ETV Bharat / bharat

চিনের পিছু হঠাতে প্রমাণ হয় ওরা অনুপ্রবেশ করেছিল, টুইট অধীরের

আজ অধীর চৌধুরি টুইট করেন, "ভারতীয় সেনার মতো হিমালয়ের অতিরিক্ত ঠান্ডা আবহাওয়া সহ্য করতে অভ্যস্ত না হওয়ায় চিনা সেনা পিছু হঠতে পারে ৷ তবে, এটা আবারও আমাদের যুক্তির সত্যতাই প্রমাণ করে যে, তারা আমাদের অঞ্চলে অনুপ্রবেশ করেছিল ৷"

অধীররঞ্জন চৌধুরি
অধীররঞ্জন চৌধুরি
author img

By

Published : Jul 7, 2020, 1:34 PM IST

কলকাতা, 7 জুলাই : চিনা সেনার পিছু হঠায় প্রমাণ হয়, আমাদের যুক্তিই সত্যি ৷ চিনা সেনা আমাদের অঞ্চলে অনুপ্রবেশ করেছিল ৷ আজ টুইটারে এই ভাষাতেই সুর চড়ালেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরি ৷ পাশাপাশি টুইটারে তিনি লেখেন, "ভারতীয় সেনার মতো হিমালয়ের অতিরিক্ত ঠান্ডা আবহাওয়া সহ্য করতে অভ্যস্ত না হওয়ায় চিনা সেনা পিছু হঠতে পারে ৷ তবে, এটা আবারও আমাদের যুক্তির সত্যতাই প্রমাণ করে যে, তারা আমাদের অঞ্চলে অনুপ্রবেশ করেছিল ৷"

  • Unlike Indian army, Chinese forces are not accustomed to withstand harsh & inhospitable glacial weather of Himalayan mountain which may trigger to an extent of retreat of Chinese army, that too again vindicates our arguments that huge intrusions occurred into our territory

    (1/2)

    — Adhir Chowdhury (@adhirrcinc) July 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তিনি আরও লেখেন, "ওরা অন্য অধিগৃহীত জায়গা ছেড়ে যাওয়ার চেষ্টা করতে পারে ৷ কিন্তু, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমরা এক ইঞ্চিও নড়ব না ৷"

  • They may try to leave other occupied strategic areas as a fait accompli. But we wo'nt budge an inch till the status quo ante is restored.
    (2/2)

    — Adhir Chowdhury (@adhirrcinc) July 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গতকালই পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকা থেকে দুই কিলোমিটার পিছনে সরেছে চিনা সেনা ৷ ভারতীয় সেনা সূত্রে খবর, কর্পস কমান্ডার স্তরে বৈঠকের পর তাঁবু, গাড়ি ও বাহিনী সরিয়ে নিয়েছে চিন ৷ তবে, গালওয়ান নদীর পার্শ্ববর্তী দুর্গম এলাকায় এখনও অস্ত্রবাহী গাড়ি মোতায়েন রেখেছে চিন ৷ ভারতীয় সেনা সেদিকে নজর রেখেছে ৷

15 জুন ভারত-চিন সংঘর্ষের পর প্রকৃত নিয়ন্ত্রণরেখাজুড়ে অস্থায়ী শিবির তৈরি করে চিনা সেনা ৷ জবাবে ভারতীয় সেনার তরফেও উপত্যকায় অস্থায়ী ছাউনি তৈরি করা হয় ৷ পরিস্থিতির সুরাহা করতে সম্প্রতি দুই দেশের সেনাবাহিনীর কমান্ডার স্তরে দফায় দফায় বৈঠক হয়েছে ৷ সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, গালওয়ান উপত্যকার সীমান্তরেখা থেকে দুই দেশের সেনাবাহিনীকে সরিয়ে নিয়ে যাওয়া হবে ৷ সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই গতকাল চিনের পিপলস লিবারেশন আর্মি সীমান্ত থেকে তাদের গাড়ি, তাঁবুসহ সেনাবাহিনী দুই কিমি পিছিয়ে নিয়ে গিয়েছে ৷ ভারতীয় সেনাবাহিনীর তরফে সরাসরি ঘটনাস্থান পর্যবেক্ষণ করা হয়েছে ৷

কলকাতা, 7 জুলাই : চিনা সেনার পিছু হঠায় প্রমাণ হয়, আমাদের যুক্তিই সত্যি ৷ চিনা সেনা আমাদের অঞ্চলে অনুপ্রবেশ করেছিল ৷ আজ টুইটারে এই ভাষাতেই সুর চড়ালেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরি ৷ পাশাপাশি টুইটারে তিনি লেখেন, "ভারতীয় সেনার মতো হিমালয়ের অতিরিক্ত ঠান্ডা আবহাওয়া সহ্য করতে অভ্যস্ত না হওয়ায় চিনা সেনা পিছু হঠতে পারে ৷ তবে, এটা আবারও আমাদের যুক্তির সত্যতাই প্রমাণ করে যে, তারা আমাদের অঞ্চলে অনুপ্রবেশ করেছিল ৷"

  • Unlike Indian army, Chinese forces are not accustomed to withstand harsh & inhospitable glacial weather of Himalayan mountain which may trigger to an extent of retreat of Chinese army, that too again vindicates our arguments that huge intrusions occurred into our territory

    (1/2)

    — Adhir Chowdhury (@adhirrcinc) July 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তিনি আরও লেখেন, "ওরা অন্য অধিগৃহীত জায়গা ছেড়ে যাওয়ার চেষ্টা করতে পারে ৷ কিন্তু, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমরা এক ইঞ্চিও নড়ব না ৷"

  • They may try to leave other occupied strategic areas as a fait accompli. But we wo'nt budge an inch till the status quo ante is restored.
    (2/2)

    — Adhir Chowdhury (@adhirrcinc) July 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গতকালই পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকা থেকে দুই কিলোমিটার পিছনে সরেছে চিনা সেনা ৷ ভারতীয় সেনা সূত্রে খবর, কর্পস কমান্ডার স্তরে বৈঠকের পর তাঁবু, গাড়ি ও বাহিনী সরিয়ে নিয়েছে চিন ৷ তবে, গালওয়ান নদীর পার্শ্ববর্তী দুর্গম এলাকায় এখনও অস্ত্রবাহী গাড়ি মোতায়েন রেখেছে চিন ৷ ভারতীয় সেনা সেদিকে নজর রেখেছে ৷

15 জুন ভারত-চিন সংঘর্ষের পর প্রকৃত নিয়ন্ত্রণরেখাজুড়ে অস্থায়ী শিবির তৈরি করে চিনা সেনা ৷ জবাবে ভারতীয় সেনার তরফেও উপত্যকায় অস্থায়ী ছাউনি তৈরি করা হয় ৷ পরিস্থিতির সুরাহা করতে সম্প্রতি দুই দেশের সেনাবাহিনীর কমান্ডার স্তরে দফায় দফায় বৈঠক হয়েছে ৷ সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, গালওয়ান উপত্যকার সীমান্তরেখা থেকে দুই দেশের সেনাবাহিনীকে সরিয়ে নিয়ে যাওয়া হবে ৷ সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই গতকাল চিনের পিপলস লিবারেশন আর্মি সীমান্ত থেকে তাদের গাড়ি, তাঁবুসহ সেনাবাহিনী দুই কিমি পিছিয়ে নিয়ে গিয়েছে ৷ ভারতীয় সেনাবাহিনীর তরফে সরাসরি ঘটনাস্থান পর্যবেক্ষণ করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.