দিল্লি, 23 জানুয়ারি : রামায়ণ অনুযায়ী বিশল্য়করণী খুঁজে আনতে গিয়ে গন্ধমাদন পর্বত উঠিয়ে নিয়ে এসেছিলেন হনুমান ৷ ব্রাজ়িলকে কোরোনার ভ্য়াকসিন পাঠানোয় প্রতীকী ছবি হিসেবে ধন্য়বাদ জানিয়ে সেই ছবি পোস্ট করলেন ব্রাজ়িলের প্রেসিডেন্ট জ়াইর বলসোনারো ৷ প্রসঙ্গত, কোরোনার 20 লাখ ভ্য়াকসিনের ডোজ় ব্রাজ়িলে পাঠিয়েছে ভারত ৷ সেই ভ্য়াকসিন ব্রাজ়িলে পৌঁছেও গিয়েছে ৷ তাই কোরোনা মহামারির সঙ্গে লড়তে এই সাহায্য়ের জন্য় ভারত সরকারকে অভিনব উপায়ে ধন্য়বাদ জানালেন ব্রাজ়িলের প্রেসিডেন্ট ৷
টুইটারে সেই ছবি পোস্ট করে ব্রাজ়িলের প্রেসিডেন্ট লেখেন, ‘‘নমস্কার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ কোরোনার মতো মহামারির সঙ্গে লড়াই করতে, ভারতের মতো বন্ধুকে পেয়ে ব্রাজ়িল সম্মানিত বোধ করছে ৷ ধন্য়বাদ ভারত থেকে ব্রাজ়িলে কোরোনার ভ্য়াকসিন পাঠানোর জন্য় ৷ ‘ধন্য়বাদ’ ৷’’ অ্য়াস্ট্রাজ়েনেকা ও অক্সফোর্ড বিশ্ববিদ্য়ালয়ের যৌথ গবেষণায় সেরাম ইনস্টিটিউটের তৈরি কোভিশিল্ড ভ্য়াকসিনের 20 লাখ ডোজ় ব্রাজ়িলে পাঠিয়েছে ভারত সরকার ৷ শুক্রবার সেই ভ্য়াকসিনগুলি ব্রাজ়িল পৌঁছেছে ৷ বিদেশমন্ত্রী এস জয়শংকর সেই ছবি টুইটারে পোস্টও করেছেন ৷
আরও পড়ুন : কোরোনা ভ্যাকসিন নিতে অনিচ্ছুক ব্রাজিলের প্রেসিডেন্ট
ব্রাজ়িলিয়ান প্রেসিডেন্টের ধন্য়বাদ জ্ঞাপন করে করা টুইটের জবাবও দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি জ়াইর বলসোনারোর টুইটটি শেয়ার করে লেখেন, ‘‘সম্মানবোধ আমরা করছি প্রেসিডেন্ট জ়াইর বলসোনারো ৷ কোরোনা মহামারির সঙ্গে লড়তে ব্রাজ়িলের মত বন্ধুকে পাশে পেয়েছি ৷ স্বাস্থ্য়ক্ষেত্রে আমাদের সম্পর্ক আরও মজবুত করতে আমরা কাজ করে যাব ৷’’