ETV Bharat / bharat

রাজনাথ সিংয়ের সঙ্গে চিনের প্রতিরক্ষা মন্ত্রীর 140 মিনিটের বৈঠক

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে চিনের প্রতিরক্ষা মন্ত্রীর বৈঠক হল ৷ শুক্রবার মস্কোর মেট্রোপোল হোটেলে ভারতীয় সময় সাড়ে নটায় এই বৈঠক শুরু হয় ৷ প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা যায়, দু'ঘণ্টা কুড়ি মিনিট ধরে এই বৈঠক চলে ৷

Defence Minister Rajnath Singh met Chinese counterpart
রাজনাথ সিংয়ের সঙ্গে চিনা প্রতিরক্ষা মন্ত্রীর বৈঠক
author img

By

Published : Sep 5, 2020, 3:59 AM IST

Updated : Sep 5, 2020, 7:55 AM IST

দিল্লি, 5 সেপ্টেম্বর : প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠক করলেন চিনের প্রতিরক্ষা মন্ত্রী ওয়েই ফেঙ্গি ৷ গত চার মাস ধরে লাদাখ ইশুতে চিন ভারত সম্পর্কের উত্তেজনার জন্য এর আগে চিনকেই দায়ি করেছে দিল্লি ৷ এরই মধ্যে রাশিয়ার মস্কোতে দুই দেশের বৈঠক লাদাখ অচলাবস্থা কাটার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করা হচ্ছে ৷ শুক্রবার মস্কোতে ভারতীয় সময় রাত 9 টা 30-এ এই বৈঠক হয় বলে ভারতের প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে ৷ শুক্রবার মস্কোর মেট্রোপোল হোটেলে ভারতীয় সময় সাড়ে ন'টায় ভারত-চিন প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠক শুরু হয়। দু'ঘণ্টা কুড়ি মিনিট ধরে এই বৈঠক চলে বলে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে ৷ রাজনাথ সিংয়ের সরকারি হ্যান্ডেল থেকেও জানানো হয় এই বৈঠক 140 মিনিট ধরে চলেছে।

বৃহস্পতিবারই এই বৈঠকের জন্য চিনের প্রতিরক্ষামন্ত্রীর তরফ থেকে আর্জি জানানো হয়েছিল ৷ সেই অনুযায়ী শুক্রবার এই বৈঠকের সম্ভাবনা তৈরি হয় ৷ রাজনাথ সিং সাংহাই কোঅপারেশন অর্গানাইজ়েশন (SCO)-এর বৈঠকে যোগ দিতে তিনদিনের সফরে মস্কো গিয়েছেন ৷ SCO বৈঠকে চিন ও পাকিস্তানও যোগ দিয়েছে ৷

বৃহস্পতিবার বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর কূটনীতির পথে লাদাখ সমস্যার সমাধান সূত্র আসবে বলে মন্তব্য করেন ৷ রাজনাথের বৈঠকের পরে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও তার চিনা প্রতিপক্ষ ওয়াং ইয়ের সঙ্গে 10 সেপ্টেম্বর মস্কোতে SCO-র পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে মিলিত হবেন বলে জানা যায় ।

15 জুন পূর্ব লাদাখের গলওয়ানে দুই দেশের মধ্য়ে রক্তক্ষয়ী সংঘর্ষের পরে সীমান্তে উত্তেজনা সৃষ্টি হয় ৷ সামরিক ও কূটনৈতিক স্তরে আলোচনার মাধ্য়মে দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা হচ্ছিল ৷ কিন্তু গত পাঁচ দিন ধরে প্যানগং লেক নিয়ে চিনের অতি তৎপরতায় আবার উত্তেজনা তৈরি হয় ৷ সামরিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্যাংগং লেকের উত্তর ফিঙ্গার 4 এর উপর চিনের নিয়ন্ত্রণ রাখার চেষ্টা ব্যর্থ করে ভারতীয় সেনা ৷ প্যাংগং লেকের উত্তর ফিঙ্গার 4 নিজেদের নিয়ন্ত্রণে আনে ভারতীয় সেনা ৷ শুধু তাই নয়, প্যাংগং লেকের কাছে আর্মাড রেজিমেন্টও মোতায়েন করে ভারত ৷

এই উত্তেজনার মধ্যেই রাশিয়ায় SCO বৈঠকে যান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধে সাবেক সোভিয়েত ইউনিয়ন জার্মানির বিরুদ্ধে জয় পায় ৷ এবছরে সেই বিজয়ের 75 বছর পালিত হচ্ছে ৷ এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য রাজনাথ তিনদিনের সফরে মস্কো গিয়েছেন ৷ যদিও এর পাশাপাশি তিনি সেখানে রাশিয়ার শীর্ষ সামরিক কর্তাদের সঙ্গে মিলিত হতে পারেন বলে জানা যাচ্ছে ৷ রাজনাথ সিংয়ের সঙ্গে চিনের প্রতিরক্ষা মন্ত্রীর বৈঠক লাদাখ অচলাবস্থা কাটাবে বলে মনে করছে রাজনৈতিক মহল ৷

দিল্লি, 5 সেপ্টেম্বর : প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠক করলেন চিনের প্রতিরক্ষা মন্ত্রী ওয়েই ফেঙ্গি ৷ গত চার মাস ধরে লাদাখ ইশুতে চিন ভারত সম্পর্কের উত্তেজনার জন্য এর আগে চিনকেই দায়ি করেছে দিল্লি ৷ এরই মধ্যে রাশিয়ার মস্কোতে দুই দেশের বৈঠক লাদাখ অচলাবস্থা কাটার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করা হচ্ছে ৷ শুক্রবার মস্কোতে ভারতীয় সময় রাত 9 টা 30-এ এই বৈঠক হয় বলে ভারতের প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে ৷ শুক্রবার মস্কোর মেট্রোপোল হোটেলে ভারতীয় সময় সাড়ে ন'টায় ভারত-চিন প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠক শুরু হয়। দু'ঘণ্টা কুড়ি মিনিট ধরে এই বৈঠক চলে বলে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে ৷ রাজনাথ সিংয়ের সরকারি হ্যান্ডেল থেকেও জানানো হয় এই বৈঠক 140 মিনিট ধরে চলেছে।

বৃহস্পতিবারই এই বৈঠকের জন্য চিনের প্রতিরক্ষামন্ত্রীর তরফ থেকে আর্জি জানানো হয়েছিল ৷ সেই অনুযায়ী শুক্রবার এই বৈঠকের সম্ভাবনা তৈরি হয় ৷ রাজনাথ সিং সাংহাই কোঅপারেশন অর্গানাইজ়েশন (SCO)-এর বৈঠকে যোগ দিতে তিনদিনের সফরে মস্কো গিয়েছেন ৷ SCO বৈঠকে চিন ও পাকিস্তানও যোগ দিয়েছে ৷

বৃহস্পতিবার বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর কূটনীতির পথে লাদাখ সমস্যার সমাধান সূত্র আসবে বলে মন্তব্য করেন ৷ রাজনাথের বৈঠকের পরে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও তার চিনা প্রতিপক্ষ ওয়াং ইয়ের সঙ্গে 10 সেপ্টেম্বর মস্কোতে SCO-র পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে মিলিত হবেন বলে জানা যায় ।

15 জুন পূর্ব লাদাখের গলওয়ানে দুই দেশের মধ্য়ে রক্তক্ষয়ী সংঘর্ষের পরে সীমান্তে উত্তেজনা সৃষ্টি হয় ৷ সামরিক ও কূটনৈতিক স্তরে আলোচনার মাধ্য়মে দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা হচ্ছিল ৷ কিন্তু গত পাঁচ দিন ধরে প্যানগং লেক নিয়ে চিনের অতি তৎপরতায় আবার উত্তেজনা তৈরি হয় ৷ সামরিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্যাংগং লেকের উত্তর ফিঙ্গার 4 এর উপর চিনের নিয়ন্ত্রণ রাখার চেষ্টা ব্যর্থ করে ভারতীয় সেনা ৷ প্যাংগং লেকের উত্তর ফিঙ্গার 4 নিজেদের নিয়ন্ত্রণে আনে ভারতীয় সেনা ৷ শুধু তাই নয়, প্যাংগং লেকের কাছে আর্মাড রেজিমেন্টও মোতায়েন করে ভারত ৷

এই উত্তেজনার মধ্যেই রাশিয়ায় SCO বৈঠকে যান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধে সাবেক সোভিয়েত ইউনিয়ন জার্মানির বিরুদ্ধে জয় পায় ৷ এবছরে সেই বিজয়ের 75 বছর পালিত হচ্ছে ৷ এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য রাজনাথ তিনদিনের সফরে মস্কো গিয়েছেন ৷ যদিও এর পাশাপাশি তিনি সেখানে রাশিয়ার শীর্ষ সামরিক কর্তাদের সঙ্গে মিলিত হতে পারেন বলে জানা যাচ্ছে ৷ রাজনাথ সিংয়ের সঙ্গে চিনের প্রতিরক্ষা মন্ত্রীর বৈঠক লাদাখ অচলাবস্থা কাটাবে বলে মনে করছে রাজনৈতিক মহল ৷

Last Updated : Sep 5, 2020, 7:55 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.