দিল্লি, 25 মে : N-95 মাস্কের দাম প্রায় 47 শতাংশ কমাল মাস্কের নির্মাতা সংস্থা ৷ জানাল রাজ্য সরকার ৷ প্রতিটি N-95 মাস্ক আগে 150 থেকে থেকে 300 টাকায় বিক্রি হত ৷ জাতীয় ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি (NPPA) পরামর্শের পর এই দাম কমিয়ে নেওয়া হয়েছে ।
আজ এক বিবৃতিতে রাসায়নিক মন্ত্রক জানায়, NPPA - এর হস্তক্ষেপের পর দেশজুড়ে ওই মাস্কের দাম কমানো হয় ৷ 21 মে NPPA একটি নির্দেশিকা জারি করে ৷ তাতে বলা হয় , N-95 মাস্ক প্রস্তুতকারী সংস্থাগুলি দামে সমতা বজায় রেখে মাস্ক সরবরাহ করবে ৷ NPPA মুম্বই হাইকোর্টে আবেদন জানায়, মাস্কের দামের জায়গায় একটি করে যন্ত্র লাগানোর জন্য ৷ যাতে দামগুলি সঠিক নির্ধারণ করে নির্মাতা ও আমদানি-রপ্তানি সংস্থা ৷ বিবৃতিতে বলা হয়েছে , " এরপরই N-95 মাস্কের দাম কমায় নির্মাতারা ৷ ফলে দেশে সাশ্রয়ী মূল্যে N-95 মাস্কগুলির সহজলভ্য হয়েছে । "
বিবৃতিতে বলা হয়েছে, অন্যান্য নির্মাতারা ও N-95 মাস্কের আমদানিকারকরাও এবিষয়ে অভিযোগ করেছেন ৷ মনে করা হচ্ছে , তারাও সরকারের পরামর্শ মেনে চলবে ও জনগণের স্বার্থে দাম কমাবে ৷ দেশে পর্যাপ্ত পরিমাণে নিরবচ্ছিন্নভাবে N-95 মাস্কের সরবরাহের লক্ষ্যে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে । সেকারণে সরকার মাস্ক নির্মাতা, আমদানি ও সরবরাহকারীদের কাছ থেকে বেশি দামে মাস্ক কিনছে ।
1955 - এর প্রয়োজনীয় পণ্য আইন অনুযায়ী, N-95 মাস্ককে একটি প্রয়োজনীয় পণ্য হিসেবে বিজ্ঞপ্তি দিয়েছে সরকার ৷ এর আগে NPPA সমস্ত রাজ্য সরকারকে অস্ত্রোপচার, মাস্ক , হ্যান্ড স্যানিটাইজ়ার ও গ্লাভসের পর্যাপ্ত সরবরাহের জন্য নির্দেশ দিয়েছিল ৷ এছাড়াও এই পণ্যগুলির লেখা দামের থেকে বেশি দাম না নেওয়ার জন্যও নির্দেশ দেয় কেন্দ্র ৷ দেশের ড্রাগ কন্ট্রোলার ও খাদ্য - মাদক প্রশাসনকে N-95 মাস্কের হোর্ডার ও কালো বাজারির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে ।