ETV Bharat / bharat

অপহরণের ঘটনায় যোগী সরকারকে তীব্র কটাক্ষ প্রিয়াঙ্কার - উত্তরপ্রদেশ সরকারের আইন-শৃঙ্খলা নিয়ে কটাক্ষ করেন প্রিয়াঙ্কা গান্ধি

প্রিয়াঙ্কা গান্ধি উত্তরপ্রদেশ সরকারের আইন-শৃঙ্খলা নিয়ে বুধবার তীব্র কটাক্ষ করেন ।

Priyanka targets Yogi government over kidnapping case
Priyanka targets Yogi government over kidnapping case
author img

By

Published : Jul 15, 2020, 8:48 PM IST

দিল্লি, 15 জুলাই : অপহরণকারীকে কানপুর পুলিশ অপহৃত ব্যক্তির পরিবারকে মুক্তিপণ দেওয়ার বিতর্কে জড়িয়ে ছিল । ঘটনার পরিপ্রেক্ষিতে কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও সরকারি আইন শৃঙ্খলা পরিস্থিতিকে বুধবার তীব্র কটাক্ষ করেন ।

উত্তরপ্রদেশ কংগ্রেসের ভারপ্রাপ্ত নেতা প্রিয়াঙ্কা গান্ধি ফেসবুকে একটি পোস্ট করেন, কানপুরের কিছু দুষ্কৃতী এক যুবককে অপহরণ করে । তারপর যুবকের পরিবারের কাছে মুক্তিপণ চায় । অপহৃতর পরিবার বাড়ি এবং গহনা বিক্রি করে 30 লাখ টাকার ব্যবস্থা করে ।

তিনি অভিযোগ করেন, পুলিশের নির্দেশে ব্যাগ ভরতি টাকা অপহরণকারীদের হাতে তুলে দেয় পরিবার । অথচ পুলিশ অপহরণকারীদের গ্রেপ্তার করা অথবা অপহৃত যুবক উদ্ধার করার মতো কোনও পদক্ষেপ করেনি । এটি সেই কানপুর যেখানে এমন একটি বড় ঘটনা ঘটে গেল । উত্তরপ্রদেশের এমন আইন শৃঙ্খলা কেউ কল্পনাও করতে পারে না ।

অভিযোগ, অপহৃত যুবকের পরিবার 30 লাখ টাকা অপহরণকারীদের হাতে তুলে দেয় । সোমবার গুজয়িনীর রেলপথের নির্ধারিত স্থানে পুলিশের নির্দেশমতো টাকা দিয়ে আসে । সম্ভবত পুলিশ ওই স্থানে অপহরণকারীদের সাথে অপেক্ষা করছিল । অপহরণকারীরা টাকা-পয়সা নিয়ে পালিয়ে যায় । পুলিশ পরিকল্পনা ব্যর্থ হয় বলে জানায় ।

জানা গেছে, স্থানীয় প্যাথলজি ল্যাবে কর্মরত চমন সিংহের ছেলে সন্দীপকে গত ২২ জুন অপহরণ করা হয়েছিল । অপহরণকারীরা 30 লাখ টাকা মুক্তিপণ চেয়েছিল ।

এরপরে, চমন সিং বররা থানায় একটি FIR দায়ের করেন । পুলিশের নির্দেশমতো মুক্তিপণের টাকা অপহরণকারীদের হাতে তুলে দেন । চমন সিংয়ের মেয়ে পুলিশের কাছে সাহায্য চাইছে এমন একটি ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয় ।

দিল্লি, 15 জুলাই : অপহরণকারীকে কানপুর পুলিশ অপহৃত ব্যক্তির পরিবারকে মুক্তিপণ দেওয়ার বিতর্কে জড়িয়ে ছিল । ঘটনার পরিপ্রেক্ষিতে কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও সরকারি আইন শৃঙ্খলা পরিস্থিতিকে বুধবার তীব্র কটাক্ষ করেন ।

উত্তরপ্রদেশ কংগ্রেসের ভারপ্রাপ্ত নেতা প্রিয়াঙ্কা গান্ধি ফেসবুকে একটি পোস্ট করেন, কানপুরের কিছু দুষ্কৃতী এক যুবককে অপহরণ করে । তারপর যুবকের পরিবারের কাছে মুক্তিপণ চায় । অপহৃতর পরিবার বাড়ি এবং গহনা বিক্রি করে 30 লাখ টাকার ব্যবস্থা করে ।

তিনি অভিযোগ করেন, পুলিশের নির্দেশে ব্যাগ ভরতি টাকা অপহরণকারীদের হাতে তুলে দেয় পরিবার । অথচ পুলিশ অপহরণকারীদের গ্রেপ্তার করা অথবা অপহৃত যুবক উদ্ধার করার মতো কোনও পদক্ষেপ করেনি । এটি সেই কানপুর যেখানে এমন একটি বড় ঘটনা ঘটে গেল । উত্তরপ্রদেশের এমন আইন শৃঙ্খলা কেউ কল্পনাও করতে পারে না ।

অভিযোগ, অপহৃত যুবকের পরিবার 30 লাখ টাকা অপহরণকারীদের হাতে তুলে দেয় । সোমবার গুজয়িনীর রেলপথের নির্ধারিত স্থানে পুলিশের নির্দেশমতো টাকা দিয়ে আসে । সম্ভবত পুলিশ ওই স্থানে অপহরণকারীদের সাথে অপেক্ষা করছিল । অপহরণকারীরা টাকা-পয়সা নিয়ে পালিয়ে যায় । পুলিশ পরিকল্পনা ব্যর্থ হয় বলে জানায় ।

জানা গেছে, স্থানীয় প্যাথলজি ল্যাবে কর্মরত চমন সিংহের ছেলে সন্দীপকে গত ২২ জুন অপহরণ করা হয়েছিল । অপহরণকারীরা 30 লাখ টাকা মুক্তিপণ চেয়েছিল ।

এরপরে, চমন সিং বররা থানায় একটি FIR দায়ের করেন । পুলিশের নির্দেশমতো মুক্তিপণের টাকা অপহরণকারীদের হাতে তুলে দেন । চমন সিংয়ের মেয়ে পুলিশের কাছে সাহায্য চাইছে এমন একটি ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.