ETV Bharat / bharat

বিলে স্বাক্ষর রাষ্ট্রপতির, পরিণত আইনে

নাগরিকত্ব শোধনী বিলে সই করলেন রাষ্ট্রপতি

author img

By

Published : Dec 13, 2019, 12:56 AM IST

Updated : Dec 13, 2019, 1:45 AM IST

বিলে স্বাক্ষর রাষ্ট্রপতির
বিলে স্বাক্ষর রাষ্ট্রপতির

দিল্লি, 13 ডিসেম্বর : লোকসভার পর রাজ্যসভাতেও পাশ হয়ে গিয়েছিল নাগরিকত্ব সংশোধনী বিল (CAB) ৷ ছিল রাষ্ট্রপতির অনুমতির অপেক্ষা ৷ মিলল সেটিও ৷ বিলে স্বাক্ষর করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ নাগরিকত্ব সংশোধনী বিল পরিণত হল আইনে ৷ এর ফলে প্রতিবেশী রাষ্ট্রের সংখ্যালঘু মানুষরা নাগরিকত্ব পাবেন এদেশে ৷

এই আইন অনুযায়ী, পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পারসিক, খ্রিস্টান সম্প্রদায়ের যে সব মানুষ ধর্মীয় নিপীড়নের শিকার হয়েছেন ৷ 2014 সালের 31 ডিসেম্বর পর্যন্ত এদেশে আসা সে সব মানুষদের অবৈধ অনুপ্রবেশকারীর তকমা মুছে দেওয়া হবে ৷

বুধবারই রাজ্যসভায় পাশ হয় এই বিল ৷ তার আগে সোমবার প্রবল বাকবিতণ্ডার মধ্যেই লোকসভাতেও পাশ হয়েছিল এটি ৷ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরেই বিলটি পেশের পর তাঁকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি বলেন, নাগরিকত্ব সংশোধনী বিল প্রতিবেশী রাষ্ট্র থেকে আগত সংখ্যালঘুদের সুরক্ষার খাতিরেই ৷ এই বিল পাশের পর থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে অসম, ত্রিপুরা সহ উত্তর-পূর্ব ভারত ৷ প্রতিবাদ চলছে পশ্চিমবঙ্গেও ৷ ডিব্রুগড়ে এমনই এক মিছিলে পুলিশ গুলি চালায় বলে অভিযোগ । প্রাণ হারান একজন । গুয়াহাটিতে আরেকটি মিছিলে পুলিশের গুলিতে মৃত্যু হয় দু'জনের ।

অসমের 10টি জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে । নামানো হয়েছে আধা-সেনা ৷ অন্যদিকে ত্রিপুরাতেও শুরু হয়েছে সংঘর্ষ ৷ বিক্ষোভকারীদের অবরোধ মিছিলে অ্যাম্বুলেন্স আটকে হাসপাতালে পৌঁছানোর আগেই সিপাহিজালায় মৃত্যু হয়েছে দুই মাসের এক শিশুর ৷ মেঘালয়েও 48 ঘণ্টার জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে ৷

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যেই টুইটারে অসমবাসীর উদ্দেশে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । অসমিয়া ভাষায় তিনি লেখেন, ''CAB নিয়ে আশঙ্কার কোনও কারণ নেই। কেউ আপনাদের অধিকার কাড়তে পারবে না ।''

দিল্লি, 13 ডিসেম্বর : লোকসভার পর রাজ্যসভাতেও পাশ হয়ে গিয়েছিল নাগরিকত্ব সংশোধনী বিল (CAB) ৷ ছিল রাষ্ট্রপতির অনুমতির অপেক্ষা ৷ মিলল সেটিও ৷ বিলে স্বাক্ষর করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ নাগরিকত্ব সংশোধনী বিল পরিণত হল আইনে ৷ এর ফলে প্রতিবেশী রাষ্ট্রের সংখ্যালঘু মানুষরা নাগরিকত্ব পাবেন এদেশে ৷

এই আইন অনুযায়ী, পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পারসিক, খ্রিস্টান সম্প্রদায়ের যে সব মানুষ ধর্মীয় নিপীড়নের শিকার হয়েছেন ৷ 2014 সালের 31 ডিসেম্বর পর্যন্ত এদেশে আসা সে সব মানুষদের অবৈধ অনুপ্রবেশকারীর তকমা মুছে দেওয়া হবে ৷

বুধবারই রাজ্যসভায় পাশ হয় এই বিল ৷ তার আগে সোমবার প্রবল বাকবিতণ্ডার মধ্যেই লোকসভাতেও পাশ হয়েছিল এটি ৷ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরেই বিলটি পেশের পর তাঁকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি বলেন, নাগরিকত্ব সংশোধনী বিল প্রতিবেশী রাষ্ট্র থেকে আগত সংখ্যালঘুদের সুরক্ষার খাতিরেই ৷ এই বিল পাশের পর থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে অসম, ত্রিপুরা সহ উত্তর-পূর্ব ভারত ৷ প্রতিবাদ চলছে পশ্চিমবঙ্গেও ৷ ডিব্রুগড়ে এমনই এক মিছিলে পুলিশ গুলি চালায় বলে অভিযোগ । প্রাণ হারান একজন । গুয়াহাটিতে আরেকটি মিছিলে পুলিশের গুলিতে মৃত্যু হয় দু'জনের ।

অসমের 10টি জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে । নামানো হয়েছে আধা-সেনা ৷ অন্যদিকে ত্রিপুরাতেও শুরু হয়েছে সংঘর্ষ ৷ বিক্ষোভকারীদের অবরোধ মিছিলে অ্যাম্বুলেন্স আটকে হাসপাতালে পৌঁছানোর আগেই সিপাহিজালায় মৃত্যু হয়েছে দুই মাসের এক শিশুর ৷ মেঘালয়েও 48 ঘণ্টার জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে ৷

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যেই টুইটারে অসমবাসীর উদ্দেশে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । অসমিয়া ভাষায় তিনি লেখেন, ''CAB নিয়ে আশঙ্কার কোনও কারণ নেই। কেউ আপনাদের অধিকার কাড়তে পারবে না ।''

Nagpur (Maharashtra), Dec 12 (ANI): At least one man died and two others got injured after getting trapped under a slab which collapsed at the dermatology department of Nagpur's government hospital on December 12. According to Additional Commissioner of Police (South Region) BG Gaikar, "The man who died was a patient here. Two women were injured. It will be investigated that when and by whom this building was built." The injured were admitted to hospital. Police are investigating the matter.
Last Updated : Dec 13, 2019, 1:45 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.