ETV Bharat / bharat

ঝাড়খণ্ড নির্বাচনে জয়ী JMM জোট ! ফলপ্রকাশের আগেই পোস্টার

author img

By

Published : Dec 23, 2019, 2:16 PM IST

সকাল থেকেই শুরু হয়েছে ঝড়খণ্ডের বিধানসভা নির্বাচনের ভোট গণনা । এখনও দেরি ফলপ্রকাশ । কিন্তু তার আগেই রাঁচিতে লাগানো একটি পোস্টার সকলের নজর কেড়েছে ।

Poster
পোস্টার

রাঁচি, 23 ডিসেম্বর : ফলপ্রকাশে এখনও কিছুটা সময় বাকি । কিন্তু তার আগেই একটি পোস্টার ঘিরে শুরু হয়েছে বিতর্ক । রাঁচিতে লাগানো হয়েছে সেই পোস্টার । তাতে দাবি করা হয়েছে, নির্বাচনে জয়ী হয়েছে JMM জোট ।

সকাল থেকেই শুরু হয়েছে ঝড়খণ্ডের বিধানসভা নির্বাচনের ভোট গণনা । এখনও দেরি ফলপ্রকাশ । কিন্তু তার আগেই রাঁচিতে লাগানো একটি পোস্টার সকলের নজর কেড়েছে । সেই পোস্টারে কংগ্রেস নেতা রাহুল গান্ধির একটি বড় ছবি রয়েছে । আর তাতে লেখা , 'ঝাড়খণ্ড কি পুকার হ্যায়, গটবন্ধন কি সরকার হ্যায়' । শুধু তাই নয়, ওই পোস্টারে JMM নেতা হেমন্ত সোরেন পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছে বলে দাবি করা হয়েছে ।

JMM 43 টা আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছে । কংগ্রেস 31 আসনে এবং লালু প্রসাদের নেতৃত্বাধীন RJD সাতটি আসনে প্রতিদ্বন্দিতা করেছে । পাঁচ দফায় ঝাড়খণ্ডে নির্বাচন হয়েছে, যেখানে 65.17 শতাংশ ভোট পড়েছে । ভোটগণনা চলছে । এখনও পর্যন্ত এগিয়ে রয়েছে JMM জোট ।

রাঁচি, 23 ডিসেম্বর : ফলপ্রকাশে এখনও কিছুটা সময় বাকি । কিন্তু তার আগেই একটি পোস্টার ঘিরে শুরু হয়েছে বিতর্ক । রাঁচিতে লাগানো হয়েছে সেই পোস্টার । তাতে দাবি করা হয়েছে, নির্বাচনে জয়ী হয়েছে JMM জোট ।

সকাল থেকেই শুরু হয়েছে ঝড়খণ্ডের বিধানসভা নির্বাচনের ভোট গণনা । এখনও দেরি ফলপ্রকাশ । কিন্তু তার আগেই রাঁচিতে লাগানো একটি পোস্টার সকলের নজর কেড়েছে । সেই পোস্টারে কংগ্রেস নেতা রাহুল গান্ধির একটি বড় ছবি রয়েছে । আর তাতে লেখা , 'ঝাড়খণ্ড কি পুকার হ্যায়, গটবন্ধন কি সরকার হ্যায়' । শুধু তাই নয়, ওই পোস্টারে JMM নেতা হেমন্ত সোরেন পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছে বলে দাবি করা হয়েছে ।

JMM 43 টা আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছে । কংগ্রেস 31 আসনে এবং লালু প্রসাদের নেতৃত্বাধীন RJD সাতটি আসনে প্রতিদ্বন্দিতা করেছে । পাঁচ দফায় ঝাড়খণ্ডে নির্বাচন হয়েছে, যেখানে 65.17 শতাংশ ভোট পড়েছে । ভোটগণনা চলছে । এখনও পর্যন্ত এগিয়ে রয়েছে JMM জোট ।

Jamshedpur (Jharkhand) / Dhumka (Jharkhand) / Ranchi
(Jharkhand), Dec 23 (ANI): Counting of votes began for Jharkhand Assembly polls on Dec 23. Security is tightened at the 24 district headquarters. Poster with 'Jharkhand ki pukar hai gathbandhan ki sarkar hai. Hemant ab ki baar hai' was seen in Ranchi. The polling in Jharkhand was held for 15 constituencies for 81 seats. The Legislative Assembly elections were held in Jharkhand from November 30 to December 20.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.