ETV Bharat / bharat

সংকটের সময় শান্ত থাকেন মোদি, বলছেন 'ম্যান ভার্সেস ওয়াইল্ড'-এর সঞ্চালক - narendra modi

সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে গ্রিলস বলেন, "দেশের প্রধানমন্ত্রী হয়ে, একজন বিশ্বনেতা হয়েও সব পরিস্থিতিতে শান্ত থাকেন নরেন্দ্র মোদি ।"

PM Modi was calm in crisis, says Bear Grylls
author img

By

Published : Aug 10, 2019, 3:35 PM IST

Updated : Aug 10, 2019, 6:37 PM IST

দিল্লি, 10 অগাস্ট : সংকটের সময় শান্ত থাকেন মোদি । মত 'ম্যান ভার্সেস ওয়াইল্ড'-এর সঞ্চালক বিয়ার গ্রিলসের । সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে গ্রিলস বলেন, "দেশের প্রধানমন্ত্রী হয়ে, একজন বিশ্বনেতা হয়েও সব পরিস্থিতিতে শান্ত থাকেন নরেন্দ্র মোদি । তিনি জিম কর্বেট পার্কের দুর্গম পথ, জঙ্গল, বাজে আবহাওয়া সব কিছুকে জয় করেন ।"

প্রসঙ্গত ম্যান ভার্সেস ওয়াইল্ড-এর একটি বিশেষ এপিসোডে বিয়ার গ্রিলসের সঙ্গে নরেন্দ্র মোদিকে দেখা যাবে । এপিসোডটি 12 তারিখ সম্প্রচারিত হবে । তার আগে সামনে আসে এপিসোডটির কিছু টিজ়ার ।

মোদি প্রসঙ্গে গ্রিলস বলেন, "আমরা প্রায়ই পোডিয়ামের পিছনে রাজনীতিবিদদের সুট পরে দেখি । সেখানে তাঁদের স্মার্ট দেখায় । কিন্তু জঙ্গলে পরিস্থিতিটা সম্পূর্ণ আলাদা । আপনি যত বড় নেতাই হন, জঙ্গলে তাতে কিছু এসে যায় না । আমরা জিম করবেট ন্যাশনাল পার্কে থাকাকালীন মুষলধারে বৃষ্টি হয় । আমাদের ক্যামেরাম্যানরা সেই অবস্থায় খেই হারিয়ে ফেললেও প্রধানমন্ত্রী খুব শান্ত ছিলেন । পুরো যাত্রা তিনি খুব শান্ত ছিলেন ।"

উত্তরাখণ্ডের জিম করবেট ন্যাশনাল পার্কে হয়েছে অনুষ্ঠানের শুটিং । ন্যাশনাল পার্কের বন্যপ্রাণীদের সম্পর্কে প্রধানমন্ত্রী মোদি বলেন, "এখানে বিপদ নেই । আমরা যখন প্রকৃতির বিরুদ্ধে যাই, তখনই বিপদের সূত্রপাত হয় । মানুষও বিপজ্জনক হয়ে ওঠে । আমরা যদি প্রকৃতির সঙ্গে সহযোগিতা করি তাহলে প্রকৃতিও আমাদের সঙ্গে থাকবে ।"

গ্রিলসকে মোদি আরও জানান, কিশোর অবস্থায় তিনি বাড়ি ছেড়েছিলেন । ঘর ছাড়ার পর বেশ কিছুটা সময় হিমালয় অঞ্চলে কাটিয়েছিলেন তিনি । যা শুনে বাঘের সঙ্গে মোকাবিলা করার জন্য গ্রিলস তাঁকে একটি অস্ত্র বানিয়ে দেন । বাঘের সামনে পড়লে কীভাবে আত্মরক্ষা করতে হবে, সেই কৌশলও ভারতের প্রধানমন্ত্রীকে শেখান গ্রিলস । কিন্তু মোদি জানান, তাঁর সংস্কৃতি তাঁকে কারও প্রাণ নিতে শেখায়নি । কিন্তু এই অস্ত্র গ্রিলস তাঁকে তৈরি করে দিয়েছেন, তাই তিনি সেটি নিজের কাছেই রাখবেন ।

দিল্লি, 10 অগাস্ট : সংকটের সময় শান্ত থাকেন মোদি । মত 'ম্যান ভার্সেস ওয়াইল্ড'-এর সঞ্চালক বিয়ার গ্রিলসের । সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে গ্রিলস বলেন, "দেশের প্রধানমন্ত্রী হয়ে, একজন বিশ্বনেতা হয়েও সব পরিস্থিতিতে শান্ত থাকেন নরেন্দ্র মোদি । তিনি জিম কর্বেট পার্কের দুর্গম পথ, জঙ্গল, বাজে আবহাওয়া সব কিছুকে জয় করেন ।"

প্রসঙ্গত ম্যান ভার্সেস ওয়াইল্ড-এর একটি বিশেষ এপিসোডে বিয়ার গ্রিলসের সঙ্গে নরেন্দ্র মোদিকে দেখা যাবে । এপিসোডটি 12 তারিখ সম্প্রচারিত হবে । তার আগে সামনে আসে এপিসোডটির কিছু টিজ়ার ।

মোদি প্রসঙ্গে গ্রিলস বলেন, "আমরা প্রায়ই পোডিয়ামের পিছনে রাজনীতিবিদদের সুট পরে দেখি । সেখানে তাঁদের স্মার্ট দেখায় । কিন্তু জঙ্গলে পরিস্থিতিটা সম্পূর্ণ আলাদা । আপনি যত বড় নেতাই হন, জঙ্গলে তাতে কিছু এসে যায় না । আমরা জিম করবেট ন্যাশনাল পার্কে থাকাকালীন মুষলধারে বৃষ্টি হয় । আমাদের ক্যামেরাম্যানরা সেই অবস্থায় খেই হারিয়ে ফেললেও প্রধানমন্ত্রী খুব শান্ত ছিলেন । পুরো যাত্রা তিনি খুব শান্ত ছিলেন ।"

উত্তরাখণ্ডের জিম করবেট ন্যাশনাল পার্কে হয়েছে অনুষ্ঠানের শুটিং । ন্যাশনাল পার্কের বন্যপ্রাণীদের সম্পর্কে প্রধানমন্ত্রী মোদি বলেন, "এখানে বিপদ নেই । আমরা যখন প্রকৃতির বিরুদ্ধে যাই, তখনই বিপদের সূত্রপাত হয় । মানুষও বিপজ্জনক হয়ে ওঠে । আমরা যদি প্রকৃতির সঙ্গে সহযোগিতা করি তাহলে প্রকৃতিও আমাদের সঙ্গে থাকবে ।"

গ্রিলসকে মোদি আরও জানান, কিশোর অবস্থায় তিনি বাড়ি ছেড়েছিলেন । ঘর ছাড়ার পর বেশ কিছুটা সময় হিমালয় অঞ্চলে কাটিয়েছিলেন তিনি । যা শুনে বাঘের সঙ্গে মোকাবিলা করার জন্য গ্রিলস তাঁকে একটি অস্ত্র বানিয়ে দেন । বাঘের সামনে পড়লে কীভাবে আত্মরক্ষা করতে হবে, সেই কৌশলও ভারতের প্রধানমন্ত্রীকে শেখান গ্রিলস । কিন্তু মোদি জানান, তাঁর সংস্কৃতি তাঁকে কারও প্রাণ নিতে শেখায়নি । কিন্তু এই অস্ত্র গ্রিলস তাঁকে তৈরি করে দিয়েছেন, তাই তিনি সেটি নিজের কাছেই রাখবেন ।

Dharamshala (HP), Aug 10 (ANI): Tibet Museum in Dharamshala's McLeod Ganj held a photo exhibition of period from 1979 to 1985. Sikyong of the Tibetan-government-in-exile Lobsang Sangay was the chief guest of the event. Event was organised to recall the four fact finding delegation to Tibet. The exhibition shared the journey of visit of delegations, from all four durations, to Tibet. All the four delegations reported complete obligation of monasteries and religious edifices, wanton deforestation and mining, population transfer and dilution of Tibetan language, religion and culture.
Last Updated : Aug 10, 2019, 6:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.