ETV Bharat / bharat

ফেসবুক, হোয়াটসঅ্যাপের কার্যক্রমের তদন্তের দাবি রাহুলের - রাহুল গান্ধির টুইট

টুইটে রাহুল গান্ধি লেখেন, 'কোনও বিদেশি সংস্থাকে দেশের বিষয়ে হস্তক্ষেপ করতে দেওয়া যাবে না। এদের কার্যক্রমের তদন্ত করতেই হবে। দোষী সাব্যস্ত হলে শাস্তির ব্যবস্থা করতে হবে'।

Rahul Gandhi
Rahul Gandhi
author img

By

Published : Sep 1, 2020, 3:28 PM IST

Updated : Sep 1, 2020, 4:03 PM IST

দিল্লি, 1 সেপ্টেম্বর : এবার সরাসরি ফেসবুক-হোয়াটসঅ্যাপের কার্যক্রমের তদন্তের দাবি তুললেন রাহুল গান্ধি । মঙ্গলবার তিনি বলেন, দেশের অভ্যন্তরীণ বিষয়ে কাউকে হস্তক্ষেপ করতে দেওয়া যাবে না। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলিতে প্রকাশ্য হচ্ছে ভারতের গণতন্ত্র এবং সামাজিক সম্প্রীতির উপর ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের নির্লজ্জ ছড়ি ঘোরানো।

আজ একটি মিডিয়া রিপোর্টের কাটিং-সহ টুইট করেন রাহুল । লেখেন, "আন্তর্জাতিক গণমাধ্যমগুলি ভারতের গণতন্ত্র ও সামাজিক সম্প্রীতির উপর ফেসবুক ও হোয়াটসঅ্যাপের ছড়ি ঘোরানোকে প্রকাশ্যে এনেছে। কোনও বিদেশি সংস্থাকে আমাদের দেশের বিষয়ে হস্তক্ষেপ করতে দেওয়া যাবে না। এদের কার্যক্রমের তদন্ত করতেই হবে। দোষী সাব্যস্ত হলে শাস্তির ব্যবস্থা করতে হবে। "

  • International media have fully exposed Facebook’s & WhatsApp's brazen assault on India's democracy & social harmony.

    No one, let alone a foreign company, can be allowed to interfere in our nation's affairs.

    They must be investigated immediately & when found guilty, punished. pic.twitter.com/5tRw797L2y

    — Rahul Gandhi (@RahulGandhi) September 1, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এর আগে কংগ্রেস নেতা BJP-র হোয়াটসঅ্যাপের উপর নিয়ন্ত্রণ রয়েছে বলে অভিযোগ করেছিলেন। তাঁর কথায়, 40 কোটি ভারতীয় হোয়াটসঅ্যাপ ব্যবহার করে। বর্তমানে এই প্লাটফর্মটি (হোয়াটসঅ্যাপ) তাদের পেমেন্ট সার্ভিস চালু করা জন্য কেন্দ্রীয় সরকারের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এই পরিস্থিতিতে হোয়াটসঅ্যাপের উপর BJP-র নিয়ন্ত্রণ রয়েছে।

দিল্লি, 1 সেপ্টেম্বর : এবার সরাসরি ফেসবুক-হোয়াটসঅ্যাপের কার্যক্রমের তদন্তের দাবি তুললেন রাহুল গান্ধি । মঙ্গলবার তিনি বলেন, দেশের অভ্যন্তরীণ বিষয়ে কাউকে হস্তক্ষেপ করতে দেওয়া যাবে না। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলিতে প্রকাশ্য হচ্ছে ভারতের গণতন্ত্র এবং সামাজিক সম্প্রীতির উপর ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের নির্লজ্জ ছড়ি ঘোরানো।

আজ একটি মিডিয়া রিপোর্টের কাটিং-সহ টুইট করেন রাহুল । লেখেন, "আন্তর্জাতিক গণমাধ্যমগুলি ভারতের গণতন্ত্র ও সামাজিক সম্প্রীতির উপর ফেসবুক ও হোয়াটসঅ্যাপের ছড়ি ঘোরানোকে প্রকাশ্যে এনেছে। কোনও বিদেশি সংস্থাকে আমাদের দেশের বিষয়ে হস্তক্ষেপ করতে দেওয়া যাবে না। এদের কার্যক্রমের তদন্ত করতেই হবে। দোষী সাব্যস্ত হলে শাস্তির ব্যবস্থা করতে হবে। "

  • International media have fully exposed Facebook’s & WhatsApp's brazen assault on India's democracy & social harmony.

    No one, let alone a foreign company, can be allowed to interfere in our nation's affairs.

    They must be investigated immediately & when found guilty, punished. pic.twitter.com/5tRw797L2y

    — Rahul Gandhi (@RahulGandhi) September 1, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এর আগে কংগ্রেস নেতা BJP-র হোয়াটসঅ্যাপের উপর নিয়ন্ত্রণ রয়েছে বলে অভিযোগ করেছিলেন। তাঁর কথায়, 40 কোটি ভারতীয় হোয়াটসঅ্যাপ ব্যবহার করে। বর্তমানে এই প্লাটফর্মটি (হোয়াটসঅ্যাপ) তাদের পেমেন্ট সার্ভিস চালু করা জন্য কেন্দ্রীয় সরকারের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এই পরিস্থিতিতে হোয়াটসঅ্যাপের উপর BJP-র নিয়ন্ত্রণ রয়েছে।

Last Updated : Sep 1, 2020, 4:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.