ETV Bharat / bharat

"নিয়ম মানে না শিল্পপ্রতিষ্ঠান", রাজস্থানের ভিলওয়ারায় বাড়ছে দূষণ - টেক্সটাইল শিল্প

রাজস্থানের ভিলওয়ারা জেলার 450 টি টেক্সটাইল ইউনিট থেকে বিপুল পরিমাণে বায়ু দূষণ ও জল দূষণ ঘটে। যদিও সরকারের তরফ থেকে এর বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ।

Environment pollution
Environment pollution
author img

By

Published : Jun 5, 2020, 4:16 PM IST

জয়পুর, 5 জুন : রাজস্থানের ভিলওয়ারা জেলা টেক্সটাইল শিল্পের জন্য বিখ্যাত। 450 টির উপর টেক্সটাইল ইউনিট রয়েছে এই জেলায়। তবে শিল্পের উন্নতির পাশাপাশি বায়ু দূষণেও এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

রিপোর্ট অনুযায়ী, ভিলওয়ারা জেলার শিল্পপ্রতিষ্ঠানগুলি সরকারের নিয়ম বিধি না মেনেই চলছে। এক পরিবেশবিদ জানান, কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড পরিবেশ দূষণ ও তার ফলাফল সম্পর্কে মানুষকে সচেতন করেন, তবে সেই সচেতনতা প্রচার শুধু বিশ্ব পরিবেশ দিবসেই সীমিত থাকে।

ভিলওয়ারা টেক্সটাইল ট্রেড ফেডারেশনের মুখ্য সভাপতি প্রেম স্বরূপ গর্গ বলেন, " বিভিন্ন ধরনের দূষণ রোধে সরকারের তরফ থেকে নতুন নিয়মাবলী ও পদ্ধতি আরোপ করা হয়েছে। কিন্তু বহু শিল্পপ্রতিষ্ঠানই সরকারের বারবার সাবধান বাণী অমান্য করেই এই সমস্ত নিয়ম মানছেন না। আমার মনে হয়, সকল শিল্প প্রতিষ্ঠানের উচিত একজোটে এগিয়ে আসা এবং দূষণ সম্পর্কে ভাবনা চিন্তা করা। তবেই একমাত্র বায়ু দূষণের পরিমাণ কমানো সম্ভব হবে। "

Environment pollution
পরিবেশ দূষণ

তিনি আরও বলেন, " সালফার ডাই অক্সাইড ও নাইট্রিক অক্সাইডের মতো বিষাক্ত গ্যাসগুলি বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান থেকে নির্গত হয় এবং বাতাসে মিশে যায়। এর ফলে আশেপাশের এলাকায় বসবাসকারীদের স্বাস্থ্যের নানারকম ক্ষতি হচ্ছে। "

পিপল ফর এনিম্যালস-এর রাজ্য অধিকর্তা বাবুলাল জানান, " বাকি জেলাগুলির তুলনায় ভিলওয়ারাতে অধিক সংখ্যক দুই চাকা ও চার চাকার যানবাহন চলে। স্বাভাবিকভাবেই বায়ু দূষণ একটি বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে টেক্সটাইল প্রতিষ্ঠানগুলি থেকে নির্গত বর্জ্য পদার্থ জল দূষণ করছে। আমাদের সকলের উচিত, নিজেদের সেই সকল কার্যকলাপ সম্পর্কে সচেতন হওয়া, যা দূষণ ঘটাচ্ছে। আমাদের উচিত, পেট্রল ও ডিজ়েল বাতিল করে ইলেকট্রিক গাড়ি ব্যবহার করা। "

বাবুলাল বলেন, বায়ু দূষণের সমস্যা কেবল তখনই সমাধান করা সম্ভব, যদি আমরা বিশ্বজুড়ে বনায়ন কার্যক্রমকে একটি সঠিক পথে পরিচালনা করি।

জয়পুর, 5 জুন : রাজস্থানের ভিলওয়ারা জেলা টেক্সটাইল শিল্পের জন্য বিখ্যাত। 450 টির উপর টেক্সটাইল ইউনিট রয়েছে এই জেলায়। তবে শিল্পের উন্নতির পাশাপাশি বায়ু দূষণেও এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

রিপোর্ট অনুযায়ী, ভিলওয়ারা জেলার শিল্পপ্রতিষ্ঠানগুলি সরকারের নিয়ম বিধি না মেনেই চলছে। এক পরিবেশবিদ জানান, কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড পরিবেশ দূষণ ও তার ফলাফল সম্পর্কে মানুষকে সচেতন করেন, তবে সেই সচেতনতা প্রচার শুধু বিশ্ব পরিবেশ দিবসেই সীমিত থাকে।

ভিলওয়ারা টেক্সটাইল ট্রেড ফেডারেশনের মুখ্য সভাপতি প্রেম স্বরূপ গর্গ বলেন, " বিভিন্ন ধরনের দূষণ রোধে সরকারের তরফ থেকে নতুন নিয়মাবলী ও পদ্ধতি আরোপ করা হয়েছে। কিন্তু বহু শিল্পপ্রতিষ্ঠানই সরকারের বারবার সাবধান বাণী অমান্য করেই এই সমস্ত নিয়ম মানছেন না। আমার মনে হয়, সকল শিল্প প্রতিষ্ঠানের উচিত একজোটে এগিয়ে আসা এবং দূষণ সম্পর্কে ভাবনা চিন্তা করা। তবেই একমাত্র বায়ু দূষণের পরিমাণ কমানো সম্ভব হবে। "

Environment pollution
পরিবেশ দূষণ

তিনি আরও বলেন, " সালফার ডাই অক্সাইড ও নাইট্রিক অক্সাইডের মতো বিষাক্ত গ্যাসগুলি বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান থেকে নির্গত হয় এবং বাতাসে মিশে যায়। এর ফলে আশেপাশের এলাকায় বসবাসকারীদের স্বাস্থ্যের নানারকম ক্ষতি হচ্ছে। "

পিপল ফর এনিম্যালস-এর রাজ্য অধিকর্তা বাবুলাল জানান, " বাকি জেলাগুলির তুলনায় ভিলওয়ারাতে অধিক সংখ্যক দুই চাকা ও চার চাকার যানবাহন চলে। স্বাভাবিকভাবেই বায়ু দূষণ একটি বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে টেক্সটাইল প্রতিষ্ঠানগুলি থেকে নির্গত বর্জ্য পদার্থ জল দূষণ করছে। আমাদের সকলের উচিত, নিজেদের সেই সকল কার্যকলাপ সম্পর্কে সচেতন হওয়া, যা দূষণ ঘটাচ্ছে। আমাদের উচিত, পেট্রল ও ডিজ়েল বাতিল করে ইলেকট্রিক গাড়ি ব্যবহার করা। "

বাবুলাল বলেন, বায়ু দূষণের সমস্যা কেবল তখনই সমাধান করা সম্ভব, যদি আমরা বিশ্বজুড়ে বনায়ন কার্যক্রমকে একটি সঠিক পথে পরিচালনা করি।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.