ETV Bharat / bharat

জেলে আত্মহত্যার চেষ্টা রাজীব গান্ধির হত্যাকারী নলিনীর - Rajiv Gandhi killer Nalini Sriharan

আজ 29 বছর ধরে কারাবন্দী নলিনী শ্রীহরণ । গতরাতে কারাগারেই আত্মহত্যার চেষ্টা করে সে ।

rajiv
rajiv
author img

By

Published : Jul 21, 2020, 11:23 AM IST

ভেলোর, 21জুলাই : রাজীব গান্ধির হত্যার ঘটনায় 29 বছর ধরে কারাবন্দী নলিনী শ্রীহরণ । গতরাতে আত্মহত্যার চেষ্টা করে সে । কেন আত্মহত্যার চেষ্টা করল তা এখনও স্পষ্ট নয় । তার আইনজীবী জানিয়েছে, এতগুলো বছর কারাবন্দী থাকলেও এরকম পদক্ষেপ আগে করেনি সে ।

ভেলোরের মহিলাদের সংশোধানাগারে রয়েছে নলিনী । আজ 29 বছর ধরেই সেখানে রয়েছে । তার আইনজীবী পুগালেনথি জানিয়েছেন, গতরাতে আত্মহত্যার চেষ্টা করে নলিনী । কেন আত্মহত্যার চেষ্টা করল তা এখনও স্পষ্ট না হলেও তিনি বলেন, "অন্য এক কারাবন্দীর সঙ্গে বচসা বাধে নলিনীর । ওই বন্দী কারারক্ষীকে বিষয়টি জানাতে যায় । সেই সময় আত্মহত্যার চেষ্টা করে নলিনী । কিন্তু নলিনী কখনও এমন কাজ করেনি । তাই আসল কারণ প্রকাশ্যে আসা প্রয়োজন ।"

প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধির হত্যাকাণ্ডে দোষীসাব্যস্ত নলিনীর স্বামী মুরুগানও । সেও কারাবন্দী । আইনজীবীর সঙ্গে সে যোগাযোগ করে । এবং নলিনীকে ভেলোর সংশোধানাগার থেকে সরিয়ে নিয়ে যাওয়ার অনুরোধ করে । পুঝল সংশোধনাগারে রাখার আবেদন করে । দ্রুতই আইনি পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন তাদের আইনজীবী ।

ভেলোর, 21জুলাই : রাজীব গান্ধির হত্যার ঘটনায় 29 বছর ধরে কারাবন্দী নলিনী শ্রীহরণ । গতরাতে আত্মহত্যার চেষ্টা করে সে । কেন আত্মহত্যার চেষ্টা করল তা এখনও স্পষ্ট নয় । তার আইনজীবী জানিয়েছে, এতগুলো বছর কারাবন্দী থাকলেও এরকম পদক্ষেপ আগে করেনি সে ।

ভেলোরের মহিলাদের সংশোধানাগারে রয়েছে নলিনী । আজ 29 বছর ধরেই সেখানে রয়েছে । তার আইনজীবী পুগালেনথি জানিয়েছেন, গতরাতে আত্মহত্যার চেষ্টা করে নলিনী । কেন আত্মহত্যার চেষ্টা করল তা এখনও স্পষ্ট না হলেও তিনি বলেন, "অন্য এক কারাবন্দীর সঙ্গে বচসা বাধে নলিনীর । ওই বন্দী কারারক্ষীকে বিষয়টি জানাতে যায় । সেই সময় আত্মহত্যার চেষ্টা করে নলিনী । কিন্তু নলিনী কখনও এমন কাজ করেনি । তাই আসল কারণ প্রকাশ্যে আসা প্রয়োজন ।"

প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধির হত্যাকাণ্ডে দোষীসাব্যস্ত নলিনীর স্বামী মুরুগানও । সেও কারাবন্দী । আইনজীবীর সঙ্গে সে যোগাযোগ করে । এবং নলিনীকে ভেলোর সংশোধানাগার থেকে সরিয়ে নিয়ে যাওয়ার অনুরোধ করে । পুঝল সংশোধনাগারে রাখার আবেদন করে । দ্রুতই আইনি পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন তাদের আইনজীবী ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.