ETV Bharat / bharat

"দাদাই শুধু এটা পারেন", তিন তালাক বিলের প্রশংসা মোদির রাখি-বোনের

author img

By

Published : Aug 16, 2019, 11:27 AM IST

রাখির আগেই দাদা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির থেকে মিলেছে তাৎক্ষণিক তিন তালাক রদ আইন । তাই, ভাই-বোনের বন্ধনের দিনেই রাখি বেঁধে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন পাকিস্তানি বংশোদ্ভূত বোন ৷

রাখির আগেই দাদা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির থেকে মিলেছে তাৎক্ষণিক তিন তালাক রদ আইন । তাই, ভাই-বোনের বন্ধনের দিনেই রাখি বেঁধে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন পাকিস্তানি বংশোদ্ভূত বোন ৷

দিল্লি, 16 অগাস্ট : কাঁটাতারের বেড়া, ধর্মের পৃথক পরিচয় ছাপিয়ে গেল ভাই-বোনের সম্পর্ক । কামার মহসিন শেখ । আদতে পাক বংশোদ্ভূত । কিন্তু, বিবাহসূত্রে বহু বছরে আগেই এসেছেন ভারতে । রাখির আগেই দাদা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির থেকে মিলেছে তাৎক্ষণিক তিন তালাক রদ আইন । তাই, ভাই-বোনের বন্ধনের দিনেই রাখি বেঁধে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন পাকিস্তানি বংশোদ্ভূত বোন ৷ উপহারও দিলেন স্বামীর আঁকা ছবি ৷

দু' দশক আগেই মোদির সঙ্গে পরিচয় হয় কামারের । সে সময়, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রচারক ছিলেন মোদি । যদিও ভিনধর্মের ভাই-বোনের সম্পর্কে কোনও বাধা হয়নি ।

বৃহস্পতিবারও স্বামীকে সঙ্গে নিয়ে তিনি পৌঁছে যান প্রধানমন্ত্রীর বাসভবনে ৷ বাঁধেন রাখি ৷ পরে তাৎক্ষণিক তিন তালাক বন্ধে বিল পাশ নিয়ে সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ''ধর্মগ্রন্থ কোরান বা ইসলামে তাৎক্ষণিক তিন তালাকের কোনও বিধান নেই । তাই যা হয়েছে খুব ভালো হয়েছে মুসলিম মহিলাদের জন্য । এই দৃঢ় পদক্ষেপ দাদা (প্রধানমন্ত্রী মোদি) ছাড়া আর কেউ করতে পারতেন না । '' তিনি বলেন, এত ব্যস্ত, তাই সময় দিতে পারেন না মোদি ৷ তবে প্রথম আলাপের সময় যেমন বিনয়ী ছিলেন, এখনও তেমনই রয়েছেন মোদি ৷ কোনও পরিবর্তন হয়নি ৷

কামারের কথায়, '' বছরের এই একটা দিনেই ওঁর হাতে রাখি পরাতে পারি । আমি খুব খুশি । প্রার্থনা করি যেন আগামী পাঁচ বছর দেশকে এগিয়ে নিয়ে যেতে পারেন উনি । গোটা বিশ্ব যেন ওঁর সাহসী পদক্ষেপের পাশে থাকে , বুঝতে পারে ওঁকে ।"

দিল্লি, 16 অগাস্ট : কাঁটাতারের বেড়া, ধর্মের পৃথক পরিচয় ছাপিয়ে গেল ভাই-বোনের সম্পর্ক । কামার মহসিন শেখ । আদতে পাক বংশোদ্ভূত । কিন্তু, বিবাহসূত্রে বহু বছরে আগেই এসেছেন ভারতে । রাখির আগেই দাদা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির থেকে মিলেছে তাৎক্ষণিক তিন তালাক রদ আইন । তাই, ভাই-বোনের বন্ধনের দিনেই রাখি বেঁধে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন পাকিস্তানি বংশোদ্ভূত বোন ৷ উপহারও দিলেন স্বামীর আঁকা ছবি ৷

দু' দশক আগেই মোদির সঙ্গে পরিচয় হয় কামারের । সে সময়, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রচারক ছিলেন মোদি । যদিও ভিনধর্মের ভাই-বোনের সম্পর্কে কোনও বাধা হয়নি ।

বৃহস্পতিবারও স্বামীকে সঙ্গে নিয়ে তিনি পৌঁছে যান প্রধানমন্ত্রীর বাসভবনে ৷ বাঁধেন রাখি ৷ পরে তাৎক্ষণিক তিন তালাক বন্ধে বিল পাশ নিয়ে সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ''ধর্মগ্রন্থ কোরান বা ইসলামে তাৎক্ষণিক তিন তালাকের কোনও বিধান নেই । তাই যা হয়েছে খুব ভালো হয়েছে মুসলিম মহিলাদের জন্য । এই দৃঢ় পদক্ষেপ দাদা (প্রধানমন্ত্রী মোদি) ছাড়া আর কেউ করতে পারতেন না । '' তিনি বলেন, এত ব্যস্ত, তাই সময় দিতে পারেন না মোদি ৷ তবে প্রথম আলাপের সময় যেমন বিনয়ী ছিলেন, এখনও তেমনই রয়েছেন মোদি ৷ কোনও পরিবর্তন হয়নি ৷

কামারের কথায়, '' বছরের এই একটা দিনেই ওঁর হাতে রাখি পরাতে পারি । আমি খুব খুশি । প্রার্থনা করি যেন আগামী পাঁচ বছর দেশকে এগিয়ে নিয়ে যেতে পারেন উনি । গোটা বিশ্ব যেন ওঁর সাহসী পদক্ষেপের পাশে থাকে , বুঝতে পারে ওঁকে ।"

Sukma (Chhattisgarh), Aug 16 (ANI): Jawans of CRPF's 2nd battalion showed humanity once again. They formed human chain to help locals cross a bridge in Chhattisgarh's Sukma, which is submerged due to overflowing of Malger River on August 15. Locals were crossing it to meet their brothers on Raksha Bandhan. The security personnel stood there for one and half hours and helped advance through troubled waters.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.