ETV Bharat / bharat

একদিনে ওড়িশায় কোরোনামুক্ত 237 জন - coronavirus

গতকাল ওড়িশায় 237 জন কোরনারোগী সুস্থ হয়ে উঠেছেন । সেরাজ্যে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা বর্তমানে বেড়ে দাঁড়াল 3 হাজার 544 ।

ছবি
ছবি
author img

By

Published : Jun 21, 2020, 10:24 AM IST

ভুবনেশ্বর, 21 জুন : ওড়িশায় স্বস্তির খবর । একদিনে সেরাজ্যে রেকর্ড সংখ্যক রোগী সুস্থ হয়ে উঠেছে । গতকাল সেখানে 237 জন কোরোনামুক্ত হয়ে বাড়ি ফিরেছে ।

স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, এখনও পর্যন্ত সুস্থ হয়ে ওঠা কোরোনা রোগীর সংখ্যা 3 হাজার 544 । কঠিন পরিশ্রমের ফলেই এই সাফল্য বলে তাদের তরফে জানানো হয়েছে । একই সঙ্গে ধন্যবাদ জানানো হয়েছে স্বাস্থ্যকর্মীদের । যাঁরা এই কোরোনা যুদ্ধ জয় করতে সাহায্য করেছেন ।

সুস্থ হয়ে ওঠা রোগীদের মধ্যে 70 জন কটকের, 54 জন খোরদা জেলার , 20 জন জিগৎসিংহপুরের ,19 জন কান্ধমাল জেলার , 17 জন গঞ্জামের , ভদ্রক ও ময়ূরভঞ্জের 9 জন , কেওনঝাড়ের 8 জন , 7 জন ধেনকানাল ও পুরীর বাসিন্দা । এছাড়াও কেন্দ্রপাড়া ও নয়াগড়ের 8 জন , কালাহান্দি, মালকানগিরি ও সম্বলপুরের দু'জন এবং বৌদ্ধ, ঝাড়সুগুদা ও সুন্দরগড়ের একজন করে রোগী সুস্থ হয়েছেন।

ওড়িশায় এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা 4 হাজার 856 । তারমধ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা 1 হাজার 306 । মৃত্যু হয়েছে 12 জনের ।

ভুবনেশ্বর, 21 জুন : ওড়িশায় স্বস্তির খবর । একদিনে সেরাজ্যে রেকর্ড সংখ্যক রোগী সুস্থ হয়ে উঠেছে । গতকাল সেখানে 237 জন কোরোনামুক্ত হয়ে বাড়ি ফিরেছে ।

স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, এখনও পর্যন্ত সুস্থ হয়ে ওঠা কোরোনা রোগীর সংখ্যা 3 হাজার 544 । কঠিন পরিশ্রমের ফলেই এই সাফল্য বলে তাদের তরফে জানানো হয়েছে । একই সঙ্গে ধন্যবাদ জানানো হয়েছে স্বাস্থ্যকর্মীদের । যাঁরা এই কোরোনা যুদ্ধ জয় করতে সাহায্য করেছেন ।

সুস্থ হয়ে ওঠা রোগীদের মধ্যে 70 জন কটকের, 54 জন খোরদা জেলার , 20 জন জিগৎসিংহপুরের ,19 জন কান্ধমাল জেলার , 17 জন গঞ্জামের , ভদ্রক ও ময়ূরভঞ্জের 9 জন , কেওনঝাড়ের 8 জন , 7 জন ধেনকানাল ও পুরীর বাসিন্দা । এছাড়াও কেন্দ্রপাড়া ও নয়াগড়ের 8 জন , কালাহান্দি, মালকানগিরি ও সম্বলপুরের দু'জন এবং বৌদ্ধ, ঝাড়সুগুদা ও সুন্দরগড়ের একজন করে রোগী সুস্থ হয়েছেন।

ওড়িশায় এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা 4 হাজার 856 । তারমধ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা 1 হাজার 306 । মৃত্যু হয়েছে 12 জনের ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.