ETV Bharat / bharat

সাহস থাকলে 370 ধারা ফিরিয়ে আনুন, বিরোধীদের চ্যালেঞ্জ মোদির - বিরোধী

মহারাষ্ট্রে জলগাঁওতে নির্বাচনী প্রচারের গিয়ে 370 ধারা নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ ছুড়লেন নরেন্দ্র মোদি ৷

মোদি
author img

By

Published : Oct 13, 2019, 5:47 PM IST

জলগাঁও (মহারাষ্ট্র), 13 অক্টোবর : 370 ধারা প্রত্যাহার নিয়ে বিরোধীদের লাগাতার আক্রমণের মুখে পড়তে হচ্ছিল কেন্দ্রকে । এতদিন নরমে-গরমে তোপ দাগলেও এবার সরাসরি বিরোধীদের চ্যালেঞ্জ ছুড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । বললেন, সাহস থাকলে বিরোধীরা 370 ধারা ফিরিয়ে আনুক ৷

আজ মহারাষ্ট্রের জলগাঁওয়ে নির্বাচনী প্রচারে গেছিলেন মোদি ৷ সেখানে বিরোধীদের উদ্দেশ্যে তিনি বলেন, "370 ধারা নিয়ে স্পষ্ট অবস্থানের জন্য চ্যালেঞ্জ করছি বিরোধীদের ৷ যদি আপনাদের সাহস থাকে, তাহলে নির্বাচনী ইস্তাহারে 370 ধারা ফিরিয়ে আনার ঘোষণা করুন ৷ প্রতিদিন তাঁরা কুমিরের কান্না কাঁদছেন ৷"

মোদির দাবি, দেশবাসী ফের 370 ধারাকে কখনওই গ্রহণ করবেন না ৷ তাঁর প্রশ্ন, "বিরোধীদের 370 ধারা ফিরিয়ে আনার ক্ষমতা আছে? থাকলে ফিরিয়ে এনে দেখাক ?" এরপরই মোদির চ্যালেঞ্জ, দেশের মানুষ সেই অনুমতি দেবে না ৷ নাম না করে রাহুল গান্ধিকেও আক্রমণ করেন মোদি ৷ তাঁর কটাক্ষ, এই সাহস দেখালে কংগ্রেস আর ক্ষমতায় ফিরবে না ৷

370 ধারার প্রত্যাহারের আগে জম্মু ও কাশ্মীরে শুধুমাত্র সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদের পরিবেশ ছিল । যা ভারতের অখণ্ডতা ও ঐক্যের ধারণার পরিপন্থী । মোদির কথায়, "জম্মু-কাশ্মীর ও লাদাখ আমাদের কাছে শুধুমাত্র এক টুকরো জমি নয়, এগুলি আমাদের মুকুট ৷ ওই অঞ্চলের প্রতিটি এলাকা ভারতের চিন্তা ও শক্তিকে সমৃদ্ধ করে ৷"

জলগাঁও (মহারাষ্ট্র), 13 অক্টোবর : 370 ধারা প্রত্যাহার নিয়ে বিরোধীদের লাগাতার আক্রমণের মুখে পড়তে হচ্ছিল কেন্দ্রকে । এতদিন নরমে-গরমে তোপ দাগলেও এবার সরাসরি বিরোধীদের চ্যালেঞ্জ ছুড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । বললেন, সাহস থাকলে বিরোধীরা 370 ধারা ফিরিয়ে আনুক ৷

আজ মহারাষ্ট্রের জলগাঁওয়ে নির্বাচনী প্রচারে গেছিলেন মোদি ৷ সেখানে বিরোধীদের উদ্দেশ্যে তিনি বলেন, "370 ধারা নিয়ে স্পষ্ট অবস্থানের জন্য চ্যালেঞ্জ করছি বিরোধীদের ৷ যদি আপনাদের সাহস থাকে, তাহলে নির্বাচনী ইস্তাহারে 370 ধারা ফিরিয়ে আনার ঘোষণা করুন ৷ প্রতিদিন তাঁরা কুমিরের কান্না কাঁদছেন ৷"

মোদির দাবি, দেশবাসী ফের 370 ধারাকে কখনওই গ্রহণ করবেন না ৷ তাঁর প্রশ্ন, "বিরোধীদের 370 ধারা ফিরিয়ে আনার ক্ষমতা আছে? থাকলে ফিরিয়ে এনে দেখাক ?" এরপরই মোদির চ্যালেঞ্জ, দেশের মানুষ সেই অনুমতি দেবে না ৷ নাম না করে রাহুল গান্ধিকেও আক্রমণ করেন মোদি ৷ তাঁর কটাক্ষ, এই সাহস দেখালে কংগ্রেস আর ক্ষমতায় ফিরবে না ৷

370 ধারার প্রত্যাহারের আগে জম্মু ও কাশ্মীরে শুধুমাত্র সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদের পরিবেশ ছিল । যা ভারতের অখণ্ডতা ও ঐক্যের ধারণার পরিপন্থী । মোদির কথায়, "জম্মু-কাশ্মীর ও লাদাখ আমাদের কাছে শুধুমাত্র এক টুকরো জমি নয়, এগুলি আমাদের মুকুট ৷ ওই অঞ্চলের প্রতিটি এলাকা ভারতের চিন্তা ও শক্তিকে সমৃদ্ধ করে ৷"

Mumbai, Oct 13 (ANI): Madhuri Dixit was spotted in Mumbai where she attended the Global Excellence Awards. She also took to her Instagram account to share stunning pictures. While speaking to ANI, Bollywood actress said, "Well it is always encouraging for me to attend such events. Even I take inspiration from people.""I have learned a lot from many films, I am producing another movie 'Panchak' and I'm sure I'll learn from that as well. Every day is a learning experience," she added.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.