ETV Bharat / bharat

জম্মু-কাশ্মীর নিয়ে বাড়ছে উদ্বেগ, কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক শেষ - cabinet meeting on kashmir issue

মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন নরেন্দ্র মোদি । কাশ্মীর নিয়ে বাড়ছে উদ্বেগ ৷

লোক কল্যাণ মার্গে মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে জরুরি বৈঠকে বসছেন নরেন্দ্র মোদি । রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী এস জয়শংকর ৷
author img

By

Published : Aug 5, 2019, 10:20 AM IST

Updated : Aug 5, 2019, 2:10 PM IST

দিল্লি, 5 অগাস্ট : লোক কল্যাণ মার্গে মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন নরেন্দ্র মোদি । বৈঠকে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী এস জয়শংকর ৷ জম্মু ও কাশ্মীরে অস্থির পরিস্থিতি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকতে পারে এই বৈঠকে ৷ এদিন মূল বৈঠকের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদা করে দেখা করেন অমিত শাহ । কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দেখা করেন আইনমন্ত্রী রবিশংকর প্রসাদও । এই উদ্বেগের মাঝেই কাশ্মীরের নেতাদের বিরুদ্ধে অভিযোগ আনেন জম্মু-কাশ্মীরের BJP প্রধান রবিন্দর রায়না । তিনি বলেন, ‘‘জম্মু-কাশ্মীরের নেতারাই উপত্যকায় সমস্যা তৈরি করছেন । ’’ রাজ্যসভায় 11টা ও লোকসভায় 12টা নাগাদ বক্তব্য রাখবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ সেই বক্তব্যের দিকেই তাকিয়ে গোটা দেশ ৷

ইতিমধ্যেই দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী-সহ রাজনৈতিক নেতাদের গৃহবন্দী করেছে প্রশাসন । গতকাল গভীর রাতে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে । আজ রাজ্যজুড়ে স্কুল কলেজও বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন । শ্রীনগরে 144 ধারা জারি রয়েছে । স্থানীয় কেবল টিভি চ্যালেনও বন্ধ করার নির্দেশ দিয়েছে প্রশাসন । পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংবেদনশীল এলাকাগুলিতে ইন্টারনেট পরিষেবা বন্ধ করারও নির্দেশ দেওয়া হয়েছে ৷ বাড়ছে উদ্বেগ ৷ এই পরিস্থিতির মধ্যেই শুরু হয়েছে মন্ত্রিসভার বৈঠক ৷

উল্লেখযোগ্য ভাবে আজই নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠকও ডাকা হয়। কাশ্মীর পরিস্থিতির প্রেক্ষিতে অন্যান্য রাজ্যকেও নিশানা করতে পারে জঙ্গিরা, তাই এনিয়ে সব রাজ্যকেই নিরাপত্তা কঠোর করতে বলা হয়েছে। তা নিয়ে সব রাজ্যকে অ্যাডভাইসরিও পাঠিয়েছে কেন্দ্র।

উপত্যকার বর্তমান পরিস্থিতি অনুযায়ী , মোদির বাসভবনে এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিভিন্ন রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা ।

দিল্লি, 5 অগাস্ট : লোক কল্যাণ মার্গে মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন নরেন্দ্র মোদি । বৈঠকে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী এস জয়শংকর ৷ জম্মু ও কাশ্মীরে অস্থির পরিস্থিতি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকতে পারে এই বৈঠকে ৷ এদিন মূল বৈঠকের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদা করে দেখা করেন অমিত শাহ । কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দেখা করেন আইনমন্ত্রী রবিশংকর প্রসাদও । এই উদ্বেগের মাঝেই কাশ্মীরের নেতাদের বিরুদ্ধে অভিযোগ আনেন জম্মু-কাশ্মীরের BJP প্রধান রবিন্দর রায়না । তিনি বলেন, ‘‘জম্মু-কাশ্মীরের নেতারাই উপত্যকায় সমস্যা তৈরি করছেন । ’’ রাজ্যসভায় 11টা ও লোকসভায় 12টা নাগাদ বক্তব্য রাখবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ সেই বক্তব্যের দিকেই তাকিয়ে গোটা দেশ ৷

ইতিমধ্যেই দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী-সহ রাজনৈতিক নেতাদের গৃহবন্দী করেছে প্রশাসন । গতকাল গভীর রাতে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে । আজ রাজ্যজুড়ে স্কুল কলেজও বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন । শ্রীনগরে 144 ধারা জারি রয়েছে । স্থানীয় কেবল টিভি চ্যালেনও বন্ধ করার নির্দেশ দিয়েছে প্রশাসন । পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংবেদনশীল এলাকাগুলিতে ইন্টারনেট পরিষেবা বন্ধ করারও নির্দেশ দেওয়া হয়েছে ৷ বাড়ছে উদ্বেগ ৷ এই পরিস্থিতির মধ্যেই শুরু হয়েছে মন্ত্রিসভার বৈঠক ৷

উল্লেখযোগ্য ভাবে আজই নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠকও ডাকা হয়। কাশ্মীর পরিস্থিতির প্রেক্ষিতে অন্যান্য রাজ্যকেও নিশানা করতে পারে জঙ্গিরা, তাই এনিয়ে সব রাজ্যকেই নিরাপত্তা কঠোর করতে বলা হয়েছে। তা নিয়ে সব রাজ্যকে অ্যাডভাইসরিও পাঠিয়েছে কেন্দ্র।

উপত্যকার বর্তমান পরিস্থিতি অনুযায়ী , মোদির বাসভবনে এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিভিন্ন রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা ।

Udhampur (Jammu and Kashmir), Aug 05 (ANI): The government on Monday imposed restrictions under Section 144 of Code of Criminal Procedure (CrPC) in Udhampur with effect from midnight, which shall remain in force till further orders. As per the order, there shall be no movement of public and all educational institutions shall also remain closed. There will be a complete bar on holding any kind of public meetings or rallies during the period of operation of this order. While speaking to ANI on the current situation, Deputy Commissioner of Udhampur, Dr Piyush Singla said, "Keeping the security scenario in mind, under Section 144 of Code of Criminal Procedure (CrPC) we prohibited the movement of 4 or more than 4 people at once in Udhampur. Through you, I want to appeal to people to not create any kind of panic. It is just a precautionary step. Along with it, all the schools, colleges whether they are government or private are suspended." He further said, "It is a precautionary step so there is no need to panic at all. We will react as and when situation demands."
Last Updated : Aug 5, 2019, 2:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.