ETV Bharat / bharat

পৌষমেলা নিয়ে অনিশ্চয়তা কাটাল প্রধানমন্ত্রীর দপ্তর

author img

By

Published : Nov 5, 2019, 11:03 PM IST

Updated : Nov 5, 2019, 11:11 PM IST

পার্লামেন্টে পৌষমেলা পরিচালনায় বিশ্বভারতীর সমস্যাগুলি নিয়ে সুর চড়িয়েছিলেন রাজ্যসভার সদস্য স্বপন দাশগুপ্ত । এরপরেই বিষয়টিতে হস্তক্ষেপ করেন প্রধানমন্ত্রী ।

পৌষমেলা

কলকাতা, 5 নভেম্বর : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অবশেষে পৌষমেলা নিয়ে জট কাটল । শান্তিনিকেতনেই অনুষ্ঠিত হবে 125 তম পৌষমেলা । দায়িত্বে থাকবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ই । তবে, পৌষমেলা পরিচালনায় বিশ্ববিদ্যালয়কে পূর্ণ সহযোগিতা করবে প্রধানমন্ত্রীর দপ্তর (PMO) ।

মেলাকে পরিবেশ বান্ধব করে তুলতে ইতিমধ্যেই ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল প্রস্তুতি শুরু করেছে । কিন্তু বিশ্বভারতী কর্তৃপক্ষ জানায়, অন্য সরকারি দপ্তরের সঙ্গে এই বিশ্ববিদ্যালয়কে গুলিয়ে ফেলা উচিত নয় । কারণ এটা শিক্ষা প্রতিষ্ঠান ।

চলতি বছরে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী জানান যে, পৌষমেলা করার মতো পরিকাঠামো বিশ্ববিদ্যালয়ের নেই । যার ফলে চলতি বছরে কোথায় ও কীভাবে পৌষমেলা হবে তা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয় । গতকাল উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী বলেন, "দিল্লিতে আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেছি । আমাদের সমস্যাগুলি নিয়ে কথা বলেছি । এরপরেই PMO-র উদ্যোগে পৌষমেলা পরিচালনায় বিশ্বভারতীকে সহযোগিতা করার কথা বলেন প্রধানমন্ত্রী । "

পার্লামেন্টে পৌষমেলা পরিচালনায় বিশ্বভারতীর সমস্যাগুলি নিয়ে সুর চড়িয়েছিলেন রাজ্যসভার সদস্য স্বপন দাশগুপ্ত । কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক ইতিমধ্যেই বিশ্বভারতীকে সাহায্যের হাত বাড়িয়েছে । পাশাপাশি এবছর মেলায় কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে । শেষ বছর 1260 টি স্টল সরকারিভাবে বিলি করা হয়েছিল । কিন্তু শেষ পর্যন্ত স্টলের সংখ্যা দাঁড়িয়েছিল 3000 । তাই এবছর মেলায় স্টলের সংখ্যা 1400-তে সীমাবদ্ধ রাখা হয়েছে এবং তার বুকিং অনলাইনে করা হচ্ছে । অনলাইনে পেমেন্টের পুরো বিষয়টির দায়িত্বে রয়েছে খড়গপুর IIT-র কম্পিউটার সায়েন্স বিভাগ ।

কলকাতা, 5 নভেম্বর : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অবশেষে পৌষমেলা নিয়ে জট কাটল । শান্তিনিকেতনেই অনুষ্ঠিত হবে 125 তম পৌষমেলা । দায়িত্বে থাকবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ই । তবে, পৌষমেলা পরিচালনায় বিশ্ববিদ্যালয়কে পূর্ণ সহযোগিতা করবে প্রধানমন্ত্রীর দপ্তর (PMO) ।

মেলাকে পরিবেশ বান্ধব করে তুলতে ইতিমধ্যেই ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল প্রস্তুতি শুরু করেছে । কিন্তু বিশ্বভারতী কর্তৃপক্ষ জানায়, অন্য সরকারি দপ্তরের সঙ্গে এই বিশ্ববিদ্যালয়কে গুলিয়ে ফেলা উচিত নয় । কারণ এটা শিক্ষা প্রতিষ্ঠান ।

চলতি বছরে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী জানান যে, পৌষমেলা করার মতো পরিকাঠামো বিশ্ববিদ্যালয়ের নেই । যার ফলে চলতি বছরে কোথায় ও কীভাবে পৌষমেলা হবে তা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয় । গতকাল উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী বলেন, "দিল্লিতে আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেছি । আমাদের সমস্যাগুলি নিয়ে কথা বলেছি । এরপরেই PMO-র উদ্যোগে পৌষমেলা পরিচালনায় বিশ্বভারতীকে সহযোগিতা করার কথা বলেন প্রধানমন্ত্রী । "

পার্লামেন্টে পৌষমেলা পরিচালনায় বিশ্বভারতীর সমস্যাগুলি নিয়ে সুর চড়িয়েছিলেন রাজ্যসভার সদস্য স্বপন দাশগুপ্ত । কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক ইতিমধ্যেই বিশ্বভারতীকে সাহায্যের হাত বাড়িয়েছে । পাশাপাশি এবছর মেলায় কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে । শেষ বছর 1260 টি স্টল সরকারিভাবে বিলি করা হয়েছিল । কিন্তু শেষ পর্যন্ত স্টলের সংখ্যা দাঁড়িয়েছিল 3000 । তাই এবছর মেলায় স্টলের সংখ্যা 1400-তে সীমাবদ্ধ রাখা হয়েছে এবং তার বুকিং অনলাইনে করা হচ্ছে । অনলাইনে পেমেন্টের পুরো বিষয়টির দায়িত্বে রয়েছে খড়গপুর IIT-র কম্পিউটার সায়েন্স বিভাগ ।

Patna (Bihar), Nov 05 (ANI): Vegetable prices soared high in Patna. Price soared high due to shortage of supply caused by heavy rains and floods. After prices of onions rose, prices of other vegetables also shot up. The excessive rainfall and flood-like situation in many parts of the country have affected the vegetable prices. Earlier, the government had imposed a ban on the export of the onions to curb and bring down it's the prices in the domestic market.
Last Updated : Nov 5, 2019, 11:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.