ETV Bharat / bharat

দ্বিতীয় দফার ভোটের আগে আজ বিহারে নির্বাচনী প্রচারে মোদি-রাহুল

author img

By

Published : Oct 28, 2020, 9:48 AM IST

বিহারে দ্বিতীয় দফার ভোটের আগে আজ ফের নির্বাচনী প্রচারে মাঠে নামতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কংগ্রেস নেতা রাহুল গান্ধি । নরেন্দ্র মোদি তিনটি ও রাহুল গান্ধি দু'টি নির্বাচনী সভা করবেন ।

Patna
বিহারে নির্বাচনী প্রচারে মোদি-রাহুল

পটনা , 28 অক্টোবর : বিহারে প্রথম দফার ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে গেছে । সোমবার শেষ হয়েছে প্রথম দফার ভোটের প্রচার । এবার দ্বিতীয় দফার ভোটের আগে আজ ফের নির্বাচনী প্রচারে নামতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তিনি আজ মোট তিনটি নির্বাচনী সভা করবেন দ্বারভাঙা , মুজ়াফফরপুর এবং পটনায় । এই নিয়ে এটা বিহারে প্রধানমন্ত্রীর দ্বিতীয় নির্বাচনী প্রচার সফর । একইদিনে নির্বাচনী প্রচারে ঝড় তুলবেন রাহুল গান্ধিও । বিহারে প্রথম দফা নির্বাচনের আগেও একইদিনে নির্বাচনী প্রচারে মাঠে নেমেছিলেন মোদি ও রাহুল ।

দ্বারভাঙায় ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গেছে । প্রধানমন্ত্রীর নিরাপত্তার বিষয়টি নিয়ে দ্বারভাঙা জেলা ম্যাজিস্ট্রেটের সঙ্গে বৈঠক করেছে স্পেশাল প্রোটেকশন গ্রুপ (SPG) । কোরোনা পরিস্থিতিতে সুরক্ষার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে । কর্মকর্তারা জানিয়েছেন, সভাস্থানে কাউকে মাস্ক ছাড়া প্রবেশ করতে দেওয়া হবে না এবং প্রধানমন্ত্রীর সঙ্গে যাঁরা উপস্থিত থাকবেন, তাঁদের RT-PCR পরীক্ষা করা হয়েছে । NDA-র তরফে জানানো হয়েছে , অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিদায়ী মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ও BJP জেনেরাল সেক্রেটারি ভূপেন্দ্র যাদব ।

মুজাফফরপুরে প্রধানমন্ত্রীর ব়্যালি জেলা হেডকোয়ার্টারস থেকে 30 কিলোমিটার দূরে মতিপুরে অনুষ্ঠিত হবে । যেখানে সভার আয়োজন করা হয়েছে , সেখানে সীমিত সংখ্যক চেয়ার বসানো হয়েছে । অন্যদিকে রাজধানী পটনায়, বিমানবন্দরের কাছে ভেটেরিনারি কলেজ মাঠে জনসভা অনুষ্ঠিত হবে ।

অন্যদিকে , কংগ্রেস নেতা রাহুল গান্ধি বিহারে দু'টি জনসভায় ভাষণ দেবেন । প্রথম জনসভাটি হবে বাল্মীকি শহরে ও দ্বিতীয়টি দ্বারভাঙায় অনুষ্ঠিত হবে । দ্বিতীয় দফার নির্বাচন রয়েছে 3 নভেম্বর ।

পটনা , 28 অক্টোবর : বিহারে প্রথম দফার ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে গেছে । সোমবার শেষ হয়েছে প্রথম দফার ভোটের প্রচার । এবার দ্বিতীয় দফার ভোটের আগে আজ ফের নির্বাচনী প্রচারে নামতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তিনি আজ মোট তিনটি নির্বাচনী সভা করবেন দ্বারভাঙা , মুজ়াফফরপুর এবং পটনায় । এই নিয়ে এটা বিহারে প্রধানমন্ত্রীর দ্বিতীয় নির্বাচনী প্রচার সফর । একইদিনে নির্বাচনী প্রচারে ঝড় তুলবেন রাহুল গান্ধিও । বিহারে প্রথম দফা নির্বাচনের আগেও একইদিনে নির্বাচনী প্রচারে মাঠে নেমেছিলেন মোদি ও রাহুল ।

দ্বারভাঙায় ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গেছে । প্রধানমন্ত্রীর নিরাপত্তার বিষয়টি নিয়ে দ্বারভাঙা জেলা ম্যাজিস্ট্রেটের সঙ্গে বৈঠক করেছে স্পেশাল প্রোটেকশন গ্রুপ (SPG) । কোরোনা পরিস্থিতিতে সুরক্ষার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে । কর্মকর্তারা জানিয়েছেন, সভাস্থানে কাউকে মাস্ক ছাড়া প্রবেশ করতে দেওয়া হবে না এবং প্রধানমন্ত্রীর সঙ্গে যাঁরা উপস্থিত থাকবেন, তাঁদের RT-PCR পরীক্ষা করা হয়েছে । NDA-র তরফে জানানো হয়েছে , অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিদায়ী মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ও BJP জেনেরাল সেক্রেটারি ভূপেন্দ্র যাদব ।

মুজাফফরপুরে প্রধানমন্ত্রীর ব়্যালি জেলা হেডকোয়ার্টারস থেকে 30 কিলোমিটার দূরে মতিপুরে অনুষ্ঠিত হবে । যেখানে সভার আয়োজন করা হয়েছে , সেখানে সীমিত সংখ্যক চেয়ার বসানো হয়েছে । অন্যদিকে রাজধানী পটনায়, বিমানবন্দরের কাছে ভেটেরিনারি কলেজ মাঠে জনসভা অনুষ্ঠিত হবে ।

অন্যদিকে , কংগ্রেস নেতা রাহুল গান্ধি বিহারে দু'টি জনসভায় ভাষণ দেবেন । প্রথম জনসভাটি হবে বাল্মীকি শহরে ও দ্বিতীয়টি দ্বারভাঙায় অনুষ্ঠিত হবে । দ্বিতীয় দফার নির্বাচন রয়েছে 3 নভেম্বর ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.