দিল্লি, 27 মে : আজ জওহরলাল নেহরুর 56তম মৃত্যুবার্ষিকী । তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । টুইটারে তিনি লেখেন, "দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরুজির মৃত্যুবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানাই ।"
1964 সালের 26 মে দেরাদুন থেকে ফিরে নিজের বাড়িতেই ছিলেন জওহরলাল নেহরু । 27 তারিখ সকালে অসুস্থ বোধ করেন । তারপরই জ্ঞান হারান তিনি । দুপুর 2 টোয় লোকসভায় ঘোষণা করা হয়, তাঁর মৃত্যুর কথা । চিকিৎসকরা জানিয়েছিলেন, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর । আজ তাঁর 56তম মৃত্যুবার্ষিকী ।
-
Tributes to our first PM, Pandit Jawaharlal Nehru Ji on his death anniversary.
— Narendra Modi (@narendramodi) May 27, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Tributes to our first PM, Pandit Jawaharlal Nehru Ji on his death anniversary.
— Narendra Modi (@narendramodi) May 27, 2020Tributes to our first PM, Pandit Jawaharlal Nehru Ji on his death anniversary.
— Narendra Modi (@narendramodi) May 27, 2020
প্রধানমন্ত্রীর পাশাপাশি তাঁকে শ্রদ্ধা জানান রাহুল গান্ধি । টুইটারে লেখেন, "পণ্ডিত জওহরলাল নেহরুজি একজন সাহসী স্বাধীনতা সংগ্রামী ছিলেন । আধুনিক ভারতের স্থপতি এবং আমাদের দেশের প্রথম প্রধানমন্ত্রী । তাঁর মৃত্যুবার্ষিকীতে আমি শ্রদ্ধা জানাই । "
-
Pandit Jawaharlal Nehru Ji was a brave freedom fighter, the architect of modern India & our first PM. A visionary, he is immortalised in the world class institutions he inspired, that have stood the test of time.
— Rahul Gandhi (@RahulGandhi) May 27, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
On his death anniversary, my tribute to this great son of India. pic.twitter.com/ZNUF4ksiDF
">Pandit Jawaharlal Nehru Ji was a brave freedom fighter, the architect of modern India & our first PM. A visionary, he is immortalised in the world class institutions he inspired, that have stood the test of time.
— Rahul Gandhi (@RahulGandhi) May 27, 2020
On his death anniversary, my tribute to this great son of India. pic.twitter.com/ZNUF4ksiDFPandit Jawaharlal Nehru Ji was a brave freedom fighter, the architect of modern India & our first PM. A visionary, he is immortalised in the world class institutions he inspired, that have stood the test of time.
— Rahul Gandhi (@RahulGandhi) May 27, 2020
On his death anniversary, my tribute to this great son of India. pic.twitter.com/ZNUF4ksiDF
ভারতের প্রথম প্রধানমন্ত্রীর মৃত্যুবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন দিল্লির মুখ্য়মন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও ।