ETV Bharat / bharat

পারমাণবিক অস্ত্র ব্যবহারে "নো ফার্স্ট ইউজ়" পলিসি বদলাতে পারে ভারত, হুঁশিয়ারি রাজনাথের - "নো ফার্স্ট ইউজ়" পলিসি

পোখরানে প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ির মৃত্যু বার্ষিকীতে রাজস্থানের পোখরানে গিয়ে পারমাণবিক অস্ত্র ব্যবহার প্রসঙ্গে হুঁশিয়ারি দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ।

রাজনাথ সিং
author img

By

Published : Aug 16, 2019, 4:15 PM IST

Updated : Aug 16, 2019, 6:57 PM IST

দিল্লি, 16 অগাস্ট : "পারমাণবিক অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে এখনও পর্যন্ত ভারতের অবস্থান হল "নো ফার্স্ট ইউজ়" । অর্থাৎ ভারত এখনও পর্যন্ত প্রথমে পরমাণু অস্ত্র ব্যবহার করেনি । কিন্তু ভবিষ্যতে কী হবে তা পরিস্থিতির উপর নির্ভর করবে ।" আজ প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ির মৃত্যু বার্ষিকীতে রাজস্থানের পোখরানে একথা বললেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ।

পোখরানে প্রাক্তন প্রধানমন্ত্রীর স্মরণে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনাথ সিং । সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, 1974 ও 1998 সালে পোখরানেই ভারত পরমাণু পরীক্ষা করেছিল । যার মধ্যে একটি হয়েছিল বাজপেয়িজির নেতৃত্বাধীন তৎকালীন NDA-র আমলে । কিন্তু এখনও পর্যন্ত ভারত আগে পরমাণু অস্ত্র প্রয়োগ করেনি । নাম না করে পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, "ভারত পরমাণু অস্ত্র প্রয়োগের পক্ষে নয় । তবে প্রয়োজনে পরিবর্তিত পরিস্থিতির উপর নির্ভর করে ভারত যে পারমানবিক ক্ষমতা প্রয়োগ করবে না সেটা বলা যায় না ।"

রাজনাথ সিংয়ের এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল ।

দিল্লি, 16 অগাস্ট : "পারমাণবিক অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে এখনও পর্যন্ত ভারতের অবস্থান হল "নো ফার্স্ট ইউজ়" । অর্থাৎ ভারত এখনও পর্যন্ত প্রথমে পরমাণু অস্ত্র ব্যবহার করেনি । কিন্তু ভবিষ্যতে কী হবে তা পরিস্থিতির উপর নির্ভর করবে ।" আজ প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ির মৃত্যু বার্ষিকীতে রাজস্থানের পোখরানে একথা বললেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ।

পোখরানে প্রাক্তন প্রধানমন্ত্রীর স্মরণে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনাথ সিং । সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, 1974 ও 1998 সালে পোখরানেই ভারত পরমাণু পরীক্ষা করেছিল । যার মধ্যে একটি হয়েছিল বাজপেয়িজির নেতৃত্বাধীন তৎকালীন NDA-র আমলে । কিন্তু এখনও পর্যন্ত ভারত আগে পরমাণু অস্ত্র প্রয়োগ করেনি । নাম না করে পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, "ভারত পরমাণু অস্ত্র প্রয়োগের পক্ষে নয় । তবে প্রয়োজনে পরিবর্তিত পরিস্থিতির উপর নির্ভর করে ভারত যে পারমানবিক ক্ষমতা প্রয়োগ করবে না সেটা বলা যায় না ।"

রাজনাথ সিংয়ের এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল ।

Rampur (Uttar Pradesh), Aug 16 (ANI): The wall of a resort belonging to Abdullah Azam Khan, son of Samajwadi Party Member of Parliament (MP) Azam Khan was demolished on August 16. It was demolished by District Administration of Uttar Pradesh's Rampur over illegal construction. The luxury resort in Rampur was facing trouble following allegations of land grabbing. The Uttar Pradesh Irrigation Department had served a notice to him alleging that the luxury resort was built on land owned by the state government. Allegations of irregularities have also been raised by the district administration regarding the encroachment of government land in the resort.
Last Updated : Aug 16, 2019, 6:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.