডেল বিকশিত করতে হবে ।” তিনি বলেন, "COVID-19-এ দেশজুড়ে একাধিক নির্দেশিকা ধীরে ধীরে প্রত্যাহার করবে RBI, তবে খুব শীঘ্রই তা হচ্ছে না ।" এই সংকট মোকাবিলায় সরকারের কাজের প্রশংসা করেন তিনি ৷

মুম্বই, 27 অগাস্ট : কোরোনা পরিস্থিতিতে লকডাউন চলাকালীন দেশের ব্যাঙ্কিং ব্যবস্থা "সুদৃঢ় ও স্থিতিশীল" রয়েছে । এমনটাই জানালেন রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)- এর গভর্নর শক্তিকান্ত দাস ।

RBI-এর গভর্নর বলেন, “হার কমানো বা নীতিগত পদক্ষেপের ভিত্তিতেই আমরা আমাদের সবকিছু শেষ করিনি ।” এই পরিস্থিতিতে সবদিক বিবেচনা করেই যে কোনও পদক্ষেপ নিতে হবে বলে মনে করেন তিনি । শক্তিকান্ত দাস বলেন, “অতিরিক্ত ঝুঁকি নিলে ব্যাঙ্কগুলিরই ক্ষতি । তাই খুব সতর্কতার সঙ্গে যে কোনও পদক্ষেপ নেওয়া উচিত ।” দেশের অর্থ ব্যবস্থা দ্রুত স্বাভাবিক হবে বলেও আশা প্রকাশ করেন তিনি ।

COVID-19 পরিস্থিতি এবং এর সংশ্লিষ্ট অন্য বিষয়গুলি একটু স্বাভাবিক হলেই, RBI মুদ্রাস্ফীতি ও প্রবৃদ্ধির হিসেব দেওয়া শুরু করবে, জানান RBI- এর গভর্নর । চলতি মাসের শুরুতে মুদ্রা নীতি কমিটি (MPC)-র তিনদিনের অধিবেশনের পরেই স্থিতিশীলতার পক্ষে গিয়ে সুদের হার অপরিবর্তিত রাখে RBI ।

শক্তিকান্ত দাস বলেন, জালিয়াতির ঘটনায় বাধা দেওয়ার জন্য ব্যাঙ্কগুলির তাদের দক্ষতার উন্নতির সুযোগ রয়েছে । তাঁর মতে, “সামগ্রিকভাবে ব্যাঙ্কিং ব্যবস্থাটি দৃঢ় এবং স্থিতিশীল রয়েছে এবং আগামীদিনে ঋণদাতাদের প্রবৃদ্ধির একটি নতুন মডেল বিকশিত করতে হবে ।” তিনি বলেন, "COVID-19-এ দেশজুড়ে একাধিক নির্দেশিকা ধীরে ধীরে প্রত্যাহার করবে RBI, তবে খুব শীঘ্রই তা হচ্ছে না ।" এই সংকট মোকাবিলায় সরকারের কাজের প্রশংসা করেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.