দিল্লি, 30 জানুয়ারি : জল্পনার ইতি ৷ দিল্লি গিয়ে বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর সঙ্গেই বিজেপিতে যোগ দিলেন বালির বিধায়ক বৈশালী ডালমিয়া, উত্তর পাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল, হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী ও প্রাক্তন বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায় ৷ গেরুয়া শিবিরে যোগ দিলেন অভিনেতা রুদ্রনীল ঘোষও ।
গতকালই বাংলায় আসার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ৷ রবিবার হাওড়ার ডুমুরজলাতে সভা করার কথা ছিল বিজেপির চাণক্যের ৷ সেই সভাতেই বিজেপিতে যোগ দেওয়ার কথা ছিল রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী রাজীয় বন্দ্যোপাধ্যায় সহ অন্য তৃণমূল নেতাদের ৷
আরও পড়ুন : মমতা অসহায় ! বিস্ফোরক রুদ্র
কিন্তু বাধ সাধে দিল্লির ইজ়রায়েল দূতাবাসের সামনে বিস্ফোরণ ৷ দেশের প্রতিরক্ষার কথা মাথায় রেখে দু’দিনের পশ্চিমবঙ্গ সফর বাতিল করেন অমিত শাহ ৷ ফলে বাধ্য হয়ে ডুমুরজলার সভায় এই নেতাদের যোগদানের বিষয়টি স্থগিত হয়ে যায় ৷
-
Former TMC leaders Mr. Rajib Banerjee, Ms. Baishali Dalmiya, Mr. Prabir Ghoshal, Mr. Rathin Chakraborti and Mr. Rudranil Ghosh joined BJP today in New Delhi. I am sure their induction will further strengthen BJP’s fight for Sonar Bangla. pic.twitter.com/twXrHXWCbY
— Amit Shah (@AmitShah) January 30, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Former TMC leaders Mr. Rajib Banerjee, Ms. Baishali Dalmiya, Mr. Prabir Ghoshal, Mr. Rathin Chakraborti and Mr. Rudranil Ghosh joined BJP today in New Delhi. I am sure their induction will further strengthen BJP’s fight for Sonar Bangla. pic.twitter.com/twXrHXWCbY
— Amit Shah (@AmitShah) January 30, 2021Former TMC leaders Mr. Rajib Banerjee, Ms. Baishali Dalmiya, Mr. Prabir Ghoshal, Mr. Rathin Chakraborti and Mr. Rudranil Ghosh joined BJP today in New Delhi. I am sure their induction will further strengthen BJP’s fight for Sonar Bangla. pic.twitter.com/twXrHXWCbY
— Amit Shah (@AmitShah) January 30, 2021
আরও পড়ুন :- তৃণমূল এজেন্সি দিয়ে চলছে, স্পষ্ট পার্থসারথি
এরপরই শনিবার দিল্লিতে নিজের বাসভবনে এই নেতাদের ডেকে পাঠান অমিত শাহ ৷ ব্যবস্থা করা হয় বিশেষ বিমানের ৷ শনিবার, বিকালে সেই বিশেষ বিমানেই দিল্লি উড়ে যান রাজীব, বৈশালী, প্রবীর, রথীন ও পার্থসারথি ৷ তবে কোনও কারণ বশত ওই বিমান ধরতে পারেননি অভিনেতা রুদ্রনীল ঘোষ ৷ পরের বিমানে দিল্লি পৌঁছান তিনি ৷
-
Starting a new journey for a better Bengal pic.twitter.com/ft2Ch7F4O3
— Rajib Banerjee (@RajibBaitc) January 30, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Starting a new journey for a better Bengal pic.twitter.com/ft2Ch7F4O3
— Rajib Banerjee (@RajibBaitc) January 30, 2021Starting a new journey for a better Bengal pic.twitter.com/ft2Ch7F4O3
— Rajib Banerjee (@RajibBaitc) January 30, 2021
আরও পড়ুন :অনেক খেটে নেত্রী দলটা তৈরি করেছিলেন, অকপট বৈশালী
দিল্লি পৌঁছে, পশ্চিমবঙ্গের বিজেপি পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়, ও বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়ের সঙ্গে অমিত শাহের দিল্লির বাসভবনে যান রাজীব সহ বাকিরা ৷ সেখানেই সংক্ষিপ্ত বৈঠকের পর অমিত শাহ তাঁদের গেরুয়া উত্তরীয় পরিয়ে বরণ করে নেন ৷