ETV Bharat / bharat

2 রাজ্যসভা আসনের জন্য 24 আগস্ট উপনির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন - কেরালা

আজ নির্বাচন কমিশনের তরফ থেকে উত্তর প্রদেশ ও কেরালার দুটি আসনে উপনির্বাচনের দিন ঘোষণা করা হল। এই দুই আসনের নির্বাচিত প্রার্থীর মৃত্যু হওয়ায় আগামী 24 আগস্ট ফের উপনির্বাচন হবে।

Election commission
Election commission
author img

By

Published : Jul 30, 2020, 10:39 PM IST

দিল্লি, 30 জুলাই: উত্তর প্রদেশ ও কেরালার দুটি রাজ্যসভার আসনের জন্য উপ নির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। আজ কমিশনের তরফ থেকে জানানো হয়, 24 আগস্ট এই দুটি আসনে উপনির্বাচন হবে।

উত্তরপ্রদেশের সাংসদ বেণীপ্রসাদ ভর্মা ও কেরলের সাংসদ বীরেন্দ্র কুমারের মৃত্যু হওয়ায় এই উপনির্বাচনের আয়োজন করা হচ্ছে। বেণী প্রসাদ ও বীরেন্দ্র কুমারের সাংসদ পদের মেয়াদ যথাক্রমে 2022 সালের জুলাই ও এপ্রিল মাসে শেষ হওয়ার কথা ছিল।

পাশাপাশি, 1 জুলাই YSR কংগ্রেসের সদস্য মপি দেবী ভেঙ্কট রমন রাও পদত্যাগ করায়, সেই আসনের ও নির্বাচন একই দিনে হবে বলে জানানো হয় নির্বাচন কমিশনের তরফে।

আগামী 6 আগস্ট উপনির্বাচনের নির্দেশিকা জারি করা হবে এবং 24 আগস্ট নির্বাচন হবে। নিয়ম অনুযায়ী, সেই দিন বিকেলেই ভোট গণনা করা হবে।

কমিশনের বিবৃতিতে জানানো হয়, কোরোনা পরিস্থিতিতে সঠিকভাবে নিয়ম মেনে নির্বাচন আয়োজন ও পরিচালন করার জন্য রাজ্যের মুখ্যসচিবরা সিনিয়র অফিসারদের নিয়োগ করবেন।

10 রাজ্যে 24 টি রাজ্যসভা আসনের জন্য 20 জুন নির্বাচন হওয়ার কথা ছিল। অধিকাংশ নির্বাচনই কোরোনা ভাইরাস প্যানডেমিকের কারণে বাতিল হয়ে যায়। তবে কর্ণাটক, গুজরাত ও অন্ধ্রপ্রদেশে চারটি করে আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়। রাজস্থান ও মধ্যপ্রদেশে তিনটি করে, ঝাড়খণ্ডের দুটি আসনে এবং মিজোরাম, অরুণাচল প্রদেশ, মেঘালয় ও মণিপুরে একটি করে আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়।

দিল্লি, 30 জুলাই: উত্তর প্রদেশ ও কেরালার দুটি রাজ্যসভার আসনের জন্য উপ নির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। আজ কমিশনের তরফ থেকে জানানো হয়, 24 আগস্ট এই দুটি আসনে উপনির্বাচন হবে।

উত্তরপ্রদেশের সাংসদ বেণীপ্রসাদ ভর্মা ও কেরলের সাংসদ বীরেন্দ্র কুমারের মৃত্যু হওয়ায় এই উপনির্বাচনের আয়োজন করা হচ্ছে। বেণী প্রসাদ ও বীরেন্দ্র কুমারের সাংসদ পদের মেয়াদ যথাক্রমে 2022 সালের জুলাই ও এপ্রিল মাসে শেষ হওয়ার কথা ছিল।

পাশাপাশি, 1 জুলাই YSR কংগ্রেসের সদস্য মপি দেবী ভেঙ্কট রমন রাও পদত্যাগ করায়, সেই আসনের ও নির্বাচন একই দিনে হবে বলে জানানো হয় নির্বাচন কমিশনের তরফে।

আগামী 6 আগস্ট উপনির্বাচনের নির্দেশিকা জারি করা হবে এবং 24 আগস্ট নির্বাচন হবে। নিয়ম অনুযায়ী, সেই দিন বিকেলেই ভোট গণনা করা হবে।

কমিশনের বিবৃতিতে জানানো হয়, কোরোনা পরিস্থিতিতে সঠিকভাবে নিয়ম মেনে নির্বাচন আয়োজন ও পরিচালন করার জন্য রাজ্যের মুখ্যসচিবরা সিনিয়র অফিসারদের নিয়োগ করবেন।

10 রাজ্যে 24 টি রাজ্যসভা আসনের জন্য 20 জুন নির্বাচন হওয়ার কথা ছিল। অধিকাংশ নির্বাচনই কোরোনা ভাইরাস প্যানডেমিকের কারণে বাতিল হয়ে যায়। তবে কর্ণাটক, গুজরাত ও অন্ধ্রপ্রদেশে চারটি করে আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়। রাজস্থান ও মধ্যপ্রদেশে তিনটি করে, ঝাড়খণ্ডের দুটি আসনে এবং মিজোরাম, অরুণাচল প্রদেশ, মেঘালয় ও মণিপুরে একটি করে আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.