ETV Bharat / bharat

রাত 8টায় জাতির উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রীর - article

আজ রাত 8টার সময় অল ইন্ডিয়া রেডিয়োয় জাতির উদ্দেশে ভাষণ দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
author img

By

Published : Aug 8, 2019, 3:41 PM IST

Updated : Aug 8, 2019, 7:50 PM IST

দিল্লি, 8 অগাস্ট : আজ জাতির উদ্দেশে ভাষণ দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । বিশেষজ্ঞদের মতে, এই ভাষণে জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার সম্পর্কিত কথা বলতে পারেন প্রধানমন্ত্রী । আজ রাত 8টার সময় অল ইন্ডিয়া রেডিয়োয় এই ভাষণ সম্প্রচারিত হবে । প্রসঙ্গত, প্রথমে ভাষণের সময় বিকাল 4টা বলে টুইট করে অল ইন্ডিয়া রেডিয়ো । পরে জানানো হয় সময় পরিবর্তনের বিষয়টি ।

এর আগে 6 অগাস্ট লোকসভায় জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের প্রস্তাবটি পাশ হওয়ার পর জম্মু ও কাশ্মীর ও লাদাখের জনগণকে স্বাগত জানিয়ে টুইট করেছিলেন প্রধানমন্ত্রী । তিনি লেখেন, "সাহস ও ধৈর্যের জন্য আমি আমার জম্মু ও কাশ্মীর এবং লাদাখের ভাই-বোনেদের স্যালিউট জানাই । নিজেদের কায়েমি স্বার্থরক্ষার্থে কিছু সংগঠন মানুষের ভাবাবেগের সঙ্গে প্রতারণা করেছে । কিন্তু, কখনই সেখানকার মানুষের উন্নয়ন করেনি । জম্মু ও কাশ্মীর এখন বেড়িমুক্ত । একটা নতুন ভোর ও উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে ।"

পাশাপাশি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চলের স্বীকৃতি পাওয়ায় লাদাখের জনগণকে বিশেষ অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী লেখেন, "লাদাখের জনগণের জন্য আজ খুব খুশির দিন । লাদাখ ডিভিশনের মানুষের বহুদিনের দাবি ছিল যাতে লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয় । এবার আমরা এক সঙ্গে উঠে দাঁড়াব । একসঙ্গে 130 কোটি ভারতীয় নিজেদের স্বপ্ন পূরণ করব । বিপুল সমর্থনের সঙ্গে 370 ধারা প্রত্যাহারের এই ঘটনাটি ভারতীয় সংসদীয় গণতন্ত্রে একটি স্মরণীয় মুহূর্ত ।"

এর আগে 28 জুলাই 'মন কি বাত' অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জম্মু ও কাশ্মীরের বিষয়ে বলেছিলেন, "বন্দুক ও বোমার থেকে উন্নয়ন বেশি শক্তিশালী । সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে কাশ্মীরি ভাই-বোনেরা প্রমাণ করলেন যে তাঁরা সুষ্ঠ প্রশাসন চান ।"

দিল্লি, 8 অগাস্ট : আজ জাতির উদ্দেশে ভাষণ দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । বিশেষজ্ঞদের মতে, এই ভাষণে জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার সম্পর্কিত কথা বলতে পারেন প্রধানমন্ত্রী । আজ রাত 8টার সময় অল ইন্ডিয়া রেডিয়োয় এই ভাষণ সম্প্রচারিত হবে । প্রসঙ্গত, প্রথমে ভাষণের সময় বিকাল 4টা বলে টুইট করে অল ইন্ডিয়া রেডিয়ো । পরে জানানো হয় সময় পরিবর্তনের বিষয়টি ।

এর আগে 6 অগাস্ট লোকসভায় জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের প্রস্তাবটি পাশ হওয়ার পর জম্মু ও কাশ্মীর ও লাদাখের জনগণকে স্বাগত জানিয়ে টুইট করেছিলেন প্রধানমন্ত্রী । তিনি লেখেন, "সাহস ও ধৈর্যের জন্য আমি আমার জম্মু ও কাশ্মীর এবং লাদাখের ভাই-বোনেদের স্যালিউট জানাই । নিজেদের কায়েমি স্বার্থরক্ষার্থে কিছু সংগঠন মানুষের ভাবাবেগের সঙ্গে প্রতারণা করেছে । কিন্তু, কখনই সেখানকার মানুষের উন্নয়ন করেনি । জম্মু ও কাশ্মীর এখন বেড়িমুক্ত । একটা নতুন ভোর ও উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে ।"

পাশাপাশি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চলের স্বীকৃতি পাওয়ায় লাদাখের জনগণকে বিশেষ অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী লেখেন, "লাদাখের জনগণের জন্য আজ খুব খুশির দিন । লাদাখ ডিভিশনের মানুষের বহুদিনের দাবি ছিল যাতে লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয় । এবার আমরা এক সঙ্গে উঠে দাঁড়াব । একসঙ্গে 130 কোটি ভারতীয় নিজেদের স্বপ্ন পূরণ করব । বিপুল সমর্থনের সঙ্গে 370 ধারা প্রত্যাহারের এই ঘটনাটি ভারতীয় সংসদীয় গণতন্ত্রে একটি স্মরণীয় মুহূর্ত ।"

এর আগে 28 জুলাই 'মন কি বাত' অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জম্মু ও কাশ্মীরের বিষয়ে বলেছিলেন, "বন্দুক ও বোমার থেকে উন্নয়ন বেশি শক্তিশালী । সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে কাশ্মীরি ভাই-বোনেরা প্রমাণ করলেন যে তাঁরা সুষ্ঠ প্রশাসন চান ।"

New Delhi, Aug 08 (ANI): Reacting to National Security Advisor (NSA) Ajit Doval's interaction with locals in Jammu and Kashmir (JandK) following the revocation of Article 370 and conversion of the state into two Union Territories (UTs), Congress leader Ghulam Nabi Azad said, "You can get anyone with you through money power." Azad, who is today visiting the militancy-hit state, criticised the government for 'unilaterally' revoking Article 370 and not taking the people of JandK into confidence. Azad further said JandK might be the first state in the country which has been converted in a UT by imposing curfew.
Last Updated : Aug 8, 2019, 7:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.