জয়পুর, 14 জুলাই : রাজস্থানের উপমুখ্যমন্ত্রীর পদ থেকে সরানো হল সচিন পাইলটকে ৷ পাশাপাশি তাঁকে রাজস্থানের প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকেও সরিয়ে দেওয়া হয়েছে ৷ আজ একথা জানালেন কংগ্রেসের অন্যতম মুখপাত্র রণদীপ সিং সূরয়েওয়াল ৷ গতকাল রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের বাড়িতে বিধায়কদের নিয়ে বৈঠকে এই প্রস্তাব দেওয়া হয়েছিল ৷ আজ ফের দাবি উঠলে তাতে সিলমোহর পড়ে ৷ এই বিষয়ে বিদ্রোহীদের নোটিস পাঠাবে দল ৷ কে সি বেণুগোপাল তাঁদের নোটিস পাঠাবেন ৷
আজ সকালে জয়পুরের ফেয়ারমন্ট হোটেলে কংগ্রেসের পরিষদীয় দলের বৈঠক হয় ৷ মুখ্যমন্ত্রী অশোক গেহলট ও তাঁর অনুগামী বিধায়করা বৈঠকে উপস্থিত হন ৷ সচিনকে মন্ত্রী ও প্রদেশ কংগ্রেসের অধ্যক্ষের পদ থেকে সরানোর প্রস্তাবে হাত তুলে সমর্থন জানান 102 জন বিধায়ক ৷ আগের বৈঠকগুলির মতো আজও কংগ্রেস পরিষদীয় দলের বৈঠকে যোগ দেননি সচিন ৷ কংগ্রেস নেতা রাহুল গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধি ও আহমেদ প্যাটেল, পি চিদাম্বরম এবং কে সি বেণুগোপাল সচিনের সঙ্গে কথা বলার চেষ্টা করেন ৷ কিন্তু তাঁরা তাঁকে রাজি করাতে পারেননি ৷ আজ সোশাল মিডিয়ায় সচিনের অনুগামী বিধায়কদের কয়েকজন কংগ্রেসের সঙ্গে থাকার কথা জানান ৷
কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সূরজেওয়াল সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, ‘‘মানুষের নির্বাচিত সরকারকে ফেলে দেওয়ার ষড়যন্ত্র করেছেন সচিন পাইলট ও বিদ্রোহী বিধায়করা ৷ তাঁদের সেই চেষ্টা সফল হতে দেওয়া যায় না ৷’’ সচিনের পাশাপাশি বিশ্বেন্দ্র সিং ও রমেশ মিনাকে মন্ত্রী পদ থেকে বরখাস্ত করা হয় ৷ বিশ্বেন্দ্র ছিলেন পর্যটনমন্ত্রী এবং রমেশ ছিলেন খাদ্যমন্ত্রী ৷ সচিনের জায়গায় গোবিন্দ সিং দোতাসরাকে প্রদেশ কংগ্রেস সভাপতি ঘোষণা করা হয় ৷
রাজস্থানে কংগ্রেসের দ্বিতীয় সর্বোচ্চ নেতা ৷ তার উপর তিনি উপমুখ্যমন্ত্রী ৷ সেই সচিন পাইলট প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করায় রাজস্থানে রাজনৈতিক সংকটে পড়ে কংগ্রেস ৷ কংগ্রেস শীর্ষ নেতৃত্ব বারবার কথা বলছেন সচিনের সঙ্গে ৷ রাগ ভাঙিয়ে তাঁকে দলীয় কার্যকলাপে নিযুক্ত করতে চেষ্টার ত্রুটি রাখছেন না হাইকম্যান্ড থেকে বর্ষীয়ান নেতারা ৷ কিন্তু গোঁ ধরেছেন সচিন ৷ তাই তো আজ জয়পুরের ফেয়ারমন্ট হোটেলে কংগ্রেসের পরিষদীয় দলের বৈঠকে তিনি যোগ দেননি ৷ গতকাল মুখ্যমন্ত্রী অশোক গেহলটের বাড়িতে বিধায়কদের নিয়ে বৈঠকেও যোগ দেননি ‘অভিমানী’ সচিন ও তাঁর সমর্থক বিধায়করা ৷