দিল্লি , 1 নভেম্বর : মুখে মিষ্টি হাসি । সুন্দর ফ্রক পরে হাতে ভারতের পতাকা নিয়ে একটি চার বছরের বাচ্চা মেয়ে মিষ্টি সুরে গেয়ে চলেছে বন্দেমাতরম । মুহূর্তের মধ্যে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় ভিডিয়োটি । লাখের উপর লাইক পড়ে যায় । ভিডিয়োটি টুইটারে পোস্ট করেন মিজ়োরামের মুখ্যমন্ত্রী জ়োরামথাঙ্গা । ভিডিয়োটির ক্যাপশনে তিনি লেখেন , বন্দেমাতরম গাইছে মিজ়োরামের লুঙ্গলেই-এর বাসিন্দা চার বছরের একটি বাচ্চা মেয়ে । নাম এসথার নামতে । এরপরেই ভিডিয়োটি নজরে পড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির । তিনি পালটা টুইট করে বন্দেমাতরম-এর এত সুন্দরভাবে উপস্থাপন করার জন্য এসথারের প্রশংসা করেন ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটে লেখেন , "ভিডিয়োটি প্রশংসনীয় । এই সুন্দর উপস্থাপনার জন্য এসথারের প্রতি গর্বিত । " স্বনামধন্য সংগীতশিল্পী ও সুরকার এ আর রহমানও এসথারের প্রশংসা করেছিলেন এবং ক্যাপশনে তার ভিডিয়ো টুইট করে লিখেছেন, "যখন আপনি মিষ্টতা ও ভালোবাসায় ভেসে যান । "
-
Adorable and admirable! Proud of Esther Hnamte for this rendition. https://t.co/wQjiK3NOY0
— Narendra Modi (@narendramodi) October 31, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Adorable and admirable! Proud of Esther Hnamte for this rendition. https://t.co/wQjiK3NOY0
— Narendra Modi (@narendramodi) October 31, 2020Adorable and admirable! Proud of Esther Hnamte for this rendition. https://t.co/wQjiK3NOY0
— Narendra Modi (@narendramodi) October 31, 2020
এসথারের ভিডিয়োটি লাখের বেশি লাইক-সহ সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে । তার গানের পুরো ক্লিপটি ইউটিউবে পোস্ট করা হয়েছে । ক্যাপশনে লেখা হয়েছে , "প্রিয় ভাই ও বোনেরা, আপনি গর্বিত হন যে , আপনি ভারতীয় । এটা ভালোবাসা , যত্ন ও স্নেহের ভূমি । আমাদের ভাষা , সংস্কৃতি , জীবনযাত্রায় বৈচিত্র্য আছে । আসুন , আমরা আমাদের দেশের জন্য ঐক্যবদ্ধ হই । "
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বন্দেমাতরম একটি সংস্কৃত কবিতা । এটি 1882 সালে তাঁর বাংলা উপন্যাস আনন্দমঠের অন্তর্ভুক্ত ছিল ।