ETV Bharat / bharat

কোরোনায় আক্রান্ত আধিকারিক, 2 দিন বন্ধ রেলভবন

author img

By

Published : May 26, 2020, 9:45 AM IST

এই নিয়ে রেলভবনের পাঁচজনের শরীরে কোরোনার সংক্রমণ মিলল । স্যানিটাইজ়েশনের জন্য আগামী দু'দিন রেলভবন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

ছবি
ছবি

দিল্লি, 26 মে : রেলমন্ত্রকের সদর দপ্তর রেলভবনে ফের কোরোনায় আক্রান্ত একজন । যার জেরে আজ ও কাল দু'দিনের জন্য বন্ধ থাকছে রেলভবন। গতকাল এক নির্দেশিকায় রেলভবন বন্ধ রাখার বিষয়টি জানানো হয়। এনিয়ে দু'সপ্তাহে রেলভবনের পাঁচজন কর্মী কোরোনায় আক্রান্ত হলেন ।

গতকাল নির্দেশিকায় রেলবোর্ড জানায়, "রেলবোর্ডের কয়েকজন কর্মীর সম্প্রতি কোরোনা সংক্রমণ ধরা পড়েছে । সেই কারণে আপাতত 26 এবং 27 তারিখ রেলভবনের সমস্ত অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এই দু'দিন অফিস স্যানিটাইজ় করা হবে ।" এছাড়াও নির্দেশিকায় জানানো হয়, রেলভবনের চতুর্থ তলার অফিসগুলি 29 তারিখ অর্থাৎ শুক্রবার পর্যন্ত বন্ধ থাকবে ।

প্রথমে 13 তারিখে এক আধিকারিকের কোরোনা পজ়িটিভ ধরা পড়ায় রেলভবন দু'দিন বন্ধ রেখে স্যানিটাইজ় করা হয় । তারপর একসপ্তাহের মধ্যে পর পর আরও তিন কর্মী কোরোনায় আক্রান্ত হন । রবিবার এক আধিকারিকের শরীরে কোরোনা সংক্রমণ মেলে । তাঁর সংস্পর্শে আসা 14 জনকে হোম কোয়ারানটিনে পাঠানো হয় । আরও এক আক্রান্তের খোঁজ মেলায় আবারও রেল ভবনের সমস্ত অফিস দু'দিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় রেলবোর্ড ।

দিল্লি, 26 মে : রেলমন্ত্রকের সদর দপ্তর রেলভবনে ফের কোরোনায় আক্রান্ত একজন । যার জেরে আজ ও কাল দু'দিনের জন্য বন্ধ থাকছে রেলভবন। গতকাল এক নির্দেশিকায় রেলভবন বন্ধ রাখার বিষয়টি জানানো হয়। এনিয়ে দু'সপ্তাহে রেলভবনের পাঁচজন কর্মী কোরোনায় আক্রান্ত হলেন ।

গতকাল নির্দেশিকায় রেলবোর্ড জানায়, "রেলবোর্ডের কয়েকজন কর্মীর সম্প্রতি কোরোনা সংক্রমণ ধরা পড়েছে । সেই কারণে আপাতত 26 এবং 27 তারিখ রেলভবনের সমস্ত অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এই দু'দিন অফিস স্যানিটাইজ় করা হবে ।" এছাড়াও নির্দেশিকায় জানানো হয়, রেলভবনের চতুর্থ তলার অফিসগুলি 29 তারিখ অর্থাৎ শুক্রবার পর্যন্ত বন্ধ থাকবে ।

প্রথমে 13 তারিখে এক আধিকারিকের কোরোনা পজ়িটিভ ধরা পড়ায় রেলভবন দু'দিন বন্ধ রেখে স্যানিটাইজ় করা হয় । তারপর একসপ্তাহের মধ্যে পর পর আরও তিন কর্মী কোরোনায় আক্রান্ত হন । রবিবার এক আধিকারিকের শরীরে কোরোনা সংক্রমণ মেলে । তাঁর সংস্পর্শে আসা 14 জনকে হোম কোয়ারানটিনে পাঠানো হয় । আরও এক আক্রান্তের খোঁজ মেলায় আবারও রেল ভবনের সমস্ত অফিস দু'দিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় রেলবোর্ড ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.