জলগাঁও (মহারাষ্ট্র), 13 অক্টোবর : 370 ধারা প্রত্যাহার নিয়ে বিরোধীদের লাগাতার আক্রমণের মুখে পড়তে হচ্ছিল কেন্দ্রকে । এতদিন নরমে-গরমে তোপ দাগলেও এবার সরাসরি বিরোধীদের চ্যালেঞ্জ ছুড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । বললেন, সাহস থাকলে বিরোধীরা 370 ধারা ফিরিয়ে আনুক ৷
আজ মহারাষ্ট্রের জলগাঁওয়ে নির্বাচনী প্রচারে গেছিলেন মোদি ৷ সেখানে বিরোধীদের উদ্দেশ্যে তিনি বলেন, "370 ধারা নিয়ে স্পষ্ট অবস্থানের জন্য চ্যালেঞ্জ করছি বিরোধীদের ৷ যদি আপনাদের সাহস থাকে, তাহলে নির্বাচনী ইস্তাহারে 370 ধারা ফিরিয়ে আনার ঘোষণা করুন ৷ প্রতিদিন তাঁরা কুমিরের কান্না কাঁদছেন ৷"
মোদির দাবি, দেশবাসী ফের 370 ধারাকে কখনওই গ্রহণ করবেন না ৷ তাঁর প্রশ্ন, "বিরোধীদের 370 ধারা ফিরিয়ে আনার ক্ষমতা আছে? থাকলে ফিরিয়ে এনে দেখাক ?" এরপরই মোদির চ্যালেঞ্জ, দেশের মানুষ সেই অনুমতি দেবে না ৷ নাম না করে রাহুল গান্ধিকেও আক্রমণ করেন মোদি ৷ তাঁর কটাক্ষ, এই সাহস দেখালে কংগ্রেস আর ক্ষমতায় ফিরবে না ৷
370 ধারার প্রত্যাহারের আগে জম্মু ও কাশ্মীরে শুধুমাত্র সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদের পরিবেশ ছিল । যা ভারতের অখণ্ডতা ও ঐক্যের ধারণার পরিপন্থী । মোদির কথায়, "জম্মু-কাশ্মীর ও লাদাখ আমাদের কাছে শুধুমাত্র এক টুকরো জমি নয়, এগুলি আমাদের মুকুট ৷ ওই অঞ্চলের প্রতিটি এলাকা ভারতের চিন্তা ও শক্তিকে সমৃদ্ধ করে ৷"