ETV Bharat / bharat

দিল্লির ট্র্যাক্টর মিছিলে মৃত কৃষকের বাড়ি যাচ্ছেন প্রিয়াঙ্কা - প্রিয়াঙ্কা গান্ধী বঢরা

26 জানুয়ারি দিল্লিতে ট্যাক্টর মিছিলে মৃত কৃষকের বাড়ি যাচ্ছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। তাঁর সঙ্গে উত্তরপ্রদেশের রামপুরে নভনীত সিং নামে ওই কৃষকের বাড়িতে যাচ্ছে বিক্ষোভকারী কৃষক সংগঠনের নেতারাও।

Priyanka to visit Rampur to condole farmer's death during R-Day rally
ট্র্যাক্টর মিছিলে মৃত কৃষকের বাড়ি যাচ্ছেন প্রিয়াঙ্কা
author img

By

Published : Feb 4, 2021, 9:42 AM IST

দিল্লি, 4 ফেব্রুয়ারি: সাধারণতন্ত্র দিবসে দিল্লিতে কিষান ট্র্যাক্টর মিছিলে দুর্ঘটনার কবলে পড়ে যে কৃষকের মৃত্যু হয়েছিল, তাঁর পরিবারের সঙ্গে আজ দেখা করতে যাচ্ছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। উত্তরপ্রদেশের রামপুরের প্রয়াত কৃষক নভনীত সিং-এর বাড়ি গিয়ে তাঁর পরিবারের সঙ্গে কথা বলবেন প্রিয়াঙ্কা।

নয়া তিন কৃষি আইন বাতিলের দাবিতে নভেম্বর মাস থেকে চলা বিক্ষোভে আগাগোড়াই কৃষকদের পাশে রয়েছে কংগ্রেস। সংসদেও বাজেট অধিবেশনের শুরু থেকেই কৃষক বিক্ষোভ নিয়ে কেন্দ্রের উপর চাপ বাড়িয়েছে কংগ্রেস-সহ সব বিরোধী দল। কৃষক বিক্ষোভ নিয়ে আন্তর্জাতিক তারকাদের উদ্বেগ প্রকাশকে হাতিয়ার করে নরেন্দ্র মোদি সরকারকে কোনঠাসা করার চেষ্টা চালিয়েছেন কংগ্রেস সাংসাদ রাহুল গান্ধী।

সাধারণতন্ত্র দিবসে দিল্লিতে কয়েকটি এলাকায় কৃষকদের ট্র্যাক্টর মিছিলের অনুমতি দেওয়া হয়েছিল। তবে পুলিশের ব্যারিকেড ভেঙে বিক্ষোভকারীদের একাংশ আইটিও এলাকায় ঢুকে পড়লে পুলিশের সঙ্গে তাঁদের খণ্ডযুদ্ধ বাঁধে। ব্যারিকেড ভেঙে এগোনোর সময় পুলিশকর্মী-বিক্ষোভকারীদের সংঘর্ষের মধ্য়ে পড়ে উলটে যায় নভনীত সিং-এর ট্র্যাক্টর। দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর। দিল্লি পুলিশ সিসিটিভির ফুটেজ প্রকাশ করে দেখিয়েছে যে, ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার সময়ই ট্র্যাক্টরটি উলটে যায়।

আরও পড়ুন: দেশের ভালো ভারতীয়দের বুঝতে দিন, রিহানাদের জবাব সচিনের

বৃহস্পতিবার প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে কৃষক সংগঠনের নেতারাও নভনীতের পরিবারের সঙ্গে দেখা করবেন। তবে ওই এলাকায় যাওয়ার জন্য তিনি পুলিশের অনুমতি নিয়েছেন কি না, তা এখনও স্পষ্ট নয়। স্বাভাবিকভাবেই প্রিয়াঙ্কার এই সফর ঘিরে রাজনৈতিক উত্তাপ চড়ছে।

দিল্লি, 4 ফেব্রুয়ারি: সাধারণতন্ত্র দিবসে দিল্লিতে কিষান ট্র্যাক্টর মিছিলে দুর্ঘটনার কবলে পড়ে যে কৃষকের মৃত্যু হয়েছিল, তাঁর পরিবারের সঙ্গে আজ দেখা করতে যাচ্ছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। উত্তরপ্রদেশের রামপুরের প্রয়াত কৃষক নভনীত সিং-এর বাড়ি গিয়ে তাঁর পরিবারের সঙ্গে কথা বলবেন প্রিয়াঙ্কা।

নয়া তিন কৃষি আইন বাতিলের দাবিতে নভেম্বর মাস থেকে চলা বিক্ষোভে আগাগোড়াই কৃষকদের পাশে রয়েছে কংগ্রেস। সংসদেও বাজেট অধিবেশনের শুরু থেকেই কৃষক বিক্ষোভ নিয়ে কেন্দ্রের উপর চাপ বাড়িয়েছে কংগ্রেস-সহ সব বিরোধী দল। কৃষক বিক্ষোভ নিয়ে আন্তর্জাতিক তারকাদের উদ্বেগ প্রকাশকে হাতিয়ার করে নরেন্দ্র মোদি সরকারকে কোনঠাসা করার চেষ্টা চালিয়েছেন কংগ্রেস সাংসাদ রাহুল গান্ধী।

সাধারণতন্ত্র দিবসে দিল্লিতে কয়েকটি এলাকায় কৃষকদের ট্র্যাক্টর মিছিলের অনুমতি দেওয়া হয়েছিল। তবে পুলিশের ব্যারিকেড ভেঙে বিক্ষোভকারীদের একাংশ আইটিও এলাকায় ঢুকে পড়লে পুলিশের সঙ্গে তাঁদের খণ্ডযুদ্ধ বাঁধে। ব্যারিকেড ভেঙে এগোনোর সময় পুলিশকর্মী-বিক্ষোভকারীদের সংঘর্ষের মধ্য়ে পড়ে উলটে যায় নভনীত সিং-এর ট্র্যাক্টর। দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর। দিল্লি পুলিশ সিসিটিভির ফুটেজ প্রকাশ করে দেখিয়েছে যে, ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার সময়ই ট্র্যাক্টরটি উলটে যায়।

আরও পড়ুন: দেশের ভালো ভারতীয়দের বুঝতে দিন, রিহানাদের জবাব সচিনের

বৃহস্পতিবার প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে কৃষক সংগঠনের নেতারাও নভনীতের পরিবারের সঙ্গে দেখা করবেন। তবে ওই এলাকায় যাওয়ার জন্য তিনি পুলিশের অনুমতি নিয়েছেন কি না, তা এখনও স্পষ্ট নয়। স্বাভাবিকভাবেই প্রিয়াঙ্কার এই সফর ঘিরে রাজনৈতিক উত্তাপ চড়ছে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.