ETV Bharat / bharat

বারাণসী নিয়ে মোদি-যোগীকে কটাক্ষ প্রিয়াঙ্কার - যোগী আদিত্যনাথ

প্রধানমন্ত্রীর কেন্দ্র বারাণসীতে সাধারণ মানুষ বাড়ি-গয়না বেচে খাবার জোগাড় করছে । এই নিয়ে প্রধানমন্ত্রী ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন প্রিয়াঙ্কা ।

Priyanka gandhi slams modi in tweet
মোদি ও যোগীকে কটাক্ষ প্রিয়াঙ্কার
author img

By

Published : Jul 1, 2020, 4:54 PM IST

দিল্লি, 1 জুলাই : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিএবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে একহাত নিলেন প্রিয়াঙ্কা গান্ধি। তিনি আজ বলেন, “প্রধানমন্ত্রীনিজের কেন্দ্র বারাণসী লকডাউনের জেরে সংকটে রয়েছে । সেখানকার জন্য বিশেষ আর্থিকপ্যাকেজ প্রয়োজন । আত্মপ্রচার নয় ।

কংগ্রেসেরসাধারণ সম্পাদক টুইটে লেখেন, “শ্রমিকরা নিজেদের বাড়ি ও গয়না বেচে জীবন ধারণ করতে বাধ্যহচ্ছে । উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী মাঝারি ও ছোট শিল্পে কয়েকলাখ কর্মসংস্থানের দাবি করেছেন । কিন্তু প্রধানমন্ত্রীর নিজের কেন্দ্র বারাণসীতেমানুষ গয়না ও বাড়ি বেচে অন্নের সংস্থান করতে বাধ্য হচ্ছেন ।এ প্রসঙ্গে একটি সংবাদ মাধ্যমের লিঙ্কপোস্ট করেন প্রিয়াঙ্কা । তিনি আরও বলেন, “লকডাউনের সময় বহু শ্রমিক কর্মহীনহয়েছেন । ছোট ব্যবসায়ী ও শিল্পীদের অবস্থা করুণ । এই পরিস্থিতি থেকে ঘুরেদাঁড়াতে গেলে ওই সমস্ত মানুষের আর্থিক সহায়তা প্রয়োজন । প্রচার নয় ।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীযোগী আদিত্যনাথের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে আত্মনির্ভর উত্তরপ্রদেশ রোজগার অভিযাননামে একটি প্রকল্প ঘোষণা করেন প্রধানমন্ত্রী । এইউদ্যোগের ফলে রাজ্যের কর্মহীন হয়ে পড়া 1.25 কোটি পরিযায়ী শ্রমিক লাভবান হবেন বলে দাবি করেছিলেনযোগী আদিত্যনাথ ।

দিল্লি, 1 জুলাই : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিএবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে একহাত নিলেন প্রিয়াঙ্কা গান্ধি। তিনি আজ বলেন, “প্রধানমন্ত্রীনিজের কেন্দ্র বারাণসী লকডাউনের জেরে সংকটে রয়েছে । সেখানকার জন্য বিশেষ আর্থিকপ্যাকেজ প্রয়োজন । আত্মপ্রচার নয় ।

কংগ্রেসেরসাধারণ সম্পাদক টুইটে লেখেন, “শ্রমিকরা নিজেদের বাড়ি ও গয়না বেচে জীবন ধারণ করতে বাধ্যহচ্ছে । উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী মাঝারি ও ছোট শিল্পে কয়েকলাখ কর্মসংস্থানের দাবি করেছেন । কিন্তু প্রধানমন্ত্রীর নিজের কেন্দ্র বারাণসীতেমানুষ গয়না ও বাড়ি বেচে অন্নের সংস্থান করতে বাধ্য হচ্ছেন ।এ প্রসঙ্গে একটি সংবাদ মাধ্যমের লিঙ্কপোস্ট করেন প্রিয়াঙ্কা । তিনি আরও বলেন, “লকডাউনের সময় বহু শ্রমিক কর্মহীনহয়েছেন । ছোট ব্যবসায়ী ও শিল্পীদের অবস্থা করুণ । এই পরিস্থিতি থেকে ঘুরেদাঁড়াতে গেলে ওই সমস্ত মানুষের আর্থিক সহায়তা প্রয়োজন । প্রচার নয় ।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীযোগী আদিত্যনাথের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে আত্মনির্ভর উত্তরপ্রদেশ রোজগার অভিযাননামে একটি প্রকল্প ঘোষণা করেন প্রধানমন্ত্রী । এইউদ্যোগের ফলে রাজ্যের কর্মহীন হয়ে পড়া 1.25 কোটি পরিযায়ী শ্রমিক লাভবান হবেন বলে দাবি করেছিলেনযোগী আদিত্যনাথ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.