দিল্লি , 29 সেপ্টেম্বর : কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত ৷ দেশজুড়ে জায়গায় জায়গায় চলছে বিক্ষোভ ৷ পঞ্জাবের অমৃতসরে চলছে রেল রোকো ৷ এই নিয়ে ছ'দিনে পড়ল রেল রোকো আন্দোলন ৷ গোয়ায় কংগ্রেসের তরফে রাজভবনের সামনে বিক্ষোভ দেখানো হয় ৷
আজ কিষাণ মজদুর সংঘর্ষ কমিটির তরফে পঞ্জাবের দেবীদাসপুরা রেললাইনে অবরোধ করা হয় । কালো জামা পরে কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভ দেখান কৃষকরা ৷ সরকার বিরোধী স্লোগানও তোলা হয় ৷ কমিটির জেনেরাল সেক্রেটারি বলেন, 1 অক্টোবর গণ আন্দোলনের কথা ঘোষণা করবেন তাঁরা ৷
এদিকে আজ কৃষকদের নিয়ে গোয়ায় রাজভবনের সামনে বিক্ষোভ দেখায় কংগ্রেস । একটি মিছিলও করে তারা ৷
রাজ্যসভায় কৃষি বিল পাশ হওয়ার পর থেকেই বিক্ষোভ দেখায় একাধিক বিরোধী দল । আন্দোলনে নামে একাধিক কৃষক সংগঠন । গতকাল দিল্লিতেও এই বিক্ষোভের আঁচ এসে পৌঁছায় । ইন্ডিয়া গেটের সামনে ট্রাক্টরে আগুন ধরিয়ে বিক্ষোভ দেখায় যুব কংগ্রেস ।