লখনউ, 30 জুলাই : অগস্টের 5 তারিখ শিলান্যাস হওয়ার কথা রাম মন্দিরের । উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ 50 জন VIP-র । যা নিয়ে ইতিমধ্যেই তোড়জোড় শুরু হয়েছে । তৈরি হচ্ছে নকশা । কিন্তু শিলান্যাস অনুষ্ঠানের ঠিক সাত দিন আগে রাম জন্মভূমি এলাকায় কর্মরত 14 জন পুলিশ কোরোনায় আক্রান্ত হলেন । কোরোনায় আক্রান্ত হলেন একজন পুরোহিতও ।
প্রধান পুরোহিত সত্যেন্দ্র দাসের অ্যাসিসটেন্ট প্রদীপ দাস নিজেই জানান, তিনি সম্প্রতি কোরোনা সংক্রমিত হয়েছেন । কিন্তু তাঁর সঙ্গে থাকা বাকি পুরোহিতদের কোরোনার কোনও উপসর্গ নেই এবং তাঁদের রিপোর্টও নেগেটিভ এসেছে । যে পুলিশ কর্মীরা কোরোনায় আক্রান্ত হয়েছেন, তাঁরা সকলেই রাম জন্মভূমি কমপ্লেক্সের নিরাপত্তার দায়িত্বে ছিলেন । তার মধ্যে আবার চার জন প্রথম থেকেই রাম জন্মভূমি কমপ্লেক্সের ভিতরে কর্মরত ছিলেন ।
এদিকে, রাম জন্মভূমি মন্দিরের শিলান্যাসের প্রস্তুতি দেখতে শনিবারই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাম জন্মভূমি এলাকায় গেছিলেন । একটি ভিডিয়োয় নজরে আসে, ওইদিন পুরোহিত প্রদীপ দাসের পাশেই দাঁড়িয়েছিলেন আদিত্যনাথ ।
আরও পড়ুন : কোরোনা থেকে মুক্তি পেতে দিনে 5 বার হনুমান চল্লিশা পাঠ করুন : সাধ্বী প্রজ্ঞা
শিলান্যাসের ঠিক সাত দিন আগে এক সঙ্গে রাম জন্মভূমি এলাকার এতজন আক্রান্ত হওয়ায় উঠতে শুরু করে প্রশ্ন । অনেকেই প্রশ্ন তোলেন, কোরোনা সংক্রমণের জেরে কী তাহলে পিছিয়ে যাবে শিলান্যাসের অনুষ্ঠান ? না আপাতত বন্ধ হবে কাজ ? ট্রাস্টের তরফে অবশ্য জানা গেছে, পরিকল্পনা অনুযায়ীই অনুষ্ঠান হবে । মানা হবে কোরোনা সমস্ত নিয়ম । সেই মতোই আয়োজন করা হবে । নিরাপত্তারক্ষী, সাধারণ মানুষ, পুরোহিত, নিমন্ত্রিত মিলিয়ে আনুমানিক 200 জন মানুষ ওইদিন উপস্থিত থাকবেন ।
আরও পড়ুন : পাপড় খেলে হবে না কোরোনা, প্রচার কেন্দ্রীয় মন্ত্রীর