আহমেদাবাদ, 13 অক্টোবর : গুজরাত সফরের দ্বিতীয়দিনে আজ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদির সঙ্গে দেখা করেন ৷ সকালে গান্ধিনগরে তাঁর বাসভবনে যান তিনি ৷ সঙ্গে ছিলেন স্ত্রী সবিতা কোবিন্দ ৷
প্রায় আধঘণ্টা সেখানে ছিলেন তাঁরা ৷ পরে কোবায় অবস্থিত মহাবীর জৈন আরাধনা কেন্দ্রে যান আচার্য শ্রী পদ্মাসাগরসুরজির আশীর্বাদ নিতে ৷ মুখ্যমন্ত্রী বিজয় রূপানি তাঁদের আমন্ত্রণ জানাতে সেখানে উপস্থিত ছিলেন ৷
-
President Kovind met Hira Baa, mother of Prime Minister Shri Narendra Modi in Gandhinagar, Gujarat. The President conveyed his best wishes for her good health. pic.twitter.com/pXba8satJ3
— President of India (@rashtrapatibhvn) October 13, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">President Kovind met Hira Baa, mother of Prime Minister Shri Narendra Modi in Gandhinagar, Gujarat. The President conveyed his best wishes for her good health. pic.twitter.com/pXba8satJ3
— President of India (@rashtrapatibhvn) October 13, 2019President Kovind met Hira Baa, mother of Prime Minister Shri Narendra Modi in Gandhinagar, Gujarat. The President conveyed his best wishes for her good health. pic.twitter.com/pXba8satJ3
— President of India (@rashtrapatibhvn) October 13, 2019
পরে রাষ্ট্রপতি ভবন থেকে একটি টুইট করা হয় ৷ লেখা হয়,'রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরা বা-র সঙ্গে গান্ধিনগরে দেখা করেন ৷ তাঁকে শুভেচ্ছা জানান ও সুস্বাস্থ্য কামনা করেন ৷ '