ETV Bharat / bharat

ওড়িশার হোটেলে উদ্ধার RBI অফিসারের ঝুলন্ত দেহ

ওড়িশার জাজপুরের একটি হোটেল থেকে উদ্ধার হল ভারতীয় রিজ়ার্ভ ব্যাঙ্কের একজন অফিসারের ঝুলন্ত দেহ ৷ পারিবারিক ঝামেলা না কি ব্যাঙ্কে কাজের কারণে আত্মহত্যা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷

অফিসারের ঝুলন্ত দেহ উদ্ধার
author img

By

Published : Oct 26, 2019, 10:50 AM IST

Updated : Oct 26, 2019, 11:20 AM IST

ভুবনেশ্বর, 26 অক্টোবর : ওড়িশার জাজপুরের একটি হোটেল থেকে উদ্ধার হল ভারতীয় রিজ়ার্ভ ব্যাঙ্কের একজন অফিসারের ঝুলন্ত দেহ ৷ হোটেলের তথ্য থেকে পুলিশ জানতে পারে, মৃতের নাম আশিসরঞ্জন সামাল (52) ৷ শীর্ষ ব্যাঙ্কের গুয়াহাটি শাখার জেনেরাল ম্যানেজার ছিলেন তিনি ৷ আশিসরঞ্জন আত্মহত্যা করেছেন বলেই সন্দেহ পুলিশের ৷

গতকাল সকালে জাজপুরের চাঁদিখোলায় ঘটনাটি ঘটে ৷ তদন্ত করে পুলিশ জানতে পারে, আশিস জাজপুর জেলার নরহরিপুর গ্রামের বাসিন্দা ৷

বৃহস্পতিবার তিনি তাঁর মায়ের সঙ্গে দেখা করতে গ্রামে আসেন ৷ তারপর ভুবনেশ্বরে বউয়ের সঙ্গে দেখা করতে যান ৷ তাঁর বউ কলিঙ্গ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স (KIIMS)-র একজন ডাক্তার ৷ আশিসের ছেলে দ্বাদশ শ্রেণির ছাত্র ৷

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুরে তিনি হোটেলে যান ৷ গতকাল সকালে হোটেল কর্মীর ডাকাডাকিতেও তিনি দরজা না খুললে, তাঁরা পুলিশে খবর দেন ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে বরাচনা থানার পুলিশ ৷

সাব ইনস্পেক্টর শাহিদ খান বলেন, "খবর পেয়ে আমরা ঘটনাস্থানে পৌঁছায় ৷ রুমের দরজা ভেঙে আশিসের ঝুলন্ত দেহ উদ্ধার করি ৷"

আশিসের মৃতদেহ পরে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ৷ তবে পারিবারিক ঝামেলা না কি ব্যাঙ্কে কাজের চাপে আত্মহত্যা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷

ভুবনেশ্বর, 26 অক্টোবর : ওড়িশার জাজপুরের একটি হোটেল থেকে উদ্ধার হল ভারতীয় রিজ়ার্ভ ব্যাঙ্কের একজন অফিসারের ঝুলন্ত দেহ ৷ হোটেলের তথ্য থেকে পুলিশ জানতে পারে, মৃতের নাম আশিসরঞ্জন সামাল (52) ৷ শীর্ষ ব্যাঙ্কের গুয়াহাটি শাখার জেনেরাল ম্যানেজার ছিলেন তিনি ৷ আশিসরঞ্জন আত্মহত্যা করেছেন বলেই সন্দেহ পুলিশের ৷

গতকাল সকালে জাজপুরের চাঁদিখোলায় ঘটনাটি ঘটে ৷ তদন্ত করে পুলিশ জানতে পারে, আশিস জাজপুর জেলার নরহরিপুর গ্রামের বাসিন্দা ৷

বৃহস্পতিবার তিনি তাঁর মায়ের সঙ্গে দেখা করতে গ্রামে আসেন ৷ তারপর ভুবনেশ্বরে বউয়ের সঙ্গে দেখা করতে যান ৷ তাঁর বউ কলিঙ্গ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স (KIIMS)-র একজন ডাক্তার ৷ আশিসের ছেলে দ্বাদশ শ্রেণির ছাত্র ৷

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুরে তিনি হোটেলে যান ৷ গতকাল সকালে হোটেল কর্মীর ডাকাডাকিতেও তিনি দরজা না খুললে, তাঁরা পুলিশে খবর দেন ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে বরাচনা থানার পুলিশ ৷

সাব ইনস্পেক্টর শাহিদ খান বলেন, "খবর পেয়ে আমরা ঘটনাস্থানে পৌঁছায় ৷ রুমের দরজা ভেঙে আশিসের ঝুলন্ত দেহ উদ্ধার করি ৷"

আশিসের মৃতদেহ পরে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ৷ তবে পারিবারিক ঝামেলা না কি ব্যাঙ্কে কাজের চাপে আত্মহত্যা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷

New Delhi, Oct 26 (ANI): PV Sindhu was knocked out in the quarter-final of French Open on October 25. India's ace shuttler lost a highly-entertaining match against Tai Tzu Ying. The Taiwanese shuttler beat her 21-16, 24-26, 21-17 in the quarter-final in Paris. Sindhu hadn't dropped a single game in the tournament until this match. Tai qualified for the French Open semifinals for the fifth time.

Last Updated : Oct 26, 2019, 11:20 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.