ETV Bharat / bharat

টিকিট বিক্রি করা হচ্ছে না, দাবি রেল মন্ত্রকের - sonia gandhi attacks central government over migrant workers travel

রেলমন্ত্রকের তরফে জানানো হয়, টিকিট বিক্রি করা হচ্ছে না । রেলওয়ে ন্যূনতম ভাড়া নিচ্ছে সংশ্লিষ্ট রাজ্য সরকারের কাছ থেকে । যা পুরো ভাড়ার মাত্র 15 শতাংশ ।

ছবি
ছবি
author img

By

Published : May 4, 2020, 12:46 PM IST

Updated : May 4, 2020, 1:56 PM IST

দিল্লি, 4 মে : ট্রেনের টিকিটের জন্য টাকা দিতে হচ্ছে ভিন রাজ্যে আটকে পড়া শ্রমিকদের । এমনই দাবি করেছিল কংগ্রেস । সেই দাবি উড়িয়ে দিয়ে রেল মন্ত্রকের তরফে জানানো হয়, কোনওরকম টিকিট বিক্রি করা হচ্ছে না । রেলওয়ে ন্যূনতম ভাড়া নিচ্ছে সংশ্লিষ্ট রাজ্য সরকারের কাছ থেকে । যা পুরো ভাড়ার মাত্র 15 শতাংশ ।

রেলমন্ত্রকের তরফে আরও জানানো হয়, সমস্ত প্রাথমিক স্বাস্থ্য বিধি মেনে, সামাজিক দূরত্ব বজায় রেখে ভারতীয় রেলের তরফে শ্রমিক স্পেশাল ট্রেন চালানো হচ্ছে । গন্তব্য থেকে বন্ধ অবস্থায় প্রায় খালি ট্রেনই ফিরছে । রেলওয়ের তরফে শ্রমিকদের বিনামূল্যে খাবার ও জলের বোতল দেওয়া হচ্ছে ।

রেলমন্ত্রকের জনসংযোগ আধিকারিক জানান, যে রাজ্যগুলি শ্রমিকদের পাঠাচ্ছে, তারা টিকিটের খরচা বহনের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে । এক্ষেত্রে তারা যাত্রীদের কাছ থেকে টিকিটের দাম নিতে পারে । অথবা যে রাজ্যগুলিতে শ্রমিকদের পৌঁছানো হচ্ছে, তাদের সঙ্গে পারস্পরিক আলোচনার পর টিকিটের টাকা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে । অথবা কোনও তহবিল থেকেও এই টাকা সংগ্রহ করতে পারে । এটা সম্পূর্ণভাবে তাদের সিদ্ধান্তের উপর নির্ভর করছে ।

  • Railways is charging only standard fare for this class from State Governments which is just 15% of the total cost incurred by Railways. Railways is not selling any tickets to migrants and is only boarding passengers based on lists provided by States: Railway Ministry Sources https://t.co/TiPKcBBTHZ

    — ANI (@ANI) May 4, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গতকাল এক নির্দেশিকায় রেলমন্ত্রক জানায়, রাজ্য সরকারগুলি আটকে থাকা শ্রমিকদের হাতে টিকিট তুলে দেবে । এবং টিকিটের ভাড়া সংগ্রহ করে রেলওয়েকে পুরো টাকা তুলে দেবে । তার পরিপ্রেক্ষিতে আজ জনসংযোগ আধিকারিক জানান, নির্দেশিকা অনুযায়ী, যে রাজ্য শ্রমিকদের পাঠাচ্ছে তারা একত্রে রেলওয়েকে পুরো ভাড়া দেবে । টিকিট ছাড়া কেউই যেতে পারবেন না। তাই প্রত্যেক যাত্রীকে আমরা টিকিট দিচ্ছি ।

এবিষয়ে আজ সরব হয় কংগ্রেস । কেন্দ্রীয় সরকারকে কার্যত কটাক্ষ করে কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধি জানান, শ্রমিকদের বাড়ি ফেরার টাকা দেবেন তাঁরা । বলেন, "শ্রমিক শ্রেণি আমাদের দেশের অর্থনীতির পাঁজর । তাই কংগ্রেসের তরফে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে । দেশের প্রত্যেকটি প্রদেশ কংগ্রেস কমিটি সংশ্লিষ্ট রাজ্যে ফেরা দুস্থ শ্রমিকদের ট্রেনের টিকিটের খরচা দেবে । আর এভাবেই কংগ্রেস দেশের মানুষের পাশে থেকে সাহায্য করার চেষ্টা করবে ।"

দিল্লি, 4 মে : ট্রেনের টিকিটের জন্য টাকা দিতে হচ্ছে ভিন রাজ্যে আটকে পড়া শ্রমিকদের । এমনই দাবি করেছিল কংগ্রেস । সেই দাবি উড়িয়ে দিয়ে রেল মন্ত্রকের তরফে জানানো হয়, কোনওরকম টিকিট বিক্রি করা হচ্ছে না । রেলওয়ে ন্যূনতম ভাড়া নিচ্ছে সংশ্লিষ্ট রাজ্য সরকারের কাছ থেকে । যা পুরো ভাড়ার মাত্র 15 শতাংশ ।

রেলমন্ত্রকের তরফে আরও জানানো হয়, সমস্ত প্রাথমিক স্বাস্থ্য বিধি মেনে, সামাজিক দূরত্ব বজায় রেখে ভারতীয় রেলের তরফে শ্রমিক স্পেশাল ট্রেন চালানো হচ্ছে । গন্তব্য থেকে বন্ধ অবস্থায় প্রায় খালি ট্রেনই ফিরছে । রেলওয়ের তরফে শ্রমিকদের বিনামূল্যে খাবার ও জলের বোতল দেওয়া হচ্ছে ।

রেলমন্ত্রকের জনসংযোগ আধিকারিক জানান, যে রাজ্যগুলি শ্রমিকদের পাঠাচ্ছে, তারা টিকিটের খরচা বহনের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে । এক্ষেত্রে তারা যাত্রীদের কাছ থেকে টিকিটের দাম নিতে পারে । অথবা যে রাজ্যগুলিতে শ্রমিকদের পৌঁছানো হচ্ছে, তাদের সঙ্গে পারস্পরিক আলোচনার পর টিকিটের টাকা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে । অথবা কোনও তহবিল থেকেও এই টাকা সংগ্রহ করতে পারে । এটা সম্পূর্ণভাবে তাদের সিদ্ধান্তের উপর নির্ভর করছে ।

  • Railways is charging only standard fare for this class from State Governments which is just 15% of the total cost incurred by Railways. Railways is not selling any tickets to migrants and is only boarding passengers based on lists provided by States: Railway Ministry Sources https://t.co/TiPKcBBTHZ

    — ANI (@ANI) May 4, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গতকাল এক নির্দেশিকায় রেলমন্ত্রক জানায়, রাজ্য সরকারগুলি আটকে থাকা শ্রমিকদের হাতে টিকিট তুলে দেবে । এবং টিকিটের ভাড়া সংগ্রহ করে রেলওয়েকে পুরো টাকা তুলে দেবে । তার পরিপ্রেক্ষিতে আজ জনসংযোগ আধিকারিক জানান, নির্দেশিকা অনুযায়ী, যে রাজ্য শ্রমিকদের পাঠাচ্ছে তারা একত্রে রেলওয়েকে পুরো ভাড়া দেবে । টিকিট ছাড়া কেউই যেতে পারবেন না। তাই প্রত্যেক যাত্রীকে আমরা টিকিট দিচ্ছি ।

এবিষয়ে আজ সরব হয় কংগ্রেস । কেন্দ্রীয় সরকারকে কার্যত কটাক্ষ করে কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধি জানান, শ্রমিকদের বাড়ি ফেরার টাকা দেবেন তাঁরা । বলেন, "শ্রমিক শ্রেণি আমাদের দেশের অর্থনীতির পাঁজর । তাই কংগ্রেসের তরফে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে । দেশের প্রত্যেকটি প্রদেশ কংগ্রেস কমিটি সংশ্লিষ্ট রাজ্যে ফেরা দুস্থ শ্রমিকদের ট্রেনের টিকিটের খরচা দেবে । আর এভাবেই কংগ্রেস দেশের মানুষের পাশে থেকে সাহায্য করার চেষ্টা করবে ।"

Last Updated : May 4, 2020, 1:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.