দিল্লি, 16 অগাস্ট : "পারমাণবিক অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে এখনও পর্যন্ত ভারতের অবস্থান হল "নো ফার্স্ট ইউজ়" । অর্থাৎ ভারত এখনও পর্যন্ত প্রথমে পরমাণু অস্ত্র ব্যবহার করেনি । কিন্তু ভবিষ্যতে কী হবে তা পরিস্থিতির উপর নির্ভর করবে ।" আজ প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ির মৃত্যু বার্ষিকীতে রাজস্থানের পোখরানে একথা বললেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ।
পোখরানে প্রাক্তন প্রধানমন্ত্রীর স্মরণে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনাথ সিং । সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, 1974 ও 1998 সালে পোখরানেই ভারত পরমাণু পরীক্ষা করেছিল । যার মধ্যে একটি হয়েছিল বাজপেয়িজির নেতৃত্বাধীন তৎকালীন NDA-র আমলে । কিন্তু এখনও পর্যন্ত ভারত আগে পরমাণু অস্ত্র প্রয়োগ করেনি । নাম না করে পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, "ভারত পরমাণু অস্ত্র প্রয়োগের পক্ষে নয় । তবে প্রয়োজনে পরিবর্তিত পরিস্থিতির উপর নির্ভর করে ভারত যে পারমানবিক ক্ষমতা প্রয়োগ করবে না সেটা বলা যায় না ।"
রাজনাথ সিংয়ের এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল ।