ETV Bharat / bharat

ওড়িশায় চিতাবাঘের ছালসহ গ্রেপ্তার পাচারকারী

আজ নয়াগড় জেলা থেকে দু'টি চিতাবাঘের ছাল, 30টি চিতাবাঘের হাড়সহ এক পাচারকারীকে গ্রেপ্তার করে ওড়িশা পুলিশ ৷

চিতাবাঘের ছাল-সহ গ্রেপ্তার পাচারকারী
চিতাবাঘের ছাল-সহ গ্রেপ্তার পাচারকারী
author img

By

Published : Jun 15, 2020, 6:04 AM IST

ভুবনেশ্বর, 14 জুন : আজ ওড়িশার নয়াগড় জেলা থেকে এক পাচারকারীকে গ্রেপ্তার করল পুলিশ ৷ তার কাছ থেকে দু'টি চিতাবাঘের ছাল উদ্ধার করা হয়েছে ৷ বন্যপ্রাণী পাচারের ব়্যাকেট ফাঁস করল বলে জানানো হল ওড়িশা পুলিশের তরফে ৷ SP প্রশান্ত কুমার ভই বলেন, রণপুর এলাকায় স্পেশাল টাস্ক ফোর্সের আধিকারিকরা অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে চিতাবাঘের ছালসহ গ্রেপ্তার করা হয় ৷

প্রশান্ত কুমার ভই বলেন, ধৃত ব্যক্তির কাছ থেকে চিতাবাঘের ছালসহ 30টি হাড়ও উদ্ধার হয়েছে ৷ উদ্ধার হওয়া সামগ্রীগুলি পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হবে ৷ "কীভাবে এই প্রাণীদের মারা হল, সেই বিষয়েও জানার চেষ্টা চলছে ৷" ওড়িশায় যে পাচারচক্র চলছিল ধৃত ব্যক্তি তার মাথা বলে মনে করা হচ্ছে ৷ সেই এই সমস্ত ছাল, হাড় বিক্রির পরিকল্পনা করত ৷

এর আগে 8 জুন এই জেলারই গনিয়া এলাকায় প্রাণীদের ছাল পাচারকারীদের ধরতে অভিযান চালিয়ে ছিল স্পেশাল টাস্ক ফোর্স ৷ সে সময় দুই পাচারকারীকে গ্রেপ্তার করা হয় ৷ উদ্ধার হয় দু'টি চিতাবাঘের ছাল, দু'টি হরিণের ছাল ও বেশ কিছু কাগজপত্র উদ্ধার হয় ৷

উদ্ধার হওয়া প্রাণীদের ছালগুলি দেরাদুনে ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়াতে পাঠানো হয়েছে ৷ সেখানে এগুলির পরীক্ষা করা হবে ৷

ভুবনেশ্বর, 14 জুন : আজ ওড়িশার নয়াগড় জেলা থেকে এক পাচারকারীকে গ্রেপ্তার করল পুলিশ ৷ তার কাছ থেকে দু'টি চিতাবাঘের ছাল উদ্ধার করা হয়েছে ৷ বন্যপ্রাণী পাচারের ব়্যাকেট ফাঁস করল বলে জানানো হল ওড়িশা পুলিশের তরফে ৷ SP প্রশান্ত কুমার ভই বলেন, রণপুর এলাকায় স্পেশাল টাস্ক ফোর্সের আধিকারিকরা অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে চিতাবাঘের ছালসহ গ্রেপ্তার করা হয় ৷

প্রশান্ত কুমার ভই বলেন, ধৃত ব্যক্তির কাছ থেকে চিতাবাঘের ছালসহ 30টি হাড়ও উদ্ধার হয়েছে ৷ উদ্ধার হওয়া সামগ্রীগুলি পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হবে ৷ "কীভাবে এই প্রাণীদের মারা হল, সেই বিষয়েও জানার চেষ্টা চলছে ৷" ওড়িশায় যে পাচারচক্র চলছিল ধৃত ব্যক্তি তার মাথা বলে মনে করা হচ্ছে ৷ সেই এই সমস্ত ছাল, হাড় বিক্রির পরিকল্পনা করত ৷

এর আগে 8 জুন এই জেলারই গনিয়া এলাকায় প্রাণীদের ছাল পাচারকারীদের ধরতে অভিযান চালিয়ে ছিল স্পেশাল টাস্ক ফোর্স ৷ সে সময় দুই পাচারকারীকে গ্রেপ্তার করা হয় ৷ উদ্ধার হয় দু'টি চিতাবাঘের ছাল, দু'টি হরিণের ছাল ও বেশ কিছু কাগজপত্র উদ্ধার হয় ৷

উদ্ধার হওয়া প্রাণীদের ছালগুলি দেরাদুনে ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়াতে পাঠানো হয়েছে ৷ সেখানে এগুলির পরীক্ষা করা হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.