ETV Bharat / bharat

কাঙ্কেরে ভোটকর্মীর মৃত্যু - election

ছত্তিশগড়ের কাঙ্কেরে এক ভোটকর্মীর বুথে কাজ করার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্য়ু হয়।

কাঙ্কেরে মৃত্যু ভোটকর্মীর
author img

By

Published : Apr 18, 2019, 12:59 PM IST

কাঙ্কের, 18 এপ্রিল : আজ ছত্তিশগড়ের কাঙ্কেরে একটি ভোটকেন্দ্রে এক ভোটকর্মী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ঘটনাটি ঘটে কাঙ্কেরের 186 নম্বর বুথে।

আজ দ্বিতীয় দফার ভোটে ছত্তিশগড়ের তিনটি লোকসভা কেন্দ্রে ( কাঙ্কের, রাজনন্দগাঁও, মহাসামুন্ড ) ভোটগ্রহণ চলছে। সকাল 11 টা অবধি 29.08 শতাংশ ভোট পড়েছে রাজ্যে। রাজ্যে মোট 11 টি আসনের মধ্যে গত 11 এপ্রিল প্রথম দফার ভোটে ভোট হয় বস্তার কেন্দ্রে। বাকি আসনগুলিতে ভোটগ্রহণ 23 এপ্রিল।

কাঙ্কের, 18 এপ্রিল : আজ ছত্তিশগড়ের কাঙ্কেরে একটি ভোটকেন্দ্রে এক ভোটকর্মী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ঘটনাটি ঘটে কাঙ্কেরের 186 নম্বর বুথে।

আজ দ্বিতীয় দফার ভোটে ছত্তিশগড়ের তিনটি লোকসভা কেন্দ্রে ( কাঙ্কের, রাজনন্দগাঁও, মহাসামুন্ড ) ভোটগ্রহণ চলছে। সকাল 11 টা অবধি 29.08 শতাংশ ভোট পড়েছে রাজ্যে। রাজ্যে মোট 11 টি আসনের মধ্যে গত 11 এপ্রিল প্রথম দফার ভোটে ভোট হয় বস্তার কেন্দ্রে। বাকি আসনগুলিতে ভোটগ্রহণ 23 এপ্রিল।

Mathura (Uttar Pradesh), Apr 18 (ANI): The voting for second phase of 17th Lok Sabha elections is underway across India today. Contest for Mathura Lok Sabha seat is also being held today. While speaking to ANI Bharatiya Janata Party (BJP) candidate from Mathura Hema Malini said, "Today, the transformation which you are seeing in Mathura is really good. It is because of my efforts that this place is progressing day by day." "Due to the fear of Prime Minister Narendra Modi several partiers are coming together and creating alliance. There is a huge wave of Modi ji everywhere," she added. People of India will exercise their right to vote across nation in 11 states and one union territory. Voting is underway for 95 Parliamentary seats. The third phase of LS polls will be held on April 23.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.