ETV Bharat / bharat

কালকা মেলের নাম বদলে হচ্ছে নেতাজি এক্সপ্রেস

author img

By

Published : Jan 20, 2021, 12:27 PM IST

Updated : Jan 20, 2021, 2:04 PM IST

কলকাতা থেকে হরিয়ানা পর্যন্ত চলা বহু পুরনো ট্রেন হাওড়া-কালকা মেল ৷ তথ্য় অনুযায়ী, 1941 সালে অন্তর্ধানের পর নেতাজি বিহারের গোমোহ থেকে কালকা মেলে চড়েছিলেন ৷ সেই কারণেই 23 জানুয়ারি তাঁর জন্মজয়ন্তীতে হাওড়া-কালকা মেলের নাম পরিবর্তন করে নেতাজি এক্সপ্রেস করার সিদ্ধান্ত নিয়েছে রেল মন্ত্রক ৷

railways-renames-howrah-kalka-mail-as-netaji-express
‘হাওড়া-কালকা মেলে’র নাম বদলে ‘নেতাজি এক্সপ্রেস’, ঘোষণা করল রেলমন্ত্রক

দিল্লি, 20 জানুয়ারি : 125 তম জন্মজয়ন্তীতে নেতাজি সুভাষচন্দ্র বসুকে বিশেষ শ্রদ্ধা রেল মন্ত্রকের ৷ কালকা মেলের নাম পরিবর্তন করে তা নেতাজি এক্সপ্রেস করার কথা ঘোষণা করল ভারতীয় রেল ৷ আজ টুইট করে একথা জানান রেলমন্ত্রী পীযূষ গোয়েল ৷ তিনি টুইট করে বলেন, ‘‘নেতাজির পরাক্রমে ভারতের স্বাধীনতা ও উন্নয়ন এক্সপ্রেস গতি পেয়েছিল ৷ ‘নেতাজি এক্সপ্রেস’-এর ঘোষণার মধ্য়ে দিয়ে তাঁর জন্মদিন উদযাপন করতে গিয়ে আমি রোমাঞ্চ অনুভব করছি ৷’’

কলকাতা থেকে হরিয়ানা পর্যন্ত চলা বহু পুরানো ট্রেন হাওড়া-কালকা মেল ৷ তথ্য় অনুযায়ী, 1941 সালে অন্তর্ধানের পর নেতাজি বিহারের গোমোহ থেকে কালকা মেলে চড়েছিলেন ৷ সেই কারণেই 23 জানুয়ারি তাঁর জন্মজয়ন্তীতে হাওড়া-কালকা মেলের নাম পরিবর্তন করে নেতাজি এক্সপ্রেস করার সিদ্ধান্ত নিয়ে রেলমন্ত্রক ৷ সম্প্রতি কেন্দ্রীয় সরকার নেতাজির জন্মদিনকে ‘পরাক্রম দিবস’ হিসেবে পালন করা হবে বলে ঘোষণা করেছে ৷

আরও পড়ুন : নেতাজি জন্মজয়ন্তী পালনে 23 জানুয়ারি কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী

গত বছরের 21 ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছিলেন, নেতাজি সুভাষচন্দ্র বসুর 125 তম জন্মদিনকে স্মরণীয় করে রাখা হবে ৷ সেই মতো কেন্দ্রের তরফে নেতাজির জন্মদিনকে ‘পরাক্রম দিবস’ হিসেবে ঘোষণা করেছে কেন্দ্র ৷ এমনকী প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন একটি কমিটি ওইদিন এক অনুষ্ঠানের আয়োজন করেছে ৷ সেই কমিটিই অনুষ্ঠানটির পরিচালনার দায়িত্বে থাকবে ৷ তবে, কেন্দ্রের এই উদ্য়োগকে রাজনৈতিক পদক্ষেপ হিসেবেই দেখছে বিরোধী শিবির ৷ আর কয়েকমাস পরেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন ৷ যেখানে তৃণমূল ও বিজেপি দুই যুযুধান প্রতিপক্ষ ৷ আর তাই ভোটের আগে বাংলার আবেগকে কাজে লাগাতেই কেন্দ্রের বিজেপি সরকার এই পদক্ষেপ নিয়েছে বলে বিরোধীদের অভিযোগ ৷

দিল্লি, 20 জানুয়ারি : 125 তম জন্মজয়ন্তীতে নেতাজি সুভাষচন্দ্র বসুকে বিশেষ শ্রদ্ধা রেল মন্ত্রকের ৷ কালকা মেলের নাম পরিবর্তন করে তা নেতাজি এক্সপ্রেস করার কথা ঘোষণা করল ভারতীয় রেল ৷ আজ টুইট করে একথা জানান রেলমন্ত্রী পীযূষ গোয়েল ৷ তিনি টুইট করে বলেন, ‘‘নেতাজির পরাক্রমে ভারতের স্বাধীনতা ও উন্নয়ন এক্সপ্রেস গতি পেয়েছিল ৷ ‘নেতাজি এক্সপ্রেস’-এর ঘোষণার মধ্য়ে দিয়ে তাঁর জন্মদিন উদযাপন করতে গিয়ে আমি রোমাঞ্চ অনুভব করছি ৷’’

কলকাতা থেকে হরিয়ানা পর্যন্ত চলা বহু পুরানো ট্রেন হাওড়া-কালকা মেল ৷ তথ্য় অনুযায়ী, 1941 সালে অন্তর্ধানের পর নেতাজি বিহারের গোমোহ থেকে কালকা মেলে চড়েছিলেন ৷ সেই কারণেই 23 জানুয়ারি তাঁর জন্মজয়ন্তীতে হাওড়া-কালকা মেলের নাম পরিবর্তন করে নেতাজি এক্সপ্রেস করার সিদ্ধান্ত নিয়ে রেলমন্ত্রক ৷ সম্প্রতি কেন্দ্রীয় সরকার নেতাজির জন্মদিনকে ‘পরাক্রম দিবস’ হিসেবে পালন করা হবে বলে ঘোষণা করেছে ৷

আরও পড়ুন : নেতাজি জন্মজয়ন্তী পালনে 23 জানুয়ারি কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী

গত বছরের 21 ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছিলেন, নেতাজি সুভাষচন্দ্র বসুর 125 তম জন্মদিনকে স্মরণীয় করে রাখা হবে ৷ সেই মতো কেন্দ্রের তরফে নেতাজির জন্মদিনকে ‘পরাক্রম দিবস’ হিসেবে ঘোষণা করেছে কেন্দ্র ৷ এমনকী প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন একটি কমিটি ওইদিন এক অনুষ্ঠানের আয়োজন করেছে ৷ সেই কমিটিই অনুষ্ঠানটির পরিচালনার দায়িত্বে থাকবে ৷ তবে, কেন্দ্রের এই উদ্য়োগকে রাজনৈতিক পদক্ষেপ হিসেবেই দেখছে বিরোধী শিবির ৷ আর কয়েকমাস পরেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন ৷ যেখানে তৃণমূল ও বিজেপি দুই যুযুধান প্রতিপক্ষ ৷ আর তাই ভোটের আগে বাংলার আবেগকে কাজে লাগাতেই কেন্দ্রের বিজেপি সরকার এই পদক্ষেপ নিয়েছে বলে বিরোধীদের অভিযোগ ৷

Last Updated : Jan 20, 2021, 2:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.