ETV Bharat / bharat

ইয়েস ব্যাঙ্ককে সহযোগিতা করবে RBI, জানালেন শক্তিকান্ত দাস

ইয়েস ব্যাঙ্কের গ্রাহকদের চিন্তার কোনও কারণ নেই । প্রয়োজনে ইয়েস ব্যাঙ্ককে আর্থিক সাহায্য করবে RBI ।

Shaktikanta Das
শক্তিকান্ত দাস
author img

By

Published : Mar 16, 2020, 11:21 PM IST

দিল্লি, 16 মার্চ : ইয়েস ব্যাঙ্কের সহযোগিতায় এবার এগিয়ে এল রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) । আজ RBI-র গভর্নর শক্তিকান্ত দাস একটি সাংবাদিক বৈঠক করেন । সেখানে তিনি জানান, যদি প্রয়োজন পড়ে তাহলে ইয়েস ব্যাঙ্ককে আর্থিক সাহায্য করবে RBI ।

দেশের অর্থনীতি এখন নিম্নগামী । তাই পরিস্থিতির দ্রুত উন্নতির জন্য কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির তরফে এখনও কোনো রেট কাট ঘোষণা করা হয়নি । যদিও কোনও সম্ভাবনাকেই উড়িয়ে দিচ্ছেন না RBI গভর্নর । পাশাপাশি RBI ঘোষণা করে যে, 23 মার্চ 2 বিলিয়ন অর্থ ডলার থেকে টাকায় পরিবর্তন করা হবে । আর যদি প্রয়োজন হয় তাহলে 1 লাখ কোটি পর্যন্ত দীর্ঘমেয়াদি রেপো অপারেশন করা হবে ।

বৈঠকে ইয়েস ব্যাঙ্কের গ্রাহকদের উদ্দেশে শক্তিকান্ত দাস বলেন, "আমি ইয়েস ব্যাঙ্কের গ্রাহকদের বলতে চাই যে, আপনাদের টাকা সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে । কোনও চিন্তার কারণ নেই ।"

কোরোনা প্রসঙ্গে RBI গভর্নর বলেন, "এই মহামারির প্রভাব থেকে মুক্ত নয় । ইতিমধ্যে 100 জনেরও বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত । সরকারের তরফে সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে । পণ্য আমদানি-রপ্তানির মাধ্যমে COVID-19 সরাসরি ভারতে প্রভাব ফেলতে পারে । অন্যদিকে এই মহামারির ফলে ইতিমধ্যে দেশের অর্থনৈতিক বৃদ্ধিতে প্রভাব পড়েছে । "

দিল্লি, 16 মার্চ : ইয়েস ব্যাঙ্কের সহযোগিতায় এবার এগিয়ে এল রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) । আজ RBI-র গভর্নর শক্তিকান্ত দাস একটি সাংবাদিক বৈঠক করেন । সেখানে তিনি জানান, যদি প্রয়োজন পড়ে তাহলে ইয়েস ব্যাঙ্ককে আর্থিক সাহায্য করবে RBI ।

দেশের অর্থনীতি এখন নিম্নগামী । তাই পরিস্থিতির দ্রুত উন্নতির জন্য কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির তরফে এখনও কোনো রেট কাট ঘোষণা করা হয়নি । যদিও কোনও সম্ভাবনাকেই উড়িয়ে দিচ্ছেন না RBI গভর্নর । পাশাপাশি RBI ঘোষণা করে যে, 23 মার্চ 2 বিলিয়ন অর্থ ডলার থেকে টাকায় পরিবর্তন করা হবে । আর যদি প্রয়োজন হয় তাহলে 1 লাখ কোটি পর্যন্ত দীর্ঘমেয়াদি রেপো অপারেশন করা হবে ।

বৈঠকে ইয়েস ব্যাঙ্কের গ্রাহকদের উদ্দেশে শক্তিকান্ত দাস বলেন, "আমি ইয়েস ব্যাঙ্কের গ্রাহকদের বলতে চাই যে, আপনাদের টাকা সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে । কোনও চিন্তার কারণ নেই ।"

কোরোনা প্রসঙ্গে RBI গভর্নর বলেন, "এই মহামারির প্রভাব থেকে মুক্ত নয় । ইতিমধ্যে 100 জনেরও বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত । সরকারের তরফে সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে । পণ্য আমদানি-রপ্তানির মাধ্যমে COVID-19 সরাসরি ভারতে প্রভাব ফেলতে পারে । অন্যদিকে এই মহামারির ফলে ইতিমধ্যে দেশের অর্থনৈতিক বৃদ্ধিতে প্রভাব পড়েছে । "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.