ETV Bharat / bharat

বর্ষবরণে টুইট মোদির - প্রধানমন্ত্রী

নতুন বছরের আগে টুইট নরেন্দ্র মোদির ৷ 2019 সালে কেন্দ্রের সাফল্যগুলিকে নিয়ে এক ব্যবহারকারী একটি গানের ভিডিয়ো টুইট করেছিল ৷ প্রধানমন্ত্রী সেই ভিডিয়ো রিটুইট করে জানান এবছরের মতো 2020 সালেও দেশের মানুষ ভারতের প্রগতিতে সামনের সারিতে থাকবে ৷

Happy New Year 2020
ছবির সূত্র : ANI
author img

By

Published : Dec 31, 2019, 9:26 PM IST

Updated : Dec 31, 2019, 10:04 PM IST

দিল্লি, 31 ডিসেম্বর : নতুন বছর শুরুর আগে টুইট প্রধানমন্ত্রীর ৷ 2020 সাল নিয়ে আশাবাদী নরেন্দ্র মোদি ৷ 130 কোটি ভারতীয়ের প্রগতিতে এবছরের মতো আগামী বছরেও দেশের সাধারণ মানুষই সামনের সারিতে থাকবে, টুইটে এমনই আশাপ্রকাশ করলেন তিনি ৷

টুইটারে 2019 সালের সাফল্যগুলিকে নিয়ে এক ব্যবহারকারীর গানও রিটুইট করেন প্রধানমন্ত্রী ৷ সেখানে তিনি লেখেন, " খুবই ভালো মিশ্রণ ৷ 2019-এর বেশ কিছু গুরুত্বপূর্ণ সাফল্যকে ভালোভাবে তুলে ধরা হয়েছে গানটিতে ৷ এবছরের মতো 2020 সালেও দেশের মানুষ ভারতের প্রগতিতে সামনের সারিতে থাকবে ৷ "

  • Lovely compilation!

    Covers quite a lot of the progress we achieved in 2019.

    Here is hoping 2020 marks the continuation of people powered efforts to transform India and empower the lives of 130 crore Indians. https://t.co/HHghJe0owW

    — Narendra Modi (@narendramodi) December 31, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

টুইটারের গানের ওই ভিডিয়োটিতে 370 ধারা প্রত্যাহার করা, করতারপুর করিডর চালু করা থেকে শুরু করে দেশের প্রথম সেমি হাই স্পিড রেল, একক ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার বন্ধ করা সহ মোদি সরকারের বেশ কিছু সাফল্যকে তুলে ধরা হয়েছে ৷ পুলওয়ামায় হামলার পর বায়ুসেনা অভিযান, অ্যান্টি-SAT স্যাটেলাইট পরীক্ষা ও হাউডি মোদির কথাও তুলে ধরা হয় ভিডিয়োয় ৷

দিল্লি, 31 ডিসেম্বর : নতুন বছর শুরুর আগে টুইট প্রধানমন্ত্রীর ৷ 2020 সাল নিয়ে আশাবাদী নরেন্দ্র মোদি ৷ 130 কোটি ভারতীয়ের প্রগতিতে এবছরের মতো আগামী বছরেও দেশের সাধারণ মানুষই সামনের সারিতে থাকবে, টুইটে এমনই আশাপ্রকাশ করলেন তিনি ৷

টুইটারে 2019 সালের সাফল্যগুলিকে নিয়ে এক ব্যবহারকারীর গানও রিটুইট করেন প্রধানমন্ত্রী ৷ সেখানে তিনি লেখেন, " খুবই ভালো মিশ্রণ ৷ 2019-এর বেশ কিছু গুরুত্বপূর্ণ সাফল্যকে ভালোভাবে তুলে ধরা হয়েছে গানটিতে ৷ এবছরের মতো 2020 সালেও দেশের মানুষ ভারতের প্রগতিতে সামনের সারিতে থাকবে ৷ "

  • Lovely compilation!

    Covers quite a lot of the progress we achieved in 2019.

    Here is hoping 2020 marks the continuation of people powered efforts to transform India and empower the lives of 130 crore Indians. https://t.co/HHghJe0owW

    — Narendra Modi (@narendramodi) December 31, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

টুইটারের গানের ওই ভিডিয়োটিতে 370 ধারা প্রত্যাহার করা, করতারপুর করিডর চালু করা থেকে শুরু করে দেশের প্রথম সেমি হাই স্পিড রেল, একক ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার বন্ধ করা সহ মোদি সরকারের বেশ কিছু সাফল্যকে তুলে ধরা হয়েছে ৷ পুলওয়ামায় হামলার পর বায়ুসেনা অভিযান, অ্যান্টি-SAT স্যাটেলাইট পরীক্ষা ও হাউডি মোদির কথাও তুলে ধরা হয় ভিডিয়োয় ৷

Jammu, Dec 31 (ANI): The holy shrine of Vaishno Devi is witnessing heavy rush of pilgrims. Large numbers of devotees reached at Vaishno Devi to offer prayers ahead of New Year. Pilgrims were seen standing in long queues to get glimpse of Mata Vaishno Devi. Hill shrine witnesses heavy rush every year during December end despite cold weather.
Last Updated : Dec 31, 2019, 10:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.