ETV Bharat / bharat

4 শতাংশই থাকছে রেপো রেট - রিজ়ার্ভ ব্যাঙ্ক

অপরিবর্তিতই থাকছে রেপো রেট। আজ দ্বি-মাসিক আর্থিক নীতি নিয়ে সাংবাদিক বৈঠকে একথা জানালেন রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গর্ভরনর শক্তিকান্ত দাস। 4 শতাংশই থাকছে রেপো রেট।

শক্তিকান্ত দাস
শক্তিকান্ত দাস
author img

By

Published : Aug 6, 2020, 1:52 PM IST

Updated : Aug 6, 2020, 2:10 PM IST

মুম্বই, 6 অগাস্ট: নতুন দ্বি-মাসিক আর্থিক নীতিতে বেশিরভাগ রেটই অপরিবর্তিত রাখা হয়েছে। আজ RBI গভর্নর শক্তিকান্ত দাসের নেতৃত্বে 6 সদস্যের মানিটারি পলিসি কমিটি বা MPC জানিয়েছে, এবার অপরিবর্তিতই থাকছে রেপো রেট। আগের বারের মতো 4 শতাংশই রাখা হয়েছে রেপো রেট।

রেপো রেটের পাশাপাশি রিজ়ার্ভ রেপো রেটও অপরিবর্তিত রাখা হয়েছে । অর্থাৎ 3.35 শতাংশই থাকছে রিজ়ার্ভ রেপো রেট। এছাড়াও ব্যাঙ্ক রেট ও মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি রেটও আগের মতোই 4.25 শতাংশ রাখা হয়েছে।

ম্যাক্রো-ইকোনমিক এনভায়রনমেন্টে দ্রুত পরিবর্তন ও আর্থিক মন্দা কাটাতে মার্চ ও মে মাসে MPC দুটি বৈঠক করেছিল। সেখানে রেপো রেট 115 বেসিস পয়েন্ট কমানোর সিদ্ধান্ত নেয় MPC। ফলে 2019-র ফেব্রুয়ারি থেকে মোট পলিসি রেট কমে হয়েছে 250 বেসিস পয়েন্ট। এতে আর্থিক উন্নতি হবে বলে আশা করা হয়।

গর্ভনর শক্তিকান্ত দাস জানিয়েছেন, কোরোনা প্যানডেমিক ও লকডাউনের জেরে অর্থনৈতিক মন্দাকে দূর করতে সবরকম পদক্ষেপ নিচ্ছে শীর্ষ ব্যাঙ্ক।

মুম্বই, 6 অগাস্ট: নতুন দ্বি-মাসিক আর্থিক নীতিতে বেশিরভাগ রেটই অপরিবর্তিত রাখা হয়েছে। আজ RBI গভর্নর শক্তিকান্ত দাসের নেতৃত্বে 6 সদস্যের মানিটারি পলিসি কমিটি বা MPC জানিয়েছে, এবার অপরিবর্তিতই থাকছে রেপো রেট। আগের বারের মতো 4 শতাংশই রাখা হয়েছে রেপো রেট।

রেপো রেটের পাশাপাশি রিজ়ার্ভ রেপো রেটও অপরিবর্তিত রাখা হয়েছে । অর্থাৎ 3.35 শতাংশই থাকছে রিজ়ার্ভ রেপো রেট। এছাড়াও ব্যাঙ্ক রেট ও মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি রেটও আগের মতোই 4.25 শতাংশ রাখা হয়েছে।

ম্যাক্রো-ইকোনমিক এনভায়রনমেন্টে দ্রুত পরিবর্তন ও আর্থিক মন্দা কাটাতে মার্চ ও মে মাসে MPC দুটি বৈঠক করেছিল। সেখানে রেপো রেট 115 বেসিস পয়েন্ট কমানোর সিদ্ধান্ত নেয় MPC। ফলে 2019-র ফেব্রুয়ারি থেকে মোট পলিসি রেট কমে হয়েছে 250 বেসিস পয়েন্ট। এতে আর্থিক উন্নতি হবে বলে আশা করা হয়।

গর্ভনর শক্তিকান্ত দাস জানিয়েছেন, কোরোনা প্যানডেমিক ও লকডাউনের জেরে অর্থনৈতিক মন্দাকে দূর করতে সবরকম পদক্ষেপ নিচ্ছে শীর্ষ ব্যাঙ্ক।

Last Updated : Aug 6, 2020, 2:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.