ETV Bharat / bharat

লোকসভা সচিবালয়ের লিস্টে রাহুলের বাড়ি খালি বাংলো ! - MP

লোকসভার সচিবালয়ের খালি বাংলোর তালিকায় উঠে এল 12 তুঘলক লেন । যার মালিক কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি ।

রাহুল গান্ধি- ফাইল ছবি
author img

By

Published : Jun 10, 2019, 10:37 PM IST

দিল্লি, 10 জুন : সদস্য থাকা সত্ত্বেও লোকসভার সচিবালয়ের খালি বাংলোর তালিকায় উঠে এল 12 তুঘলক লেন । আক্ষরিক অর্থে যা কংগ্রেস সভাপতি রাহুল গান্ধির বাসভবন । আজ লোকসভা সচিবালয়ের তরফে সদ্য নির্বাচিত সাংসদের থাকার জন্য খালি বাংলোর তালিকা প্রকাশ করা হয় ।

জানা গেছে, বর্তমানে রাহুলের বাসভবনের ক্যাটেগরি 'টাইপ-8' । সরকারি বাংলোগুলোর মধ্যে অন্যতম । 2004 সালে আমেথি কেন্দ্র থেকে জয়লাভ করেন রাহুল । তারপর থেকে 12 তুঘলক লেনই কংগ্রেস সভাপতির ঠিকানা ।

লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছে BJP । 303-র আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা দখল করেছে । নিন্দুকেরা বলছেন, কংগ্রেস সভাপতিকে সমূলে উৎখাত করতেই লোকসভা সচিবালয়ের প্রকাশিত তালিকায় রাহুলের বাংলো !

কংগ্রেস সভাপতি এবার আমেথি কেন্দ্র থেকে জয়লাভ করতে না পারলেও কেরালার ওয়ানাড কেন্দ্র নিজের দখলে রেখেছেন । সূত্রের খবর, এখনও পর্যন্ত কংগ্রেসের পক্ষ থেকে এই নির্দেশিকা প্রসঙ্গে কোনও মন্তব্য করা হয়নি ।

নিয়ম অনুযায়ী, লোকসভা নির্বাচনে জয়ী সাংসদের থাকার জন্য খালি বাংলো বা ফ্ল্যাটের একটি তালিকা তৈরি করা হয় । এই তালিকায় থাকা বাংলো বা ফ্ল্যাটগুলো জয়ী সাংসদরা নিজেদের পছন্দ অনুযায়ী নির্বাচন করতে পারেন । এখনও পর্যন্ত 517টি ফ্ল্যাট ও বাংলো লোকসভা সচিবালয়ের তালিকাভুক্ত করা হয়েছে ।

দিল্লি, 10 জুন : সদস্য থাকা সত্ত্বেও লোকসভার সচিবালয়ের খালি বাংলোর তালিকায় উঠে এল 12 তুঘলক লেন । আক্ষরিক অর্থে যা কংগ্রেস সভাপতি রাহুল গান্ধির বাসভবন । আজ লোকসভা সচিবালয়ের তরফে সদ্য নির্বাচিত সাংসদের থাকার জন্য খালি বাংলোর তালিকা প্রকাশ করা হয় ।

জানা গেছে, বর্তমানে রাহুলের বাসভবনের ক্যাটেগরি 'টাইপ-8' । সরকারি বাংলোগুলোর মধ্যে অন্যতম । 2004 সালে আমেথি কেন্দ্র থেকে জয়লাভ করেন রাহুল । তারপর থেকে 12 তুঘলক লেনই কংগ্রেস সভাপতির ঠিকানা ।

লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছে BJP । 303-র আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা দখল করেছে । নিন্দুকেরা বলছেন, কংগ্রেস সভাপতিকে সমূলে উৎখাত করতেই লোকসভা সচিবালয়ের প্রকাশিত তালিকায় রাহুলের বাংলো !

কংগ্রেস সভাপতি এবার আমেথি কেন্দ্র থেকে জয়লাভ করতে না পারলেও কেরালার ওয়ানাড কেন্দ্র নিজের দখলে রেখেছেন । সূত্রের খবর, এখনও পর্যন্ত কংগ্রেসের পক্ষ থেকে এই নির্দেশিকা প্রসঙ্গে কোনও মন্তব্য করা হয়নি ।

নিয়ম অনুযায়ী, লোকসভা নির্বাচনে জয়ী সাংসদের থাকার জন্য খালি বাংলো বা ফ্ল্যাটের একটি তালিকা তৈরি করা হয় । এই তালিকায় থাকা বাংলো বা ফ্ল্যাটগুলো জয়ী সাংসদরা নিজেদের পছন্দ অনুযায়ী নির্বাচন করতে পারেন । এখনও পর্যন্ত 517টি ফ্ল্যাট ও বাংলো লোকসভা সচিবালয়ের তালিকাভুক্ত করা হয়েছে ।

Ahmedabad (Gujarat), Apr 29 (ANI): Intense heat wave has hit parts of Gujarat. 'Orange Alert' has been issued by health department. Not only humans but animals have also been facing the wrath of sun. Charitable trusts have come up to help animals and birds to beat the heat. ORS water is being given to birds as treatment. The temperature is expected to hit as high as 44 degree Celsius in coming days in parts of Gujarat.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.